DIY - এসো নিজে করি : একটি রঙিন জেব্রার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি রঙিন জেব্রার চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

263507895_1364230047328922_710747926478758482_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে জেব্রার চিত্রাংকন করার জন্য আমি পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে জেব্রার শরীরের গঠন চিত্রাংকন করলাম।


263760187_3894548203981739_8437865422445268416_n.jpg


ধাপ - 2

এরপর আমি জেব্রার গায়ের জোড়া কাটা দাগ থাকে সেগুলো পেন্সিল দিয়ে আর্ট করার চেষ্টা করলাম।


263592985_686454348992089_980759643117332245_n.jpg


ধাপ - 3

এরপর মুখমণ্ডল চিত্রাংকন করলাম জেব্রা টির। আমরা জানি যে জেব্রার পুরো শরীরে ডোরাকাটা দাগ থাকে তাই আমি মুখের অংশ এবং কান সবকিছুর মধ্যেই ডোরাকাটা দাগগুলো দিলাম।


263506095_600364974511346_7944905155808408712_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম জল রং এর কাজ। প্রথমে আমি কিছু ডোরাকাটা অংশগুলোর মধ্যে কালো রং করলাম।


263563388_4773237162698188_7361125826037429468_n.jpg


ধাপ - 5

এরপর জেব্রার শরীরটি রঙ্গিন করার জন্য বিভিন্ন কালার ব্যবহার করলাম যেমন হলুদ, লাল, আকাশী কালার সহ আরো অন্যান্য কালার।


263577741_1053543098538697_4671391506701109796_n.jpg
263489981_399176548557911_1722377569188038962_n.jpg


ধাপ - 6

এরপর জেব্রার পিঠের উপর যে কেশরের অংশগুলো থাকে সেগুলো পেন্সিল দিয়ে একে নিলাম। এরপর সেগুলো বিভিন্ন রঙে রাঙাই তো করলাম।


263629950_1053230455531845_3256114083710597797_n.jpg
263331619_597172324700934_5403397864545497479_n.jpg


ধাপ - 7

এরপর চিত্রাংকন টিকে আরও রঙিন করার জন্য বিভিন্ন রং ছিটিয়ে দিলাম। এবং কিছু রং এর দাগ দিলাম।


263791286_458586742449438_5873076902653235156_n.jpg


ধাপ - 8

এরপর আরো কিছু কাজ করলাম এবং আরো কিছু রং করলাম। এরপরে আমি আমার চিত্রাংকন টির সমাপ্ত ঘোষণা করলাম।


263574240_204390865118477_9064431041199800664_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
263577177_440314921142434_1688973947707369329_n.jpg263871136_885101902207182_5663770147446808128_n.jpg
263490115_4998341743545389_2443645648628760145_n.jpg263507895_1364230047328922_710747926478758482_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


264031687_3184081171815525_5444254949342994965_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০৮ ডিসেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

বাহ!! আপু মনি আপনি খুবই সুন্দর করে একটি রঙিন জেব্রার চিত্রাংকন করেছেন।আপনার এই জীবনের চিত্র কোনটি মুগ্ধতা ছড়িয়ে দিল।খুবই ভালো লেগেছে আমার।অনেক রঙের সমাহারে খুবই চমৎকার হয়েছে।অসাধারন♥♥

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা।

 3 years ago 

রঙিন জেব্রা প্রথম দেখলাম ভালো লাগলো।আঁকা নিখুত হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও রইলো অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

জল রং দিয়ে চিত্র প্রদর্শন সত্যিই অসাধারণ ছিল ।আপনার রঙিন চিত্র অংকন অসাধারণ হয়েছে। প্রতিভা দিয়ে জেব্রার চিত্রটি অঙ্কন করেছেন সেটা দেখেই বুঝা যাচ্ছে। আপনার অঙ্কিত চিত্র টি দেখে আমি মুগ্ধ হয়েছি আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই আপনাদের সামনে সুন্দর সুন্দর চিত্র প্রদর্শন করতে পারি। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো

 3 years ago 

জেব্রা অংকন টি অনেক সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন টা অসাধারন হয়েছে আপু। এত সুন্দর একটি পোস্ট সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই কমেন্টগুলো পরে সত্যিই আমার কাজ করার তাগিদ আরো বেড়ে যায়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বিভিন্ন রং দিয়ে এই প্রথম জেব্রা অংকন দেখেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আর্ট আপনার আজকে। সত্যিই দেখার মতো ছিল। পুরো জেব্রা না অঙ্কন করে উপরের অংশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। শুধুমাত্র উপরের অংশ দেখে বোঝা যাচ্ছে যে এটা জেব্রার মত লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা আঁকাটা। অনেক ধন্যবাদ আপু এত সুন্দরভাবে অঙ্কন করে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কমেন্টটি পড়েই বোঝা যাচ্ছে আপনি অনেক নিখুঁতভাবে আমার পোষ্টটি দেখেছেন। আমি চেষ্টা করবো আপু সব সময় সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে সুন্দর চিত্রাংকন গুলো আপনাদের সাথে শেয়ার করার। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আরে আপু আপনি রঙিন জেব্রার চিত্রাংকন করেছেন সত্যিই অসাধারণ হয়েছে। আপনি সব সময়ই ইউনিক কিছু করার চেষ্টা করেন যা দেখে আমার ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রত্যেকবার আমার পোস্টে এত উৎসাহজনক এবং সুন্দর কমেন্ট করার জন্য। আমি সত্যি অনেক কৃতজ্ঞ কারণ আপনি প্রত্যেকবারই আমাকে আমার কাজের প্রতি অনুপ্রাণিত করতে সাহায্য করেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বিভিন্ন কালার দিয়ে করা যায় জেব্রা পেইন্টিং দেখে অসম্ভব ভালো লাগলো। কালার কম্বিনেশন টা একেবারে ফুটে উঠেছে। যদিও জেব্রা কালো এবং সাদা রংয়ের দেখেছি। কিন্তু আজকের রঙিন জেব্রা দেখে অসম্ভব ভালো লাগলো। আপনি সব সময় আপনার পেইন্টিং গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি রঙিন জেব্রা শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু সাধারণত জেব্রা কালো সাদা রংয়ের হয়। তবে আমার মনে হয়েছে সাদাকালো জিনিসকে মাঝে মাঝে রঙিন করেও দেখা উচিত। তাই নিজের মন মত রং দিয়ে সাজিয়ে নিয়েছি জেব্রাটিকে। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি কাজ সকাল সকাল দেখলাম। খুব পছন্দ হয়েছে দিদি। আসলে দেখতে হয়তোবা অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এরকমভাবে চিত্রটি ফুটিয়ে তোলা একদমই সহজ ব্যাপার না । দক্ষ হাতের ছোঁয়া ছাড়া এটা কখনোই সম্ভব নয়। অনেক ভালোবাসা রইলো। প্রতিবার নতুন নতুন চমক পাচ্ছি। আরো চাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আসলে অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপু আমি চেষ্টা করব প্রতিবারই আপনাদের নতুন নতুন চমক দেওয়ার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 
খুব সুন্দর ছিল একটি রঙিন জ্রেবার চিত্র অংকন। আপনি দারুণভাবে অঙ্কন করেছেন আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনারা অংকনের হাত অনেক ভালো। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেকবার এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হই আপনাদের কমেন্ট গুলো পড়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য ও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65355.38
ETH 2656.67
USDT 1.00
SBD 2.87