আবেগপ্রবণ বাঙালি ও ফুটবল বিশ্বকাপ। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। ফুটবল বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনের এই আয়োজন আমাদের দেশেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ফুটবল খেলায় বাংলাদেশ কখনোই খুব একটা ভালো করতে না পারলেও বাঙালি জাতি ভীষণ ফুটবল পাগল তাতে সন্দেহ নেই। জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। বিশেষ করে এই ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ এর সময়ে এটা হারে হারে উপলব্ধি করা যায়। ফুটবল খেলার উৎপত্তি সুদূর চীন দেশে কিন্তু দুর্ভাগ্যবশত চীনারা এ খেলায় ভালো করতে পারেনি। আমাদের দেশেও প্রায় একই অবস্থা। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করা তো দূরে থাক কোয়ালিফাইং রাউন্ডেই কখনো ভালো করতে পারেনি। তা সত্ত্বেও ঘরোয়া ফুটবলে বিশেষ করে মাঠে-ঘাটে গ্রামে গঞ্জে যে ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে তাতে দর্শকদের মন্ত্রমুগ্ধতা দেখলেই বোঝা যায় এই খেলার প্রতি বাঙালি কতটা আবেগপ্রবণ। মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের গ্রামগঞ্জে এবং শহরের বিভিন্ন মাঠে আয়োজিত হত ফুটবল টুর্নামেন্টের। আর এই খেলা গুলোতে থাকতো উপচে পড়া ভিড় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেলার মাঠের বিলুপ্তি সেইসঙ্গে বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কারণে এই ফুটবল খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে।

20221124_163800.jpg

ফুটবলে আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল দলের সমর্থক। ব্রাজিলের খেলা আমার ভালো লাগে। বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুই দলের সাপোর্টারাই সবচাইতে বেশি। আর বিশ্বকাপ আসলেই শুরু হয়ে যায় এই দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা। বিশাল বিশাল সব পতাকা তৈরি, প্রিয় দলের জার্সি তৈরি করে তা পরিধান করে খেলা দেখা, প্রিয় দলের খেলোয়ারদের অনুকরণে মাথার চুল কাটা, এমন কি খেলা শেষে দলের সমর্থনে বিজয় মিছিল বের হতেও দেখা যায়। এ সব কিছুই আবেগপ্রবণ জাতি হিসেবে আমাদের ভালবাসার বহিঃপ্রকাশ। মাত্র কয়েকদিন আগেই পত্রিকার খবরে জানতে পারলাম আর্জেন্টিনা দল প্রথম খেলায় হেরে যাবার কারণে এক বাংলাদেশী ভক্তের মৃত্যুর সংবাদ। প্রিয় দলের হেরে যাওয়ার খবর সইতে না পেরে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। কতটা আবেগপ্রবণ হলে এমন ঘটনা ঘটে বিষয়টা অনুধাবনের ব্যাপার।

20221124_163747.jpg

20221124_163739.jpg

আমার নিজের দেখা একটা ঘটনাই আজ বলি। পার্শ্ববর্তী এলাকার এক ভদ্রলোক আর্জেন্টিনা দলের সমর্থক। তিনি দীর্ঘদিন যাবত কাতার প্রবাসী। কাতার থেকে ফিরে প্রিয় দলের সমর্থনে নিজের এলাকার মাঠে কাতারের আটটি স্টেডিয়ামের অনুকরণে আটটি রেপ্লিকা তৈরি করেছেন তিনি। সেই সঙ্গে ৩২ দেশের জাতীয় পতাকা দিয়ে সুশোভিত করেছেন খেলার মাঠ। শুধু তাই নয় মাঠের মধ্যে বিশাল প্রজেক্টর টানিয়ে মানুষের খেলা দেখার ব্যবস্থা করেছেন এই ভক্ত। ইতিমধ্যেই যাকে নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সংবাদ তৈরি হয়েছে। শুধুমাত্র প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতেই তার এই আয়োজন বলে তিনি জানিয়েছেন। এত গেল শান্তিপ্রিয় ভক্তদের কথা। উগ্র ভক্তদেরও কিন্তু অভাব নেই। যারা প্রিয় দলের বিরোধী কোন বক্তব্যই সইতে পারে না। যার জন্য হাতাহাতি, মারামারি, এমনকি খুনো খুনির ঘটনাও আমাদের দেশে বিরল নয়। খেলাধুলার প্রতি ভালোলাগা বা ভালোবাসা মোটেই খারাপ কিছু নয় তবে তা যেন অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। সীমা ছাড়িয়ে গিয়ে তা যেন অন্যের বিরক্তি বা ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। শুধু আবেগ বা হুজুগে গা ভাসিয়ে না দিয়ে কোন কিছু করার আগে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করা উচিত। ফুটবল প্রেমী এই জাতি একদিন ফুটবলে খেলায় আন্তর্জাতিক গৌরব বয়ে আনবে এটাই প্রত্যাশা।

20221124_163654.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
LocationSouth tepakhola, Faridpur
Sort:  
 2 years ago 

আপনার আজকের লিখনী এবং বিষয়বস্তু দারুন লেগেছে ভাই।
বাঙালি অতিমাত্রায় আবেগ প্রবন যা এই খেলা শুরু হলেই বোঝা যায়। যাক যে লোকটি কয়েকদিন আগে মারা গেছেন তার জন্য দোয়া রইলো। আর যিনি কাতার থেকে এসে বিশাল কান্ড করে চলেছেন তার জন্য সমবেদনা রইলো। ইস তিনি যদি কিছু দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা করতেন তাহলে কতই না ভালো হতো।
ভাই আমিও ব্রাজিল সাপোর্ট করি।

 2 years ago 

আসলে প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে যা থেকে তাকে সরানো অনেকটাই কঠিন। অসহায় মানুষকে সহযোগিতা করার চাইতে তার কাছে হয়তো এসব করে সবার নজরে আসাটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব একটা সময় হয়ে ওঠে না খেলা দেখার জন্য। তবে গতবার আমি ব্রাজিলের খেলা দেখেছিলাম আর খুবই ভালো লেগেছিল। আর এইবারেও ব্রাজিলের খেলা ভালো লেগেছে। শুনেছিলাম কুমিল্লার একজন আর্জেন্টিনা ভক্তই হার্ট এটাকে মারা গিয়েছেন। তার পাশাপাশি তো গ্রামে প্রত্যেক এলাকায় ছেলেদের উচ্ছ্বাস তৈরি হয়েছে কোথাও যেতেই দেখি আর্জেন্টিনা, ব্রাজিল এই দুই দলের পতাকাই বেশি। তার সাথে তাদের ছবিও টাঙ্গানো আছে। যাই হোক ফুটবল নিয়ে বাঙালির উত্তেজনা টাই সবচেয়ে বেশি ক্রিকেট থেকেও।

 2 years ago 

আমিও খুব একটা খেলা দেখিনা তবে পছন্দের দলগুলোর খেলা মিস দেইনা। যত যাই বলেন আমার কাছে বাঙালিদের এই অতিমাত্রায় আবেগ প্রবনতাকে অনেকটাই পাগলামি মনে হয়।

 2 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন। বিশ্বকাপ ফুটবল খেলা আন্তর্জাতিক অঙ্গনের এই আয়োজন আমাদের দেশেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে।এবং এটাও সত্যি যে, ফুটবল খেলায় বাংলাদেশ এখনো খুব একটা ভালো করতে পারে নাই। যদিও বাঙালি জাতি ফুটবলপ্রেমী জাতি। আর তাই আমরা খুবই আবেগপ্রবণ। বিশেষ করে এই ফুটবল। আর তাই সে দিনের খেলা চলাকালীন অবস্থায় যে লোকটি মারা গেছেন তার জন্য অনেক অনেক দোয়া রইল। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি শুভকামনা আপনার জন্য।♥♥

 2 years ago 

সবারই নিজস্ব পছন্দ অপছন্দ আছে, যার যে দল ভালো লাগে সে সেই দল সাপোর্ট করবে কিন্তু এ নিয়ে এত মাতামাতির কি আছে তাই আমার মাথায় আসেনা। নিজের দেশ যদি খেলত তাও না হয় একটা কথা ছিল। যাই হোক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আমাদের দেশের মানুষেরা ভীষণই আবেগপ্রবণ। বরাবরই ফুটবলের প্রতি আকর্ষণ এমনকি গ্রামের বিভিন্ন এলাকায় ছোট বড় ফুটবল টুর্নামেন্ট দেখা যায়। আসলে খেলার প্রতি আকর্ষণ কিংবা ভালোলাগা এটা তো কোন সমস্যা নয়। সমস্যা হচ্ছে যদি তা একটু বেশি পর্যায়ে চলে যায়। যেমন জীবনের ঝুঁকি। যদি জীবনই না থাকে তাহলে ভাল লাগা খারাপ লাগা কোথায় থেকে আসবে। তবে আপনাদের এলাকার লোকটির বিষয়টা ভীষণ ভালো লেগেছে। যদিও উনি সবার ভালো লাগার জন্য এরকম কাজ করেছে। বর্তমানে বেশ উৎফুল্ল দেখছি সবাইকে ফুটবল নিয়ে। আপনার লেখাটা পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি বুঝাতে পেরেছেন আমিও আপনার সাথে একমত। সবকিছুরই একটা সীমা থাকা উচিত। ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুটবল বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের চারপাশে পতাকার ঢল নামে। সব বাসায় বাসায় প্রায় বিভিন্ন দলের পতাকা টানানো দেখা যায়। আমিও আপনার মত ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল আর আর্জেন্টিনার রেষারেষি দেখতে ভালোই লাগে। তাছাড়া ঠিকই বলেছেন কোন কিছুই মাত্রাতিরিক্ত ভালো না। অনেক সময় এই রেষারেষি থেকে মারামারি পর্যায়ে চলে যায়। খুব সুন্দর লিখেছেন ফুটবল নিয়ে।

 2 years ago 

এগুলো মনে হয় শুধুমাত্র আমাদের দেশেই সম্ভব। নিজের দেশের কোন খবর নাই আর কোথায় আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে সবার মাতামাতি। কবে যে এই জাতি মানুষ হবে....

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62447.99
ETH 2513.51
USDT 1.00
SBD 2.67