আমার তোলা আলোকচিত্র: বৃষ্টিস্নাত সৌন্দর্য্য || My Exceptional Photography: Rainy beauty.

in আমার বাংলা ব্লগ3 months ago
:) আমার তোলা আলোকচিত্র :)
বৃষ্টিস্নাত সৌন্দর্য্য

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। এখনকার সময়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। প্রায়শই বৃষ্টি মাথায় নিয়ে আমাকে অফিসের কাজে ছুটাছুটি করতে হয়। খোলাখুলি বলি বৃষ্টি আমার তেমন পছন্দ না কিন্তু বৃষ্টি হবার সাথে সাথে প্রকৃতি যখন তার রুপ পাল্টে ভীষণ সুন্দর হয়ে ওঠে তখন আবার ভীষণ ভালো লাগে। মানে কথাটা হলো এরকম, তোমাকে ভালোবাসি না কিন্তু তোমার সত্তা আর তোমাকে জড়িয়ে থাকা সবকিছু ভীষণ ভালোবাসি 😄
যাইহোক এটা হলো অতি প্রাকৃতিক কথা। এখন আসি মূল বিষয়ে, গত কয়েকদিন আমি ভীষণ ব্যাস্ত থাকলেও আমি যখনই একটু সময় পেতাম তখনই দৌড়ে ছাদে আমার গাছপালায় হাত বুলিয়ে আসতাম। এটা আমার সবথেকে ভালো লাগার কাজগুলোর মধ্যে একটি। যখন গাছগুলোর খুব কাছাকাছি গেলাম তখন এই বৃষ্টিস্নাত সৌন্দর্যের দেখা পেলাম। যাইহোক চলুন কিছু চমৎকার ছবি দেখে নেয়া যাক।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট পেঁপে পাতায় বৃষ্টির পরশ। গাছগুলো সবেমাত্র লাগিয়েছি কদিন হলো। যখন এগুলোর একটু যত্ন করার চেষ্টা করছিলাম তখনই এই সৌন্দর্য্য নজরে এলো। সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বৃষ্টি ভেজা ধুন্দুল ফুল। কেন যেন এই গাঢ় হলুদ ফুলটা ভীষণ ভালো লাগে আমার। আর এটার উপর হাত বোলালে হলুদ চটচটে রেনু লেগে যায় হাত, আর সেই সাথে অন্যরকম একটা গন্ধ। যাইহোক সবেমাত্র ফুলগুলো ফুটতে শুরু করেছে, অর সৌন্দর্য ছড়িয়ে পরেছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

পাতা বাহারের মাঝে রত্ন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন পাতা বাহারের ঠিক মাঝখানে পানির ফোঁটা জমে অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করেছে। আসলে সৌন্দর্য খুঁজতে গেলে যে কতটা খুঁজে পাওয়া যায়, তার হয়তো কোন সীমা নেই। তবে আমি কিন্তু বিমোহিত।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট ফুলের অসাধারণ সৌন্দর্য। এই ছবিগুলো ম্যাক্রোলেন্স দিয়ে তোলা। সবেমাত্র বৃষ্টি শেষ হয়েছে, এরপর এই ছোট্ট ফুলের উপর নজর পরেছে। ক্যামারা বসাতেই অসম্ভব সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো, দেরি না করে তুলে নিলাম বেশ কিছু ছবি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

বৃষ্টিস্নাত হলুদ ফুলের কলি। যেহেতু ফুলের নাম জানিনা তাই হলুদ ফুলের কলি বলে চালিয়ে দিলাম 😄 যাইহোক কেউ কিছু মনে করবেন না, তবে এর সৌন্দর্য কিন্তু উপভোগ করতে ভুলবেন না।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আমার বৃষ্টিস্নাত ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে, তাহলে নিজের অনুভূতি ব্যক্ত করতে ভুলবেন না আশাকরি।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

বৃষ্টিস্নাত সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। শত ব্যাস্ততার মাঝে ও চমৎকার সব ফটোগ্রাফি সংগ্রহ করেছেন। পাতাবাহার গাছের মধ্যে বৃষ্টির পানি জমে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ছোট ফুলটিকে ভিন্ন রকম ভাবে ক্যামেরা বন্দি করেছেন। শেষের হলুদ ফুলটিকে মাইক ফুল হিসেবে চিনে থাকি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 3 months ago 

ভাই আপনি বৃষ্টিতে ভিজা প্রতিটি ফটোগ্রাফি সুন্দর করে ক্যাপচার করেছেন। আমার কাছে অসাধারণ লেগেছে সব গুলো ফটোগ্রাফি। আপনি যখনই একটু সময় পান তখনই দৌড়ে আপনার গাছপালায় হাত বুলিয়ে আসেন এই বিষয়টি জেনে ভীষণ ভালো লেগেছে। বৃষ্টিস্নাত ছোট্ট পেঁপে পাতা ও ধুন্দুল ফুল দেখে খুবই ভালো লাগলো। বৃষ্টিস্নাত হলুদ ফুলের কলির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বৃষ্টিস্নাত সৌন্দর্য্য আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 3 months ago 

আপনার তোলার বৃষ্টিস্নাত সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি দারুণ ভাবে সবগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

বাহ ভাই বেশ চমৎকার। খুবই সুন্দর লাগছে। বৃষ্টিভেজা ফটোগ্রাফি গুলো খুবই দারুণ করেছেন আপনি। ফুলগুলোর উপর হালকা বৃষ্টির পানি যেন এর সৌন্দর্য অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 months ago 

বৃষ্টি কেন জানি আমার ও ভালো লাগে না।তবে বৃষ্টি হয়ে যাওয়ার পর সবুজ প্রকৃতি দেখলে মনটা ভীষণ ভালো লাগে। আপনি ছাদে গিয়ে দেখছি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। সবশেষের হলুদ ফুলটি হলো অলকানন্দা ফুল।আপনার সবকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে আমার।ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

বৃষ্টি আমিও তেমন পছন্দ করি না কিন্তু বৃষ্টিস্নাত সৌন্দর্য্য ভীষণ ভালোবাসি। ফুলের নাম বলার জন্য ধন্যবাদ 😄
খুব ভালো থাকুন দোয়া রইল।

 3 months ago 

আপনি দেখতেছি বৃষ্টি ভেজা খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। পেঁপে পাতার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখে বেশ চমৎকার লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। সুন্দর সুন্দর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65673.10
ETH 2625.17
USDT 1.00
SBD 2.66