DIY - এসো নিজে করি : মৌমাছি 🐝 ও মধুচাক এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। সেটা হলো মৌমাছি 🐝 ও মধুচাক এর চিত্রাংকন। শহরে আমরা প্রায় দেখি অনেক বাসা বাড়ির কোণায় মৌমাছি মধুচাক তৈরি করে। বিশেষ করে বাসা বাড়ির বারান্দার কোণায়। এরপর ঐ মধুচাক থেকে মৌমাছি তাড়িয়ে দেয় এবং সেটা ভেঙ্গে খাটি মধু সংগ্রহ করে। এবার বলি মধুর উপকারিতা- মধু অনেক রোগের ঔষধ। বুকে ঠান্ডা বাঁধলে মধু এই রোগটি সারতে সাহায্য করে। এছাড়াও এর অনেক উপকার রয়েছে।তাই ছোট বড় সবার উচিৎ দৈনিক এক চামচ খাটি মধু খাওয়া। মধুর এত উপকারিতা পড়ে,বুঝতেই পারছেন যে, মৌমাছি কত উপকারী একটি প্রাণী। মৌমাছির এই অসাধারণ অবদানের কথা মাথায় রেখেই আমার আজকের এই চিত্রাংকন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যসহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।আর হ্যা চেষ্টা করবেন দৈনিক এক চামচ করে মধু খাওয়ার 🍯।

277029281_3175714322708896_3544417556120384704_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে মৌমাছির শরীরের অবয়ব অংকন করে নিলাম। এবং শরীরের পাশে দুটি ডানা অঙ্কন করে নিলাম। সাথে কয়েকটি মধুচাক কঙ্কন করলাম।

277180102_672969897157325_2987597368388519136_n.jpg277170162_5074315992613872_1144851388236325162_n(1).jpg

ধাপ - 2

এরপর মৌমাছির সামনের এবং পেছনের পা গুলো অঙ্কন করে নিলাম। এবং এরপর অনেকগুলো মধুচাক অঙ্কন করে নিলাম।

276023216_1061364051427810_8859664546773375201_n.jpg277118907_658016572076906_1598729640658210085_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। বাদামি কালারের জল রং এর সাহায্যে মধু চাক গুলো ভালভাবে রং করে নিলাম। সেই সাথে কিছু কিছু রং আশে পাশে ছিটিয়ে দিলাম।

277183385_735829534454448_3395233839542716530_n.jpg277092002_1013751116164802_8546601096312675871_n.jpg

ধাপ - 4

এরপর কালো জেল পেন এর সাহায্যে মৌমাছিটি অবয়ব ভালোভাবে গাঢ় কালো করে নিলাম। এবং সেইসাথে মৌমাছির পা, ডানা এবং শরীরে কিছু ডিজাইন করে নিলাম।

277112754_664987951434499_1213267984341055352_n.jpg277110793_3872085409684133_1467800090412326276_n.jpg

ধাপ - 5

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে মৌমাছি মাথার অংশটুকু গাঢ় কালো করে নিলাম। এবং মধুচাক গুলো কালো করে নিলাম। এরপর গাঢ় বাদামি কালারের জলরঙ আশেপাশে একটু ছিটিয়ে দিলাম। চিত্রাংকন টির সৌন্দর্য বৃদ্ধির জন্য।
এভাবেই আমি মৌমাছি 🐝 ও মধুচাক এর চিত্রাংকন সম্পন্ন করলাম।

277179053_296926785887599_5937170923496397943_n.jpg277086261_3262929313990052_740538388987427593_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
277111379_657282745570757_2730270879622219181_n.jpg277029281_3175714322708896_3544417556120384704_n.jpg
277150012_691197225661172_7084811775657295564_n.jpg276952090_1037351640214870_8809123088436572648_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 26 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে মৌমাছি ও মৌচাক এর সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অংকন গুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সঙ্গে এই অংকনটা করেছেন। এত সুন্দর একটি অঙ্কন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহিত করে। সবসময় ভালো থাকবেন ভাইয়া এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

একজন প্রফেশনাল আর্টিস্ট যেভাবে তার কর্মদক্ষতা তুলে ধরে তার পেইন্টিং এর মাধ্যমে। আপনার এই পেইন্টিংটি সেরকম হয়েছে খুবই অসাধারণ হয়েছে আপনার পেইন্টিং টি। আমার বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ক্রিয়েটিভিটি পেইন্টিং আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

মৌমাছি ও মধুচাক এর চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু। জলরং এর মাধ্যমে চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে মৌমাছিটি অঙ্কন খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও, আপু আপনার মৌমাছি দেখতে অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর ও নিখুঁত ভাবে মৌমাছি এঁকেছেন যা দেখার পরে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপু সত্যি কথা বলেছেন মৌমাছি আমাদের জন্য অনেক উপকারী একটি প্রাণী। মৌমাছি না থাকলে আমরা মধু খেতে পারতাম না। আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। মৌমাছির কালার দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মৌমাছি গুলো দেখতে ভয়ঙ্কর কিন্তু মৌমাছির মধু খেতে খুব ভালো লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর করে মৌমাছি ও মধুর চিত্র অঙ্কন করেছেন মধু গুলো দেখে মনে হচ্ছে একেবারে সত্তিকারের মধু চারদিকে ছড়িয়ে আছে মৌমাছি তা থেকে খেয়ে নিচ্ছে দারুণ এঁকেছেন। আপনার আঁকা গুলো দেখলে একেবারে রিয়েল মনে হয় খুব সুন্দর আঁকেন আপনার আর্টগুলো খুব ভালো লাগে ।

 3 years ago 

এমনিতে মৌ মাছি দেখে আমার বেশ ভয় করে দিদি। একটা কামড় দিলে সব শেষ 🤪। তবে মধু খেতে খুব পছন্দ করি। হিহিহিহি। খুব সুন্দর ছবি একেছেন সত্যি। মনে হচ্ছে টেবিলের উপরে মৌমাছির মাইক্রো ফটোগ্রাফি করেছেন। এতটাই চমৎকার ছবি আঁকেন আপনি। মৌচকের মধু গুলো আমার জন্য রেখে দেবেন দিদি 🥰🤗

 3 years ago 

ওয়াও! এটা খুবই দারুণ একটা আর্ট করেছেন। বিশেষ করে মৌমাছিটি দেখতে একদম জীবন্ত লাগছে। আপনার ক্রিয়েটিভ আর্ট দেখে সব সময় মুগ্ধ হই।💕💕💕💕

 3 years ago 

আপনার আর্ট পোস্টির ছবি দেখেই আমি চলে আসলাম একটি সুন্দর প্রশংসা করার জন্য। অতি সুন্দর একটি আর্ট করেছেন আপনি। সত্যি অনেক চমৎকার করে আপনি মৌমাছি থেকে মধুর সব উপকারিতা গুলো লিখেছেন , পড়ে অনেক ভালো লাগলো আপনার আর্ট এর ধারনা অনেক সুন্দর এবং লেখা গুলো অনেক সুন্দর করে লিখেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ওয়াও অসাধারন। আপনি তো অনেক সুন্দর ভাবে মৌমাছি এবং মধুচাক অঙ্কন করেছেন আপু।এই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে।।আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago (edited)

মৌমাছি 🐝 ও মধুচাক এর চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65355.38
ETH 2656.67
USDT 1.00
SBD 2.87