তিনি একটি কথাই বলেন রোগ দাতা যিনি মুক্তি দাতা তিনি।
এটাই একেবারে আসল কথা এবং ঠিক কথা। সিদ্দিক ভাই দেখছি প্রথম অবস্থায় অনেক কষ্ট করেছেন। যার সাথে দেখা করতে এলেন তার সাথে দেখা হলো না আর কখনো কী একটা কপাল। হ্যা এটা ঠিক যারা বেশি পাওয়ারের ঔষধ খাই বিশেষ করে এন্টিবায়োটিক একসময় গিয়ে অন্য সাধারণ ঔষধ তার তাদের উপর কোন কাজ করে না।
ভাইয়া তিনি অতিরিক্ত এন্টিবায়োটিক খেয়ে ফেলেছে। যার ফলে ঔষুধ আর কাজ করে না। ধন্যবাদ।