চলে আসলো শীতকাল || ১০% আমাদের সবার প্রিয় @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- শুক্রবার

১৭ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ
০৪ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি


child-5943323__480.jpg

image sourcehere

দেখতে দেখতে চলে আসলো শীতকাল আসলে আমি গ্রীষ্মকালের চেয়ে শীতকাল টাই বেশি ভালোবাসি কেননা শীতকালে গ্রাম অঞ্চলে বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করা হয় বিশেষ করে শুধুমাত্র শীতকালেই খেজুরের রস পাওয়া যায় আর খেজুরের রস খেতে আমি অনেক পছন্দ করি । গতবার তেমনভাবে তৃপ্তি মিটিয়ে খেজুরের রস খেতে পারেনি তবে এবার ইচ্ছা রয়েছে পেট ভরে খেজুরের রস খাবো😋 🥰, খেজুরের রস দিয়ে আমাদের এই এলাকাতে অনেক কিছু তৈরি করা হয় যেমন খেজুরের পাটালি, খেজুরের গুড়, খেজুরের মোয়া এবং খেজুরের রস পিঠা এছাড়াও খেজুর দিয়ে অনেক ধরনের নিত্যনতুন পিঠাপুলি তৈরি করা হয়। এই পিঠাপুলি গুলো আমাদের এলাকাতে অনেক বিখ্যাত। আসলে শীতকালের কথা ভাবলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই স্মৃতিগুলো যখন আম্মু শীতকালীন অনেক ধরনের পিঠাপুলি তৈরি করে দিত এবং সেগুলো নিয়ে রাস্তায় আগুন পোহাতাম এবং একটা একটা করে খেতাম তখনকার মুহূর্তগুলো আসলেই অসাধারণ ছিল। দেখতে, দেখতে খেজুরের রস খাওয়ার পরে খেজুর গাছের নতুন খেজুর চলে আসবে ,ছোটবেলায় আমি খেজুরের ওই কাদি গুলো গাছ থেকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখতাম তারপরে এগুলো কয়েকদিনের মধ্যেই পেকে যেত তখন সবাই মিলে এগুলো অনেক মজা করে খেতাম আপনারা কোনদিন খেজুর লবণ দিয়ে পাকিয়ে খেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন ?


teacup-2324842__480.jpg

image sourcehere

শীতকালে বাইক চালানো একটু কষ্টদায়ক হয়ে যায় কেননা শীতকালে যেহেতু ঠান্ডা বাতাস বইতে থাকে ওই জন্য একটু বেশি গতিতে বাইক চালালে খুব সহজে ঠান্ডা লেগে যায়। শীতকালে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে হয়তোবা আমরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাব না। শীতকালে সবচেয়ে মজার জিনিস হলো বন্ধুদের সঙ্গে একসঙ্গে আগুন পোহানো। যখন চারিদিকে কুয়াশায় ঢেকে যাই এবং ঠান্ডা আবহাওয়ায় তখন আগুন পোহাতে অনেক ভালো লাগে এবং সেই সাথে যদি গরম, গরম চা খাওয়া যায় তাহলে তো আর কথায় নেই। আমি মাঝেমধ্যেই শীতকালে আদা দিয়ে চা খায় এতে শরীর গরম থাকে এবং যদি ঘুম ,ঘুম লাগে তাহলে এটাও কেটে যায়। আসলে আমাদের এই পরিবেশটা শীতকাল এবং গ্রীষ্মকাল নিয়ে কত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এজন্য মহান সৃষ্টি কর্তার প্রতি সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসা জন্মে যায়। তিনি আমাদেরকে এগুলো এত সুন্দর ভাবে আমানত হিসেবে দিয়েছেন ওই জন্য তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গতবার শীতকালে আম্মুর কাছে পিঠা খাওয়ার জন্য বায়না ধরেছিলাম তখন আম্মু হরেক রকমের অনেক পিঠা তৈরি করে দিয়েছিলেন সেগুলো রেসিপি আকারে আমি আমার বাংলা ব্লগে শেয়ার করেছিলাম হয়তোবা সেগুলো গতবছরের ব্লগে রয়ে গেছে আসলে স্টিমিট হচ্ছে আমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যেন এটি আমার জীবনের একটি অংশ । আমার প্রতিটি দিন শুরু হয় আপনাদের সঙ্গে সময় কাটাতে , কাটাতে এবং দিন শেষ হয় স্টিমিটের নোটিফিকেশনগুলো চেক করে, আসলে গত কিছুদিন ধরে আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে তেমন একটা একটিভ থাকতে পারেনি তবে এখন আপনাদের সঙ্গে এনগেজমেন্ট করে সত্যি আমার অনেক ভালো লাগছে। 🥰🥰


coffee-1583552__480.jpg

image sourcehere

প্রতিবারের মতো এবারও শীতকালে রফিক ভাইয়া দেখছিলাম চা এবং কফি বিক্রি করছেন আসলে রফিক ভাইয়ের একটি মুদির দোকান রয়েছেন তিনি একজন যুবক হয়তোবা আমার থেকে তিন থেকে চার বছরের বড় হবে তিনি অনেক সুন্দর ভাবে চায় এবং কফি তৈরি করেন। আমরা বন্ধুরা মিলে মাঝেমধ্যে ওনার চায়ের দোকানে গিয়ে একটু সময় কাটায় তবে যখন আমাদের চেয়ে বেশি বয়সী মানুষেরা ওইখানে সময় কাটাতে যায় তখন হয়তোবা আমরা সেখানে যায় না তবে মাঝেমধ্যেই ওখানে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আর রফিক ভাইয়াও অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে সকল কথা শেয়ার করে। এখন যেহেতু শীতকাল চলছে গতকাল আমি এবং সাব্বির রফিক ভাইয়ের ওই দোকানে চা খেতে গিয়েছিলাম তখন রফিক ভাইয়া তার জীবনের অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করল সেখান থেকে অনেক অভিজ্ঞতাই নিতে পারলাম আসলে আমাদের জীবনে অভিজ্ঞতার একটি আলাদা মূল্য রয়েছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমাদের ভালো অভিজ্ঞতাটুকু গ্রহণ করা উচিত এবং মন্দ টুকু ছেড়ে দেয়া উচিত তাহলেই আমার মনে হয় আমাদের জীবনটা সার্থক হবে যাই হোক এখন যেহেতু শীতকাল চলে এসেছে আমাদের শরীর একটি নতুন আবহাওয়া সঙ্গে পরিচিত হচ্ছে , তাই আমাদের শরীরে হঠাৎ করেই জ্বর এবং সর্দি কাশি হতে পারে তবে আমার মনে হয় আগের থেকে যদি একটু সাবধানতা গ্রহণ করা হয় তাহলে এগুলো হয়তোবা হবে না ওই জন্য আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা যেন সুস্থভাবে এই শীতকাটা পার করতে পারেন এবং আপনাদের জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা গুলো সুন্দর করে স্মৃতির খাতায় লিখে রাখতে পারেন।

ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন । 🥰🥰♥️

  • বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

🫂ধন্যবাদ!!!🤵


ফটোগ্রাফার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া শীতকাল সবার কাছে পছন্দের হলেও অনেক ক্ষেত্রে আবার বিপদের মধ্যে পড়তে হয়। বিশেষ করে শীতকালে বাইকে চলাফেরা করা অনেক কষ্টের। আর শীতকালে মজার মজার পিঠা খেতে দারুন লাগে। আসলে শীতের পিঠাগুলো এমনিতেই সবার প্রিয় আর যদি মজার পিঠা হয় তাহলে তো কথাই নেই। যাইহোক ভাইয়া শীতকাল নিয়ে আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া শীতকাল আমারো অনেক পছন্দ। তবে শীতের সকালে উঠতে অনেক কষ্টকর। তাছাড়া সত্যিই শীতে মজার মজার পিঠা তৈরি করে খাওয়া হয়, যা অন্য কোন সময় পাওয়া সম্ভব নয়,বিশেষ করে খেজুরের রস।আর ঠান্ডা আবহাওয়ায় আগুন পোহাতে ভালো লাগা স্বাভাবিক, আর সাথে গরম চা হলে কথা থাকার কথা নয়।ঠিক বলেছেন ভাইয়া এ সময় শরীরে হঠাৎ করেই জ্বর এবং সর্দি কাশি হতে পারে তবে আমাদের একটু সাবধানে থাকতে হবে। দারুণ লেগেছেন।

 2 years ago 

গতবার তেমনভাবে তৃপ্তি মিটিয়ে খেজুরের রস খেতে পারেনি তবে এবার ইচ্ছা রয়েছে পেট ভরে খেজুরের রস খাবো😋 🥰,

গতবারের জন্য আমিও দুঃখিত তেমনভাবে শীতকালটা উপভোগ করতে পারিনি অনেক কাজ কামে ব্যস্ত থাকা হয়েছে।। তবে আপনার পোস্টটি পড়ে শীতকালে বন্ধুদের সাথে কাটানো বিগত দিনের কথা মনে হয়ে যাচ্ছে।। ভাই খেজুরের রসের কথা কি বলবো কি পরিমাণ যে ফেভারিট বলে বোঝাতে পারবো না আগে তো এটা চুরি করে খেতাম 🤭🤭

তবে যাই বলেন বন্ধুদের সাথে কোন কিছু আড্ডা দিয়েও অথবা চুরি করে খাওয়ার মজা কিন্তু অন্যরকম।।

 2 years ago 

আমার কাছেও গরমের মৌসুমীর চেয়ে শীতের মৌসুমটা ভালো লাগে। আর শীতের মৌসুমের প্রধান আকর্ষণ হচ্ছে মজার মজার সব শীতের পিঠা। আমরা তো বন্ধুরা মিলে প্ল্যান করে রেখেছি প্রায় ২০ কিলোমিটার দূরে গিয়ে খেজুরের রস খাবো। সেখানে একসাথে অনেকগুলো খেজুরের গাছ আছে আর সেখানে গেলে প্রতিদিন সকালেই টাটকা খেজুরের রস পাওয়া যায়। মূলত ঐ অঞ্চলটি খেজুরের গুঁড়ের জন্য বেশ বিখ্যাত। আপনার আর আমার পছন্দের মধ্যে একটা মিল আছে এটা বলতেই হয়ই হবে।

 2 years ago 

ভাইয়া শীতকালের বর্ণনায় আপনি দেখি শীতের সব আমেজের কথা তুলে ধরেছেন। আমি ভাইয়া কখনো লবণ দিয়ে খেজুর পাঁকিয়ে খাইনি।তাছাড়া শীতের সে সকল পিঠার কথা বলেছেন। সেগুলো সবই মোটামুটি খেয়েছি। বিভিন্ন রকমের গুড় বাটালি গুড়, পাতলা গুড় ইত্যাদি আমি নিজে বানিয়েছি এবং খেয়েছি। শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতে সেই আরাম। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63