জন্মাষ্টমীর উপলক্ষে রাধা কৃষ্ণের লীলা কীর্তন উপভোগ করার অভিজ্ঞতা||আলোকচিত্র||১০% shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

আজ শুক্রবার ,২০ই ,আগষ্ট,২০২২

আমি @gopirayবাংলাদেশ🇧🇩 থেকে

IMG20220819230303.jpg
লোকেশন




নমস্কার

সবাইকে আমার নমস্কার ও আদাব জানি শুরু করছি আজকের ব্লগ৷আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি ৷প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একখানি নতুন ব্লগ নিয়ে ৷

বন্ধুরা এই তো গতকাল রোজ শুক্রবার হিন্দু ধর্মীয় এক জন্মাষ্টমী উৎসব পালিত হলো৷ তো গতকাল এই জন্মাষ্টমী উপলক্ষে গোটা হিন্দু সমাজ ধর্মীয় মতে ব্রত পালন করে ৷এবং ব্রত পালন করার পর সারারাত সেই ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করে থাকে৷ এবং কি এমনকি লীলা কীর্তন ও পরিবেশন করা হয় ৷ গতকাল এই জন্মাষ্টমী উপলক্ষে আমার বাড়ির পাশেই একটি মন্দিরে কৃষ্ণলীলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল৷ সেখানে যাওয়ার কিছু অভিজ্ঞতা ও আলোচিত্র আপনাদের মাঝে শেয়ার করছি ৷আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই কাম্য জানিয়ে শুরু করছি আমার ব্লগ৷

IMG20220819231352.jpg
লোকেশন



গতকাল সকালবেলা থেকেই বেশ একটু ব্যস্তময় সময় কাটছিল সত্যি বলতে এই জন্মাষ্টমী ব্রত আমাদের এদিকে সবাই দিয়ে থাকি৷ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছোট থেকে বড় কম বেশি সবাই এই ব্রত পালন করে৷ ব্রত পালন করলে অন্য খাওয়া নিষেধ৷অর্থাৎ ভাত খাওয়া যাবে না ৷ তো সকালবেলায় হালকা কিছু ফলমূল খেয়ে দুপুরের পর স্নান করে কলা ও দুধ খাইলাম৷ বিকেল বেলা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে মন্দিরের দিকে রওনা দেই কীর্তন শুনার জন্য৷
সন্ধ্যা আটটার পর থেকেই এ লীলা কীর্তন আরম্ভ শুরু হয় ৷ লীলা কীর্তন বেশ চমৎকার ছিল ৷ বিশেষ করে আলোকসজ্জা পরিবেশনার জন্য যে মঞ্চটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে৷ চারদিকে বাতি লাইট মোটামুটি একবারে দিনের মতো ঝকঝকে৷ এমনকি অনেক ভক্তবৃন্দ এসেছি এই লীলা কীর্তন পরিবেশন শোনার জন্য৷ এই জন্মাষ্টমীর শুভদিনে লীলা কীর্তন শুনলেই দেহ মন পবিত্র হয় এমনটাই বিশ্বাসী সনাতন ধর্মীয় হিন্দু ৷
অনেক ভক্তবৃন্দ এসেছে ছোট বড় নারী পুরুষ সবাই একযোগে নীলা কীর্তন অনুষ্ঠান উপভোগ করার জন্য৷
সেখানে অনেক বন্ধুর সাথে দেখা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি এই জন্মাষ্টমীর রাতে ৷ বন্ধু সহ সবাই মিলে বসে কীর্তন শুনলাম ৷
তার ছোট্ট একটি ভিডিও নিচে দেওয়া হলো:

মঞ্চের আলোকচিত্র

IMG20220819233422.jpg

IMG20220819233419.jpg

IMG20220819233414.jpg

IMG20220819233317.jpg

IMG20220819233332.jpg

IMG20220819233404.jpg
লোকেশন

তো বন্ধুরা আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি ৷আসলে গতকাল রাতের বেলা লীলা কীর্তন শুনতে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম৷ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷এবং কি পুনরায় আগামীকাল থেকে আবারো অন্যান্য নতুন ব্লগ নিয়ে হাজির হবো ৷ এই প্রত্যয় দেখি এই আশা ব্যক্ত করে ৷আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন৷

সমাপ্ত

@gopiray

🌼 সবাইকে অসংখ্য ধন্যবাদ 🌼

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Sort:  
 2 years ago 

বাহ্ জন্মাষ্টমী উপলক্ষে খুব ভালো একটা আয়োজন করেছে। কীর্তনের কিছু অংশের ভিডিওটা শেয়ার করে অসম্ভব ভালো করেছেন। অনেকদিন পর এরকম কিছু দেখলাম। বেশ প্রাণবন্ত একটা সময় কেটেছে বোঝাই যাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88