টাকা উনিশ ভগবান বিশ !!! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

sunset-585334_640.jpg
Copyright images

নমস্কার🙏

প্রিয় আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে৷

আজকের শিরোনামটি দেখে সবাই হয়তো একটু অবাক হচ্ছেন তাই না ! আমি বলবো অবাক হওয়ার কিছু নেই শুধু মনোযোগ দিয়ে একটু পড়ুন তাহলেই হয়তোবা কিছু জানলেও জানতে পারবে ৷ তবে যে যাই বলুন এই সব বিষয়ে লিখতে আমার বেশ ভালো লাগে৷ আর এ বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো এটাও আমার কাছে অনেকটাই ভালোই লাগছে৷ কেন লিখছি কেন লিখলাম এবং কেন আপনাদের মাঝে উপস্থাপন করছি৷ তার প্রতিটি বর্ণনা এমনকি বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করবো৷

আপনারা হয়তোবা কোথাও কখনো কারো না কারো মুখ থেকে এই কথা নিশ্চয়ই শুনেছেন৷ টাকা উনিশ ও ভগবান বিশ৷ কথাটা আমরা সবাই সহজভাবে নিলেও আসলে এর বিস্তারিত বা পরিপক্ষতা বলতে গেলে অনেক ৷ কিন্তু সেটা আমরা সহজভাবে এমনকি খুব একটা আগ্রহের সাথে প্রকাশ করি না৷

বর্তমান আপনি হন বা আমি হই বা যেকোনো ব্যক্তি হোক না কেন সমাজের টিকে থাকতে হলে সবার আগে টাকার প্রয়োজন৷ অর্থাৎ টাকাই সবচেয়ে মূল্যবান সম্পদ বলেই গণ্য করা হয় ৷ কারণ প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে টাকার গুরুত্ব। আর যার জন্যই প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটে চলেছে হিংসার প্রতিহিংসা নানা রকম ঘাত প্রতিঘাত সংঘাত৷ এগুলো আমাদের আমরা নিজ চোখে দেখতে পারছি ৷ হয়তো বা কেউ কেউ এই সমস্যার সম্মুখীন হয়েছি৷ আপনি একটাবার ভালোভাবেই মন থেকে ভাবুন তো আসলেই টাকায় কি সবার আগে৷ তবে বলতে গেলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী টাকাই সবচেয়ে আগে ৷ কারণ আপনি যে কোনখানে যে কোন বিষয়ে যে কোন অবস্থাতেই থাকুন না কেন ৷ যদি আপনার পক্ষে টাকা থাকে তো আপনি জয় বা বিজয় নিশ্চিত৷ আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি কোন খানেই কোন অবস্থাতেই কোন মুহূর্তেই কোন কিছুর জয় পরাজয়ের স্বাদ কখনোই পাবেন না৷ আর এটাই হলো বাস্তব প্রেক্ষাপট৷

idol-1834688_640.jpg
Copyright images

আমাদের বাস্তব সমাজে আজকে টাকার অপব্যবহার করে৷ কিছু কিছু অসৎ অসাধু ব্যক্তিগণ তারা তাদের নিজের আত্মসাৎ এর বড় একটা মঞ্চ তৈরি করে দিয়েছে৷ সেখানে আসলে সাধারণ এবং কি সাধারন ব্যক্তিগণ তুচ্ছ ৷ কারণ তাদের কোন মূল্য নেই যে তাদের কোন টাকা পয়সা নেই ৷ তারা কিভাবে সেখানে দাঁড়াবে৷ আর সেখানে সেসব ব্যক্তি টাকার বিনিময়ে সবকিছু নিজের করে আত্মসাৎ করছে ৷

আজ আমরা প্রতিনিয়ত এর প্রতিমুহূর্তে শুধু টাকার জন্য ছুটছি৷ কিন্তু একটা বার চিন্তা করে দেখুন তো খুব বেশি দিনের কথা নয় ৷ এইতো গত এক বছর আগের ঘটনা মহামারী করোনা ভাইরাস যখন সারা বিশ্বকে যখন গ্রাস করে নিয়েছিল ৷ তখন কি টাকা পয়সার কোন কাজে দিয়েছিল ৷ একজন ব্যক্তি একটি ঘরে আবদ্ধ হয়ে তার কোন খোঁজ নেই ৷ সে খাবার খাচ্ছে কিনা সে বেঁচে আছে কিনা তাকে স্পর্শ করা পর্যন্ত দেওয়া হয়নি৷ তাহলে একটা বার চিন্তা করে দেখো তো ৷ তখন সেই টাকা পয়সা ধন-সম্পদ এত কিছু কোন কি দরকার ছিল৷ তখন একজন সাধারণ ব্যক্তি ও যে তুলনার অধিকারী ছিল ৷ একজন টাকা ওয়ালা ব্যক্তি ধনী ব্যক্তিও ঠিক একই বিপদের মুখে পড়েছিল৷ সেদিন আসলে টাকা পয়সা এটা আসলে কোন বিষয় ছিল না ৷ সেই সময় টাকা ওয়ালা ব্যাক্তির সাথেও মানুষও ছিল না ৷ এবং কি নিজের পরিবার থেকেও তাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছিল৷

তাহলে একটা বার সেই প্রেক্ষাপট টা দেখে ভাবুন তো আসলেই কি টাকায় সবকিছুতেই প্রয়োজন ৷ নাকি কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বর ও আছে৷ আল্লাহ বলেন গড বলেন যে যাই ধর্মের অনুসারী হোক না কেন ঈশ্বর বলে যে একজন আছে তাই না৷ কিন্তু আমরা মানুষে মানব বর্তমান সময় শুধু টাকার বেশি করছি আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই সৃষ্টিকর্তাকে যে সৃষ্টিকর্তা আমাদের সুন্দর একটি প্রকৃতি দিয়েছে একটি সুন্দর পৃথিবী দিয়েছে দিয়েছে একটি সুন্দর পরিবেশে বেঁচে থাকার জন্য এত সুন্দর একটি মানব শরীর কিন্তু তবুও আমরা দিনশেষে কোথায় যেন কোন কিছুতে বেখেয়ালি ভাব নিচ্ছি ৷

যাহোক সর্বোপরি আসলে টাকা প্রয়োজন ৷যেহেতু এটি আমাদের প্রাত্যহিক জীবনের একটি অপরিসীম ভূমিকা রাখে ৷ তবে আমাদের শুধু অন্ধের মত টাকার পিছনে ছুটে আমরা ঈশ্বরকে ভুলে আমাদের মানব সমাজের প্রতিটি মানুষের উপর অবিচার করে সেটা আসলে কখনোই কাম্য নয়৷ আমরা বাঁচতে চাই সৎপথে সৎ কাজ করে ন্যায়ের সাথে ৷ কারণ একটা কথা আমরা প্রতিবারই শুনি যে আসলে মানুষ মানুষের জন্য ৷ অতএব মানুষ কি ভালোবাসুন এবং কি মানুষকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করাই হলো প্রকৃত মানুষের কাজ ৷ আর এটা মানুষের পক্ষেই সম্ভব ৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!

সমাপ্ত

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSr7MKpyvjtSv7FKCGeaKcD79bYTSC4DDxDseh38BvA3nBwMkNuEu4GRXnAQ4AVPF9V4yJcfGu644v3x.jpeg

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

সত্যি ভাইয়া পোস্টের টাইটেল পড়ে একটু অবাক হয়েছিলাম। তবে পোস্টের টাইটেলের সাথে নিচের লেখাগুলোর বেশ মিল রয়েছে। আসলে এই পৃথিবীতে টাকার মূল্য অনেক বেশি। তবে এমন কিছু আছে যা টাকা দিও কিনতে পাওয়া যায় না। কারণ সেইগুলো টাকার চেয়েও মূল্যবান। আপনার লেখাগুলো পড়ে অনেক কিছুই জানতে পারলাম ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্যের জন্য ৷

 2 years ago 

টাকা হল একমাত্র সুপারপাওয়ার! এটা খুব মানি।

 2 years ago 

টাকা সুপার পাওয়ার তবুও কিছু ক্ষেত্রে টাকা ও কোনো কাজে লাগে না ৷

 2 years ago 

টাকার প্রয়োজনীয়তা জীবনে অপরিসীম হলেও সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না। জন্ম-মৃত্যু টাকা দিয়ে পাওয়া যায় না, সব ভগবানের হাতে। আমার এক দিদি করোনার মধ্যে প্রায় বিনা চিকিৎসায় মারা গেল। অথচ তার বর ছিল কোটিপতি। অভাবে মানুষ হওয়া এই মধ্যেও একসময় অহংকার চলে আসে। তাই তার চরম সুখের সময়েই সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। ধন্যবাদ ভাই এমন গুরুগম্ভীর অথচ বাস্তব বিষয়ে একটা সুন্দর পোষ্ট লেখার জন্য।

 2 years ago 

শুনে খুব খারাপ লাগলো যে আপনার দিদি করোনার সময় মারা যায়৷ দেখুন তার বর কত কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও শেষমেশ চিকিৎসা পেল না ৷
খুব খারাপ লাগলো মৃত্যু সংবাদ শুনে ৷

 2 years ago 

হয়তো একদিক থেকে ভাবলে দেখা যায় যে সত্যিই তো টাকা ছাড়া এ সমাজে চলা যায় না। টাকাই হয়তো জীবনে অনেক কিছুই কিন্তু সব কিছু নয়। টাকার প্রয়োজন আছে তবে নিজের নীতি, মান, ন্যায় এসব বিসর্জন দিয়ে মোটেই নয়। টাকা ইনকামের জন্য নিজেকে নীচু বা ছোট করা যায় না। টাকা অনেকেই কামায় কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা এগুলো কি কেউ কামাতে পারে? পারে না।

 2 years ago 

একদম দিদি সঠিক কথা গুলোই বলেছেন ৷ টাকা কামায় করা গেলেও ৷ শ্রদ্ধা ভালোবাসা ইনকাম করা যায় না৷

 2 years ago 

আপনার পোস্টের প্রথম ছবিটি কপিরাইট ফ্রি নয়। সংশোধন করুন।

 2 years ago 

ঠিক করেছি ভাইয়া ৷ তবে আমার মতে ঠিকি থাকার কথা ৷

 2 years ago 

হয়তো আপনার ভুলবশত হয়ে গিয়েছে। লক্ষ্য করুন আপনি istock এর ফটো ব্যবহার করেছেন। যেটা কমপ্লিটলি কঁপিরাইট প্রটেক্টেড।

 2 years ago 

@gopiray
আপনার পোষ্টে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করতে হবে, আপনাকে দুই দুইবার মন্তব্য করে আমাদের এডমিন ভাইয়া বলার পরেও
আপনি সংশোধন করেন নি। আপনি এখনি একটা টিকিট ক্রিয়েট করুন। আর না হয় আপনার পোষ্ট মিউট করা হবে।

 2 years ago 

আপু আমি তো ঠিক করেছি ৷ মনে হয় নি তাহলে৷
আচ্ছা আমি ঠিক করে নিচ্ছি ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61098.42
ETH 2470.86
USDT 1.00
SBD 2.64