ব্যবহার বংশের পরিচয়।
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকের টপিকস পড়েই নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করবো।
একজন মানুষের আচার ব্যবহারে তার বংশের পরিচয় প্রকাশ পায়। কিন্তু আমাদের ভদ্র সমাজ মাঝে মাঝেই এটা মানতে নারাজ। তাদের কথার যুক্তি হলো আমরা সমাজের শিক্ষিত মানুষ, যা খুশি তাই করতে পারবো। আসলে এধরনের চিন্তা চেতনা কত বড় মূর্খতা তা তারা অনুধাবন করতে পারে না।
মূলত কিছু মানুষ রয়েছে যারা কিছু ডিগ্রী লাভ করে বিস্তর ভদ্রলোক হয়ে যায়। কিছু কিছু মানুষের তো মাটিতে পা পরে না। এদের বাস্তব অবস্থা সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়। আমি আমার আজকের দিনের অভিজ্ঞতা যদি বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি খুব সকালে বাসে উঠে অফিসে যাচ্ছিলাম, ঠিক সামনেই ভীষণ ভদ্র গোছের একজন লোক বসে ছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু যখন কন্টেকদার ভাড়া চাইতে এলো তখনই বিপত্তি দেখা দিল।
ঘটনাটা হলো ভাড়া পঁয়তাল্লিশ টাকা কিন্তু সে চল্লিশ টাকা দেবে। কন্টেকদার একটু চাপ দিতেই লোকটি কন্টেকদারের বাপ মা তুলে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে লাগলো। আশেপাশের লোকজন লোকটির দিকে হা হয়ে তাকিয়ে রইল। মাত্র পাঁচ টাকার জন্য সে তাকে কতটা নিচে নামিয়ে এনেছে এটা ভাবতেই অবাক লাগছে।
কন্টেকদার শুধু বললো ভাই পাঁচ টাকা না দেন কিন্তু বাপ মা তুলে গালি দেয়া ঠিক হয়নি আপনার। লোকটা বললো তোদের মতো লোকদের এর থেকেও খারাপ ভাষায় না বললে হয় না। আমি শুধু চিন্তা করলাম লোকটা এমনিতেই যা দেখালো এর থেকে নিচে নামলে সে কতটুকু নামতে পারে। সে কোন বংশের কিংবা তার পরিবার তাকে কতটুকু শিক্ষা দিতে পেরেছে এটাই সন্দেহ।
যাক ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম আমরা, পাশেই এক ভদ্রলোক বললেন ভাই পাঁচ টাকা দিয়ে দিলে কি হয় ? তখন লোকটা ক্ষেপে গিয়ে বললো আমার টাকাটা তাহলে আপনি দিয়ে দেন। সবমিলিয়ে সবাই লোকটার সম্পর্কে যতটুকু ধারনা নেয়া দরকার তা নিয়ে নিয়েছে।
সবথেকে বড় বিষয় সে কোন ভালো বংশ কিংবা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। সে হয়তো বড় কোম্পানিতে চাকরি করে, অনেক টাকার মালিক কিন্তু সে মানুষ হিসেবে নিকৃষ্ট।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

এটা সত্যি বলেছেন ব্যবহারে বংশের পরিচয়। আসলে পরিবার থেকেই মানুষ ব্যবহার শিখে। লোকটা সামান্য পাঁচ টাকার জন্য এতটা নিজে নামতে পারে ভাবাযায়।সত্যি যদিও লোকটি শিক্ষিত কিন্তু তার শিক্ষা হলো কুশিক্ষা। এর এমন কিছু লোকের জন্য সমাজে শিক্ষিত লোকদের ভালো চোখে দেখে না। ধন্যবাদ আপনাকে শিক্ষা মূলক একটা পোস্ট করার জন্য।
মানুষ আসলে সব পারে।
এরা প্রকৃত শিক্ষিত মানুষ না, শুধুমাত্র বড়ত্ব দেখিয়ে থাকে।
একদম ঠিক বলছেন ভাইয়া আজ কাল কিন্তু ডিগ্রির কোন অভাব নেই কিন্তু ভদ্র ব্যবহারের যথেষ্ট পরিমাণ অভাব আছে আমাদের সমাজে। ওই লোকটি দেখতে অনেক পরিপাটি বললেন আপনি কিন্তু সামান্য ৫ টাকার কারণে তার ব্যবহারের পরিচয় দিয়ে দিলেন বংশের পরিচয় দিয়ে দিলেন। টাকা যায় হোক না কেন মনুষ্যত্ববোধ থাকতে হয় মানুষের ভিতরে। তাই আমাদের সকলের উচিত ব্যবহারের প্রতি যত্নশীল হওয়া। অনেক মূল্যবান কথা শেয়ার করলেন উদাহরণ দিয়ে বেশ ভালই লাগলো।
আমাদের মানুষের সাথে বুঝে শুনে কথা বলা উচিত আর মানুষকে ছোট ভাবা ঠিক নয়।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
বর্তমান সমাজের সঠিক শিক্ষার খুবই অভাব। ভদ্র পোশাক পরলেই ভদ্র মানুষ হওয়া যায় না । ভদ্র মানুষটা লুকিয়ে থাকে তারা আচার আচরণে ব্যবহারের মধ্যে যেটা আপনি বাস্তব উদাহরণ হিসেবে বাসে দেখতে পেয়েছেন। আসলে এরকম ঘটনা প্রায়ই দেখা যায় অনেক ঘটনার সাথে আমিও সাক্ষী আছি । একদম ঠিক বলেছেন ব্যবহারে বংশের পরিচয়।
সত্যিই শুধুমাত্র ভালো পোশাক পরিধান করলেই ভালো মানুষ হয় না।
মানুষের আচরণ তার পরিচয় বহন করে।
পাঁচ টাকার জন্য এতো কিছু। আমাদের কত টাকাই না কত ভাবে নষ্ট হয়ে যায়। শুধু শুধু পাঁচ টাকার জন্য লোকটি এমন না করলেই ভালো হতো। আপনার লেখা গুলো যুক্ত ছিলো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। পড়ে খুব ভালো লাগলো। ভালো চাকুরী,ভালো পোশাক পরলেই সে ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন তা বলা যায় না।ভালো ব্যবহার দিয়েই একজন মানুষকে চেনা যায়। সামান্য ৫ টাকার জন্য এমন আচরন আমাদের কারোই কাম্য নয়।৪০ টাকা দিতে পারলে বাকি ৫ টাকা দিতে এতো বাঁধবে কেন? তার উপর খারাপ আচরন।আমাদের ভুলে গেলে চলবে না,একজন মানুষের আচরন তার বংশের পরিচয় বহন করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
একজন মানুষের আচরণের উপর তার বংশ পরিচয় নির্ভর করে।