স্মৃতির পাতায় হোলি উৎসবের কাটানো মুহূর্ত গুলো!!!

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২৭ই, ফাল্গুন ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20210329124137_00.jpg

খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় ৷ এসো এসো বাইরে এসো ভয় করি না ভয়৷ এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে৷

প্রিয় আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ৷ সময় বড় অদ্ভুত এমনকি সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলো একসময় অনেকটাই পরিবর্তন হয়ে যায় ৷ কিছুদিন আগেই আমাদের হিন্দু ধর্মীয় অন্যতম উৎসব দোল উৎসব পালিত হলো ৷ এটা আমাদের সনাতন ধর্মীয় দের মধ্যে একটি অন্যতম পুজো৷

এই বসন্তে শ্রীকৃষ্ণ রাধা ও তার সখীদের সাথে রঙের খেলায় আনন্দে মেতে উঠেছে ৷ আর যার আবহমান এই জগত সংসারে দোলযাত্রা উৎসব নামে পরিচিত ৷ এই দিনটাতে সবাই কি রং মাখিয়ে মনে এক রঙ্গিন সঞ্চার শুরু করে এমনকি বাকি জীবনের আনন্দ যেন সবসময় মনে অতিবাহিত হয় ৷ এমনটাই প্রত্যাশা করে প্রতিটি মানুষ তাই তো এদিন শুধু আনন্দের আর রঙের মাখামাখির দিন৷

তবে দুঃখের বিষয় যে এ বছর আর হোলি খেলা হলো না ৷ কারণ এই সময়টাতে আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম৷ তাই এবারের উৎসবটাকে আনন্দ করতে পারি নি বলে নিজেকে অনেকটাই দুর্ভাগ্যবত লাগছে৷ তবে বিগত বছরের এই হোলি উৎসবের কাটানো মুহূর্তগুলো এখনও ফটো ফ্রেমে বন্দী হয়ে আছে। যেগুলো গ্যালারি থেকে বের করলেই সেই পুরনো দিনের স্মৃতিগুলো কাটানো মুহূর্তগুলো খুবই মনে পড়ছিল৷ আর তাই তো এই দোল উৎসবে সেই পুরনো স্মৃতিগুলোকে আবার নতুনভাবে মনকে এক নতুন ভাবে সঞ্চার আর নতুন ভাবে প্রাণবন্দর করছে ৷

এবার যেহেতু দোলযাত্রা উৎসব পালন করতে পারি নি ৷ তাই বিগত বছরের এই রঙিন দিনগুলোকে মনে রাখার জন্য আজকে আপনাদের মাঝে আমি সেই পুরনো স্মৃতিগুলোই শেয়ার করবো সেইসাথে কিছু আলোকচিত্র৷

IMG20210329123935_00.jpg

ছবিতে নিশ্চয়ই দেখতে পারছেন যে অনেকজন নিয়েই সে বছর হোলি উৎসব উদযাপন করেছিলাম ৷ বলতে গেলে পরিবারের সবাই ছোট বোন ভাই কাকিমা, জেঠিমা, অর্থাৎ একটি পরিবারে প্রতিটি সদস্যর একে অপরের সাথে আবির রং মিশে দেওয়ার আনন্দ এবছর করতে পারি নি ৷ তবে সেই পুরনো ছবিগুলো কি আঁকড়ে ধরে আজকে খুব ইচ্ছে করছে যে আপনাদের মাঝে এই আলোকচিত্র চিত্র গুলো শেয়ার করি৷

IMG20210329124129_00.jpg

IMG20210329124135_00.jpg

IMG20210329123845_00.jpg

একটা কথা বলে না যে ছবি মনের কথা বলে সত্যিই যেন তাই ৷ ফটোগ্রাফি এমন একটি জিনিস যেটা আসলে যুগ থেকে যুগান্তর থেকে যায় এমনকি সেই ফটোগ্রাফি গুলো দেখলেই তখনকার সময়ের কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো মনের অগোচরে ভেসে ওঠে৷ যদিও আমরা সেই সময় আর ফিরে যেতে পারব না৷ কিংবা চাইলেও আর সেই আনন্দ উদযাপন গুলো উপভোগ করতে পারবো না ৷ কিন্তু সেই সময়ের প্রত্যেকটি মুহূর্ত মনের খাতায় রয়ে যায় আজীবন৷

IMG20210327111749_00.jpg

IMG20210327111720_00.jpg

IMG20210327111435_00.jpg

এখন এই সময়ে এসে যতটা মনে হয় যে আসলে আগের দিনগুলোই বোধহয় অনেক ভালো ছিল৷ এখন সময়ের সাথে সাথে সময়ের পরিক্রমায় সবকিছুই যারা বদলে যাচ্ছে ৷ এখন চাইলেও আর সেই আগের দিনগুলোর মত উদযাপন কিংবা মুহূর্তগুলো উপভোগ করতে পারিনা ৷ কারণ এখন প্রতিনিয়তই জীবনে লেগে থাকে নানারকম চিন্তা হতাশা এবং কি জীবনকে মানাতে গিয়ে আমরা অনেক কিছুই ত্যাগ করে অন্য কিছুকে গ্রহণ করছি ৷ তবে যতটুকু মনে হয় যে জীবনটা এখন যেভাবে আছে ঠিক সেটাই ভালো৷ আসলে ভালোর কোন শেষ নেই তাই জীবন গিয়ে প্রতিনিয়তই পরিবর্তনশীল না করার চেয়ে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করাই হলো শ্রেয়৷

কারণ ভবিষ্যৎ সময় কি হবে কি আসবে তা আমরা কখনোই বলতে পারব না ৷ শুধুমাত্র অনুধাবন কিংবা ভাবনায় করতে পারি এর চেয়ে বেশি কিছু নয়৷

সর্বোপরি আজকে হঠাৎ করে মনে পড়ে যাওয়া সেই পুরনো দিনের হোলি উৎসবের কাটানো মুহূর্তগুলোকে আপনাদের মাঝে শেয়ার করলাম৷ কারণ যেহেতু এবার আমি হোলি উৎসব উদযাপন করতে পারিনি ৷তাই বিগত সময়ের সেই স্মৃতিগুলো মনে পড়ছিল৷

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
Loading...
 last year 

আসলে ঠিক বলেছেন যখন নিজেদের কোন উৎসব আসে আর ওই উৎসব পালন করতে না পারি তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। গত বছর দেখছি আপনারা খুব সুন্দর ভাবে দোল উৎসব পালন করেছেন। বিশেষ করে পরিবারের সবাই একসাথে যখন কোন উৎসব পালন করা হয় তখন ভীষণ আনন্দ হয়। তাছাড়া আপনাদের রং খেলার উৎসবটা আমার ভীষণ ভালো লাগে। তবে এবারে পালন করতে না পারলেও আশা করি আগামী বছরে খুব সুন্দর ভাবে আবারও সবার সাথে এই উৎসব পালন করতে পারবেন।

 last year 

হুম আপু অনেক মনটা খারাপ ছিল যে এবার আনন্দ করতে পারলাম না ৷

 last year 

মন খারাপ করবেন না ভাইয়া এই বছর খেলতে পারেননি আগামী বছর খেলবেন। তবে হ্যাঁ ভাইয়া নিজেদের কোন উৎসব যদি পালন করতে না পারে তাহলে মন খারাপ হওয়ার কথা । এর আগের বার আপনারা সবাই মিলে বেশ আনন্দ করে হোলি খেলেছেন। সবাইকে দেখে বোঝা যাচ্ছে কতটা ইনজয় করেছে ওই মুহূর্তটা।

 last year 

না মন খারাপ না তবে খুব মিস করছেছিলাম ৷ আর বছরে একটি দিন আর এই মধুর দিনগুলোতে আনন্দ করতে না পারলে অনেক খারাপ লাগে ৷

 last year 

হোলি উৎসবের রং মাখামাখি করে সবাই অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে প্রতিটা ধর্মাবলম্বীদের এই সুন্দর মুহূর্ত গুলো সত্যি অনেক মধুর এবং আনন্দের হয়ে থাকে অনেক ভালো লেগেছে।

 last year 

আসলে ভাই ধর্মাবলম্বীদের প্রতিটি পুজো উৎসবে অনেক আনন্দ হয় ৷

 last year 

কিছু কিছু পুরনো স্মৃতি মনে পড়লে অনেক ভালো লাগে। আবার কিছুটা মন খারাপ হয়ে যায়। আপনি এ বছর হোলি খেলতে পারেননি জেনে খারাপ লাগলো। হয়তো বাড়ি থেকে বাহিরে ছিলেন বলে সেই আনন্দটা উপভোগ করা হয়নি। তবে আগেকার সেই স্মৃতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

হুম আপু একদম ঠিক বলেছেন আপু কিছু কিছু পুরনো স্মৃতি যেমন আনন্দ দেয় ৷তেমনি কষ্টও দেয় ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য এভাবেই পাশে থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.033
BTC 63157.91
ETH 3096.77
USDT 1.00
SBD 3.91