Puss এর প্রাইজ প্রেডিক্ট!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার বাংলা ব্লগে চলছে Puss সপ্তাহ। সেই ধারাবাহিকতায় আজ puss নিয়ে নতুন একটা পোস্ট নিয়ে এসেছি আমি। আজ আমি এই পোস্টে puss এর ভবিষ্যৎ নিয়ে আমার মতামত প্রকাশ করব। সেই সাথে প্রকাশ করব puss এর ভবিষ্যৎ একটা প্রাইজ। বতর্মানে ক্রিপ্টো মার্কেটে কয়েক লাখ টোকেন বা কয়েন আছে। যেটার সংখ্যা ২.৪ মিলিয়ন প্রায়। এটা কয়েন মার্কেট ক্যাপের তথ্যা অনুযায়ী। এছাড়া প্রতিদিন অসংখ্য নতুন নতুন কয়েন আসছে এবং হারিয়ে যাচ্ছে। তবে এত ক্রিপ্টোর মধ্যে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে পেরেছে খুব কম সংখ্যক। এর পেছনেও যথেষ্ট কারণ আছে। আজ আমাদের মডারেটর সিয়াম ভাইয়ের একটা পোস্ট পড়লাম। পোস্টে উনি puss এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন।
Puss এর বয়স আজ ১৫ দিন। puss ক্রিয়েট করার পর দাদা খুব একটা বেশি কাজ এখন পযর্ন্ত করতে পারেননি। তবে এটা নিয়ে দাদার অনেক বড় পরিকল্পনা আছে। কিন্তু তারপরও puss এর মার্কেট ক্যাপ ২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এবং এটা প্রতিনিয়ত বাড়ছে। ভবিষ্যতে আমার বাংলা ব্লগে যুক্ত হবে অনেক ফিচারড। বিশেষ করে গেমস সহ আনলিমিটেড আর্নিং এর পরিকল্পনা দাদার রয়েছে । এগুলো নিয়ে উনি কাজ করছেন। এগুলোতে এক্সসেস করতে উনি পেমেন্ট হিসেবে puss কে নির্ধারণ করবেন। পাশাপাশি abb-curation থেকে বোনাস ভোট পাওয়ার ক্ষেএেও পুশ হোল্ডের পরিমাণ একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে। এটা একটা ভালো দিক।
এবং সবচাইতে বড় কথা ভালো কোন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড। বিশেষ করে Gate.io বা kucoin এর মতো কিছু এক্সচেঞ্জে যদি এটা লিস্টেড করানো যায় তবে আর দেখতে হবে না। তখন পুশ প্রকৃতপক্ষে চাঁদে চলে যাবে। এই ছিল আমার জানা puss এর পরিকল্পনা। puss পুরোপুরি ডিসেন্ট্রালাইজড হওয়াই এটার বেশ কিছু প্লাস পয়েন্ট আছে। এখন আসি প্রাইজ এর সম্পর্কে। puss এর টোটাল স্পালাই ১ বিলিয়ন। যেটা মিম কয়েন হিসেবে খুব একটা বেশি না। সাধারণত মিম কয়েনের সরবরাহ থাকে অনেক। এবং এটাই হয় দামের সবচাইতে বড় ফ্যাক্ট। puss এর মার্কেট ক্যাপ এখন মাএ ২.৫ মিলিয়ন ডলারের মতো। যদি puss কে $1 ডলারে পৌছাতে হয় তার জন্য প্রয়োজন ১ বিলিয়ন মার্কেট ক্যাপ। এটা একটু কঠিন তবে ক্রিপ্টো মার্কেটে অসম্ভব না।
১ বিলিয়ন এর পরিবর্তে যদি puss এর মার্কেট ক্যাপ ২০০-৩০০ মিলিয়নও হয় তাহলে আমরা puss এর প্রাইজ $0.30-$0.40 দেখতে পারব খুব সহজেই। আমি এটাও বাদ দিলাম। আমার নজরে puss এর মার্কেট ক্যাপ ১০০ মিলিয়ন হবেই। হয়তো কিছু সময় লাগবে কিন্তু হবেই। এক্ষেত্রে puss এর দাম খুব সহজেই $0.10 হব। এটা খুব একটা কঠিন হবে না। এমনটা হলে সবচাইতে ভালো হবে আমাদের জন্য। আমরা যারা এই সময়ে puss কিনছি এবং হোল্ড করছি। আমরা অনেক প্রফিটে থাকব। এর জন্য প্রয়োজন সঠিক প্রমোশন। মূল কথা প্রমোশন এর কোন বিকল্প নেই। আমাদের কাজ এখন একটাই ঠিকমতো প্রমোশন করা। পুশ নিয়ে আমার ভবিষ্যৎ কথা এতোটুকুই ছিল। বাকি puss এর প্রমোশন নিয়ে আমি আগামীকাল কথা বলব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ ভাই আপনি দেখছি $PUSS কয়েন নিয়ে নিয়ে চমৎকার প্রেডিকশন করেছেন। আপনি ক্রিপ্টকারেন্সি বিষয়ে ভালোই এনালাইসিস করেন সেটা এর আগেও দেখেছি। আমিও আপনার সাথে সহমত যে, $PUSS এর মার্কেট ক্যাপ ১০০ মিলিয়ন তো অবশ্যই হবে। আর সেই সাথে দাম হবে $.১০ ডলার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আপনার লিখা পড়ে বুঝতে পারলাম ক্রিপ্টকারেন্সি নিয়ে আপনি অনেক পড়া লেখা করেন।সেই সাথে আপনার পোস্ট পড়ে আমিও অনেক বিষয়ে স্পস্ট ধারনা পেলাম। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ভাবে আপনি পুশ নিয়ে এনালাইসিস করেছেন। ক্রিপ্টো মারকেট। মারকেট ক্যাপ এর উপর ডিপেকরে টোকেন এর দাম হয় আশা করি ৫০ মিলিয়ন মারকেট ক্যাপ দ্রুত হয়ে যাবে কারণ যে হারে প্রতি নিয়ত এটি বেড়ে চলেছে কোনো এক্সচেঞ্জ এ লিস্টেড হলেই হয়।
একদম ঠিক বলেছেন ভাইয়া দাদা যেভাবে এই puss টোকেন নিয়ে কাজ করছেন খুব দ্রুত এর মার্কেট ক্যাপিটাল ১০০ মিলিয়ন হয়ে যাবে। দাদা আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে সবগুলো সফলতার মুখ দেখেছে। আশা করি এটিও তার ব্যতিক্রম হবে না। আর এরকম হলে আমরা সবাই অনেক বেশি লাভবান হবো। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।