আমার নিজের হাতে করা ১৪ তলা বিল্ডিং কমপ্লিট করার কিছু খন্ড চিত্র।। BY-|@engtariqul |১০% লাজুক খ্যাঁক এর জন্য
আসসালামুয়ালাইকুম।
আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের মাঝে আমার কর্ম ক্ষেত্রের বড় একটা অর্জন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।
আজকে আপনাদের মাঝে প্রথম পর্ব -১ দেখাবো।
আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, একটা রিয়েল এস্টেট কোমরপানিতে। কোম্পানির নাম এমবিট হোমস লিমিটেড এবং আমার প্রজেক্ট এর নাম এমবিট গ্রীন হোমস। আমি এই কোম্পানিতে প্রজেক্ট ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছি।যেহুতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে বিল্ডিং তৈরি করা। আমার জীবনের ২য় বিল্ডিং কমপ্লিট করা। দুইটার মধ্যে আপনাদের কে যে বিল্ডিং টা দেখাবো সেটা হচ্ছে সর্বোচ্চ বড় বিল্ডিং আমার কাছে।২০ কাটা জমির উপর নির্মিত এই বিল্ডিং টি,১৪ তলা বিশিষ্ট বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে ৮টি করে ফ্লাট করা হয়েছে,মোট ফ্লাট হয়েছে ৮৮ টা,এর মধ্যে একটা বেইজমেন্টে রয়েছে,গাড়ি পার্কিং করার জন্য।১৪ তলার মধ্যে ২তলা কমার্শিয়াল করা হয়েছে। এখানে বিভিন্ন অফিস, দোকান করা হয়েছে। আজকে আপনাদের কাছে কিছু খন্ড চিত্র দেখাবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। দীর্ঘ ৪ বছর ধরে করা কষ্টের ফসল আমার।বিল্ডিং টা করতে কত রাত যে ঘুমানো হয়নি আল্লাহ ভালো জানেন।সব কষ্টে শেষ এ কমপ্লিট হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ।
বিভিন্ন এপার্টমেন্ট এর সাইজ দেওয়া হলো:
টাইপ এ = ১৪০০ স্কয়ার ফিট।
টাইপ বি = ১৪২৫ স্কয়ার ফিট।
টাইপ সি = ১১৭৪ স্কয়ার ফিট।
টাইপ ডি = ১১৪০ স্কয়ার ফিট।
টাইপ ই = ১৪৭৬ স্কয়ার ফিট।
টাইপ এফ= ১২৯৪ স্কয়ার ফিট।
টাইপ জি = ১১১৮ স্কয়ার ফিট।

এইটা হচ্ছে বেইজমেন্টে। এখানে গাড়ি পার্কিং করা হবে।
এইটা বিল্ডিং এর মেইন গেট। এখানে একটু সিলিং এ ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে।এটা সবার সামনে ফোটক এই জন্য একটু সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

এই জায়গা টা হচ্ছে লিফটের সামনের অংশ।এখান থেকে লিফটে উঠবে সবাই। বিল্ডিং এ মোট তিনটি লিফট করা হয়েছে।

এইটা সিঁড়ি অংশ। বিল্ডিং মোট দুই দিক দিয়ে দুইটা সিঁড়ি রয়েছে।

লিফটে উঠার সময়ের ছবি। প্রতিটি লিফটে ১৩ জন করে মানুষ উঠা যায়।
বিল্ডিং এর সাইটের অংশ।
আজকে প্রথম পর্ব এখানে শেষ করবো।পরের পর্ব আপনাদের কে বিল্ডিং এর ভিতরের পাট এবং সবচেয়ে সুন্দর হচ্ছে টপ ফ্লোর এর কাজ টা। আশা করছি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা রমজানের আগেই বিল্ডিং সবার কাছে হস্তান্তর করবো ইনশাআল্লাহ।৯৫% কাজ আমাদের শেষ। এখানে ২০ টা ফ্যামিলি বসবাস শুরু করে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম পর্ব সমাপ্ত করছি।।।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
| লোকেশন | (https://w3w.co/replying.cobbles.backhand) |










কিছু ফ্লাট এর সাইজ ২০০০ স্কয়ার ফিট হলে ভালো হতো। কারণ অনেকে আছে যারা একটু বড় খোলামেলা স্পেস চায়। চমৎকারভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে ভাইয়া এই এলাকা তে বড় ফ্লাট এর চাহিদা বেশি নেয়। এখানে ছোট ছোট ফ্লাট এর চাহিদা একটু বেশি।এই জন্য ছোট ছোট সাইজ করে ফ্লাট করা হয়েছে। এই রকম ফ্লাট বিক্রি করতে কোম্পানির সুবিধা হয়।
খুবই ইউনিক একটি পোস্ট করেছেন ভাইয়া। প্রতিটা ধাপে আমাদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে একটি ফ্ল্যাট তৈরি করা যায়। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো।
দারুন একটি পোস্ট করেছেন ভাই। বিল্ডিং টি দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো আপনি খুবই সুন্দর করে এর উপস্থাপনা করেছেন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এগিয়ে যান আপনার সপ্ন নিয়ে।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনি পোস্ট টা সুন্দর করে পড়ে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেছেন। শুভ কামনা রইলো ভাইয়া।
আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম, আপনি বিল্ডিং গড়ার কারিগর এর মধ্য থেকেও আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য
আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আসলে আমার এই পেশাটা অনেক ভালো লাগে।। আপনার জন্য শুভকামনা রইলো।