রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট। ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২ পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন। ঘর সাজানোর জন্য আমরা অনেকেই বাজার থেকে অনেক কিছু কিনে আনি কিন্তু বাজারের জিনিসের চাইতে নিজে নিজে কিছু করতে পারলে তার আনন্দই আলাদা। নিজের কল্পনার রঙে রাঙিয়ে নিজের মত করে কোন কিছু বানানো জিনিসের প্রতি থাকে আলাদা ভালোবাসা। এতে করে যেমন সৃজনশীলতার বিকাশ হয় তেমনি অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট কিভাবে বানানো যায়।

20211217_201042.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন ও সাদা কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি

20211208_222033.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে ভাজ করতে হবে।

20211208_234641.jpg

20211208_234921.jpg

ধাপ-২ঃ

  • ভাজকৃত কাগজটির মাঝখান থেকে সমান দুই ভাগে ভাগ করে আঠা দিয়ে একপাশের সঙ্গে অপর পাশ জুড়ে দিতে হবে।

20211208_235250.jpg

20211208_235424.jpg

ধাপ-৩ঃ

  • একইভাবে চারটি রঙিন কাগজ একটির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে বৃত্তের মত বানাতে হবে।

20211208_235504.jpg

20211209_000603.jpg

ধাপ-৪ঃ

  • এবার তিন ইঞ্চি দৈর্ঘ্য এবং তিন ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে সমান ভাগে ভাজ করতে হবে।

20211209_001301.jpg

20211209_001317.jpg

ধাপ-৫ঃ

  • ভাঁজ কৃত কাগজটির মাঝখান থেকে আবারো ভাঁজ করতে হবে। তারপর আবারো ভাজ করতে হবে অর্থাৎ মোট তিনবার ভাজ করতে হবে।

20211209_001328.jpg

20211209_001340.jpg

ধাপ-৬ঃ

  • এবার ভাঁজ করা কাগজ টিকে কাঁচি দিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে কাটতে হবে। ভাঁজ খুললেই কাগজটি অনেকটা ফুলের আকৃতি ধারণ করবে।

20211209_001445.jpg

20211209_001458.jpg

ধাপ-৭ঃ

  • ফুলটির যেকোনো এক পাশ থেকে কাঁচি দিয়ে মাঝ পর্যন্ত কাটতে হবে। এরপর কাটা অংশের একপাশে আঠা দিয়ে অপরটির সঙ্গে টেনে জোড়া দিতে হবে। যাতে ফুলটা কিছুটা মোচাকৃতির ধারণ করে।

20211209_001526.jpg

20211209_001547.jpg

ধাপ-৮ঃ

  • একইভাবে রঙিন একখণ্ড কাগজ কেটে আগের সাদা ফুলটির চাইতে কিছুটা ছোট আরেকটি ফুল বানাতে হবে। মোট চারটি রঙিন ফুল ও চারটি সাদা ফুল বানাতে হবে।

20211209_001606.jpg

20211209_001654.jpg

ধাপ-৯ঃ

  • এবার সাদা ফুল গুলোর উপরে আঠা দিয়ে নীল ফুলগুলো লাগিয়ে দিতে হবে। সবশেষে লাল কাগজ কেটে ছোট্ট একটি বৃত্ত তৈরি করে নীল ফুলটির মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের ফুল তৈরি। এভাবে মোট চারটি ফুল তৈরি করতে হবে।

20211209_001911.jpg

20211209_003106.jpg

ধাপ-১০ঃ

  • প্রথম তিনটি ধাপের অনুরূপে কাগজ ভাঁজ করে দশম ধাপের চিত্রের মত করে বানাতে হবে। যা দেখতে অনেকটা তাল পাতার মতো হবে। এভাবে মোট তিনটি পাখার মত আকৃতি বানাতে হবে।

20211209_003354.jpg

20211209_000235.jpg

ধাপ-১১ঃ

  • এবার একখণ্ড কার্ডবোর্ডের উপর রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে তার উপরে ফুলটি আঠা দিয়ে সুন্দর ভাবে লাগাতে হবে। তিনটি সুতার সাহায্যে চিত্রে প্রদর্শিত ভাবে পাখার মত দেখতে কাগজগুলোকে কার্ডবোর্ডের সঙ্গে জুড়ে দিতে হবে। সবশেষে কাগজের তৈরি চারটি ফুলকে চিত্রে প্রদর্শিত ভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের ওয়ালমেট।

20211209_004139.jpg

20211209_004851.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি যেভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন। আসলে অসাধারণ হয়েছে। কারণ নিজের ভিতরেও প্রতিভা না থাকলে এগুলা তৈরি করা সম্ভব হয় না। আমি দোয়া করি আপনি যেন আরও সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করতে পারেন।

 3 years ago 

আপনার মুল্যবান মতামত এর জন আমি আন্তরিক ভাবে আনন্দিত

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করছেন। যেটা দেখতে আসলে খুবই ভালো লাগছে। এটা তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর আপনি এটি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মতামত প্রদানের জন্য

অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি । এসব কালার পেপার দিয়ে তৈরি ওয়ালমেট দেওয়াল ও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago (edited)

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে।প্রতিটা ধাপ বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো

 3 years ago 

শুভকামনা রইল আপনার জন্যেও

আপনার ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাই। সবচেয়ে সুন্দর হয়েছে আপনার উপস্থাপন গুলো। এমন সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যে কেউ চাইলে এমন একটি ওয়ালমেট তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার সৃজনশীলতা তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার মতামত এর জন্য ধন্যবাদ আলমগীর ভাই

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি আপনার এই ওয়ালমেট এর কাজটি আমার খুবই ভালো লেগেছে। ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মুল্যবান মতামত প্রদানেরজন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাদের মুল্যবান মতামত আমাদের নতুনদের জন্য অনুপ্রেরণা। আপনার জন্যও শুভকামনা

 3 years ago 

ভাইয়া অসাধারণ হয়েছে রঙিন কাগজের তৈরি করা ওয়ালমেট টি। এই জিনিসগুলো বানাতে সত্যিই অনেক ধৈর্যের এবং সময়ের প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর একটি ওয়ালমেটৌ তৈরি করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু প্রতিটি কাজই অনেক সময় সাপেক্ষ।আপনার মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ফুলের ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82