আমার ভিডিওগ্রাফি: ছোট্ট পোকা।
ছোট্ট পোকা |
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। মনটা একদমই ভালো নেই 😕 দেশটা ক্রমেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একটা যৌক্তিক এবং শান্তিপূর্ণ আন্দোলন এখন সহিংসতায় রুপ নিচ্ছে। আগামীর ভবিষ্যত যাদের হাত ধরে এগিয়ে যাবে তারা আজ রাজপথে মার খাচ্ছে পরে পরে 😡 তবে সবকিছুর শেষ আছে আর অন্যায়ের শেষ হবে আজ নয়তো কাল। ✊
যাইহোক আজ ভিডিওগ্রাফি পোস্ট লিখার মানসিকতা একদমই ছিল না, কিন্তু গতকাল জেনারেল রাইটিং লিখেছি তাই আজ ভিডিওগ্রাফি করতেই হবে। তাছাড়াও বুধবার দিনটি ভিডিওগ্রাফি দিবস হিসেবে পালন করি। যাইহোক খুব তাড়াতাড়ি কোটা আন্দোলন ঘিরে নিজের অভিব্যক্তি প্রকাশ করবো। আজ ভিডিওগ্রাফি পোস্ট শুরু করা যাক।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আসলে পোকামাকড়ের প্রতি ভালোলাগা সবসময়ই কাজ করে, এটা নতুন করে কিছু বলার নেই। তাইতো যখন যেখানে সুযোগ পাই পোকামাকড়ের ছবি কিংবা ভিডিও করার চেষ্টা করি। সেদিন হঠাৎ করেই এই চমৎকার পোকার দেখা পেলাম এবং সুযোগ বুঝে ভিডিও করে নিলাম।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
তবে ইদানিং আপনারা আমার তোলা পোকামাকড়ের ছবি কিংবা ভিডিও পোস্টগুলো বেশ আগ্রহ নিয়ে দেখেন যা সত্যিই ভীষণ ভালো লাগে। যাইহোক আশাকরি আমার আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নেয়া যাক।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন।
আশাকরি ভিডিওটি বেশ ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1813651117466903001?t=rDuhBHYtY40Xk9kzLRepfQ&s=19
বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ। শিক্ষা হচ্ছে দেশের মেরুদন্ড। আর এভাবে যদি শিক্ষার্থীদের মারধর করা হয় তাহলে তো খুব খারাপ লাগে। সব কিছুর শেষ আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনার তোলা পোকামাকড় এর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। ছোট্ট পোকাটির গাঁয়ের রং দেখতে অনেক বেশি আকর্ষণীয়। ভিন্ন রকম একটি পোস্ট দেখতে পেলাম। এই পোকাটিকে আগে কখনো দেখা হয়নি। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।