শিক্ষামূলক দশটি পোস্টের রিভিও (পর্ব ২১-৩০) || Review on 10 Steem Basic Topic (Part 21-30) [10% to @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

Thumbnails.jpg

ভূমিকাঃ

স্টিমিটের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি যেসব শিক্ষামূলক পোস্ট করছি সেসব পোস্টগুলোতে মূলত স্টিমিট এর বেসিক বিষয়গুলো বিস্তারিত উদাহরনসহ আলোচনা করার চেষ্টা করি যাতে যে কেউ পোস্টগুলো পড়ার মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ে পূর্নাঙ্গ ধারণা পেতে পারে এবং বিশেষকরে নতুনরা উপকৃত হতে পারে। আমি প্রত্যেক শিক্ষামূলক পোস্টের নিচে পূর্বের সবগুলো পোস্টের লিঙ্ক দিয়ে দেই এতে করে যে কেউ সহজেই সেই লিঙ্কগুলো হতে প্রয়োজনীয় পোস্ট পড়ে নিতে পারেন তবে পোস্টের সংখ্যা বেড়ে যাওয়াতে অনেক লিঙ্ক হয়ে যাই পোস্টের নিচে তাই আমি ১০ টি করে পোস্টের রিভিউ নিয়ে একটি করে পোস্ট করব এবং রিভিউ পোস্টের লিঙ্কগুলো শেয়ার করর যাতে আপনাদের অনেক শিক্ষনীয় পোস্ট হতে প্রয়োজনীয় পোস্ট খুজে পাওয়া সহজ হয়।

স্টিমিট বেসিক এর শিক্ষামূলক সিরিজের পর্ব ২১-৩০ রিভিউ



২১নং পোস্টের টাইটেল ছবি

21.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমের তথ্য দেখার ওয়েবসাইট Steemnow রিভিও
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-steemnow-or-steemnow-review-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমনাও (steemnow) একটি স্টিম সংক্রান্ত তথ্য দেখার ওয়েবসাইট। এই সাইটে আমরা আমাদের বিস্তারিত তথ্য দেখতে পারি। এই পোস্টে আমি এই সাইটের ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি যেখানে স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়েছি কি কি তথ্য এই সাইটে দেখা যায়

Line Break Steem.png
Line Break Steem.png








২২নং পোস্টের টাইটেল ছবি

22.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমিটে আমার হাজারতম দিনে নতুনদের জন্য ৫টি দিকনির্দেশনা
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-1000-day-in-steemit-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ এই পোস্টটি আমি স্টিমিটে আমার হাজারতম দিনে করেছিলাম সেখানে আমার অভিজ্ঞতা হতে নতুনদের জন্য ৫টি দিকনির্দেশনা শেয়ার করেছিলাম

Line Break Steem.png
Line Break Steem.png








২৩নং পোস্টের টাইটেল ছবি

23.jpg

পোস্টের টাইটেলঃ স্টিম ব্লকচেইনের ডাটা দেখার ওয়েবসাইট steemworld রিভিও
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-steemworld-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ steemworld হচ্ছে স্টীমিট এর তথ্য দেখার ওয়েবসাইট। এটি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই পোস্টে ৬ টি ধাপে আমি দেখিয়েছি কিভাবে এই সাইটে কি কি তথ্য দেখা যায়

Line Break Steem.png
Line Break Steem.png








২৪নং পোস্টের টাইটেল ছবি

24.jpg

পোস্টের টাইটেলঃ ব্লকচেইন প্রযুক্তি ও ডিজিটাল কারেন্সি
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-blockchain-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ ব্লকচেইন প্রযুক্তি ও ডিজিটাল কারেন্সি অনেক গুরুত্বপূর্ন। এই পোস্টে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ও সহজ ভাষায় বর্ননা করেছি।

Line Break Steem.png
Line Break Steem.png








২৫নং পোস্টের টাইটেল ছবি

25.jpg

পোস্টের টাইটেলঃ স্টিম ব্লকচেইন বিস্তারিত
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-details-about-steem-blockchain-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিম ব্লকচেইন, মাইনিং, মাইনিং এর ধরণ, স্টিম ব্লকচেইনের আরো কিছু খুটীনাটি বিষয় ও স্টিম ব্লকচেইন এর তথ্য কিভাবে দেখা যায় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই পোস্টে

Line Break Steem.png
Line Break Steem.png








২৬নং পোস্টের টাইটেল ছবি

26.jpg

পোস্টের টাইটেলঃ কিভাবে অন্যের ফরমেটিং দেখবেন
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-how-to-check-markdown-of-other-s-post-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ আমরা অনেক সময় অন্য কারো পোস্টে খুব সুন্দর সুন্দর ফরমেটিং বা মার্কডাউনের ব্যবহার দেখে থাকি। এই পোস্টের মাধ্যমে আমি স্ক্রিনশট সহ দেখিয়েছি কিভাবে আপনি অন্যের ব্যবহৃত কোন কোড কিভাবে দেখতে পারবেন।

Line Break Steem.png
Line Break Steem.png








২৭নং পোস্টের টাইটেল ছবি

27.jpg

পোস্টের টাইটেলঃ কিছু পোস্টে অথর ও কিউরেশনের তারতম্যের কারন
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-reason-of-variation-in-author-and-curation-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ আমরা অনেক সময় কিছু পোস্টে দেখে থাকি অথর ও কিউরেশন রিওয়ার্ড সমান নয়। এই পোস্টে আমি চার ধরনের উদাহরনের মাধ্যমে দেখিয়েছি কেন বিভিন্ন পোস্টে অথর ও কিউরেশন রিওয়ার্ড ভিন্ন ভিন্ন হয়

Line Break Steem.png
Line Break Steem.png








২৮নং পোস্টের টাইটেল ছবি

28.jpg

পোস্টের টাইটেলঃ লাজুক শেয়াল-কে বেনিফিশিয়ারি দেওয়ার গুরুত্ব ও তাৎপর্য
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-importance-of-beneficiary-to-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ন কিউরেশন একাউন্ট হচ্ছে @shy-fox আর সাই-ফক্স কে বেনিফিশিয়ারি দিলে এটা কমিউনিটির জন্য ভাল। কেন বেনিফিশিয়ারি দেয়া হয়, সাই-ফক্স কে বেনিফিশিয়ারি দিলে কারা সুবিধা পাবে, গুরুত্ব কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








২৯নং পোস্টের টাইটেল ছবি

29.jpg

পোস্টের টাইটেলঃ উইটনেস কি, কেন, কি কাজ বিস্তারিত
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-witnesses-in-steem-blockchain-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিম ব্লকচেইনে উইটনেস অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়। এই পোস্টে উইটনেস কি, উইটনেস কিভাবে নির্বাচিত হয়, উইটনেস দের কাজ কি, উইটনেস ভোটিং কিভাবে করতে হয়, উইটনেস দের কি লাভ সহ ইত্যাদি খুঁটিনাটি বিষয় আলোচনা করেছি

Line Break Steem.png
Line Break Steem.png








৩০নং পোস্টের টাইটেল ছবি

30.jpg

পোস্টের টাইটেলঃ অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে স্টিমিটের ১২ টি পার্থক্য
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-differences-between-traditional-media-and-steemit
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিট প্লাটফর্মের সাথে অন্য সোশ্যাল মিডিয়ার বেশকিছু পার্থক্য রয়েছে। এই পোস্টে আমি সেরকম ১২ টি পার্থক্য দেখিয়েছি।

Line Break Steem.png
Line Break Steem.png









শেষকথাঃ

স্টিমিটের বেসিক শিক্ষামূলক সিরিজ থেকে যদি পাঠকরা উপকৃত হতে পারেন ও নিজেদেরকে ব্লকচেইনে আরো প্রতিষ্ঠিত করতে পারেন তাহলেই এই লেখা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক ও সাবেক ব্যাংকার। মাঝে মাঝে শখের বশে ফটোগ্রাফি করি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত কাজ করছি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ও ক্রিকেট খেলতে ভালবাসি।

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookInstagram
YoutubeDTube

Amar Bangla Blog Logo.png

Sort:  
 2 years ago 

এই এতোগুলো পোস্টের বেশিরভাগ ই আমার পড়া।
আর আমি একেবারে নিঃসন্দেহে বলবো আপনি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেন সবসময়।এই পোস্টটির মাধ্যমে অনেকে খুবই উপকৃত হবে।

 2 years ago 

সামনে আরো অনেকগুলো বেসিক বিষয়ে পোস্ট করার পরিকল্পনা আছে যেগুলো আরো গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে। কিন্তু সময় বের করতে পারছিনা। বছরান্তে কাজের চাপ একটু বেশি অফিসে আর নিজেও অসুস্থ একটু। আশা করছি আগামী বছরের শুরুর দিকেই আবার এই সিরিজের পোস্ট শুরু করতে পারব। আরো অনেক কিছু শেয়ার করার আছে। ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনার প্রতিটি পর্ব দেখলাম এবং অনেক কিছু শিখলাম ।এগুলো সবার পড়া উচিৎ এবং মাথায় ক্যাচ করা উচিৎ ।তাহলে এই সাইটে কাজ করা সহজ হবে ।ধন্যবাদ ভাই সুন্দর বিষয়গুলোর রিভিও দিয়ে উপকৃত করার জন্য ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ও আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ভাইয়া আপনার এই পোস্টটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আমি মনে করি প্রত্যেকেরই এ পোস্টটি পড়া উচিত। আপনার এই পোস্টটি সবার জন্য অনেক উপকারে আসবে। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.36
TRX 0.12
JST 0.039
BTC 70181.59
ETH 3549.53
USDT 1.00
SBD 4.74