You are viewing a single comment's thread from:

RE: দূর আকাশের তারা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

মা কথাটি ছোট্ট হলেও মা ছাড়া একটি সন্তান অনাত বলা যায় ৷কারন যে সন্তান মায়ের আদর ভালোবাসা পায় না সে তো সবচেয়ে বড় অনাদ ৷
যাই হোক গল্পটি পড়ে অনেক কষ্ট পেলুম ৷তবে অনুর বাবা এটা ঠিক করে নি ৷তার মেয়েকে সে দেখতে পারে না ৷
তার বাবার এটা বোঝা উচিত যে এটাই তার ভালোবাসার সম্বল ৷যদিও তার ভালোবাসার মানুষটি পৃথিবী থেকে চলে গেছে ৷কিন্তু তার সৃতি ভালোবাসার প্রতীক রেখে গেছে ৷

Sort:  
 2 years ago 

মা শব্দটি সত্যি অনেক ছোট। তবে এই শব্দটির মাঝে কতটা ভালোবাসায় মিশে আছে তা আমরা প্রত্যেকেই জানি। তাই একজন শিশু যখন তার মাকে হারায় তখন সে অনাথ হয়ে যায়। পোস্ট পড়ে গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84