You are viewing a single comment's thread from:

RE: ভালোবাসায় না থাকুক অপবিত্রতা

in আমার বাংলা ব্লগ6 months ago

শ্রদ্ধা ,বিশ্বাস আর ভরসা এই তিনটার সমন্বয়ই হলো ভালবাসা। যখন একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান বা শ্রদ্ধা করতে জানবে বা করবে তখন সেই মানুষটা বিশ্বাসী হয়ে ওঠে এবং যেই মানুষটাকে মানুষ বিশ্বাস করে তার উপর ভরসা করাটাও স্বাভাবিক হয়ে যায়। আর এই শ্রদ্ধা ,বিশ্বাস আর ভরসা যখন এক হয় কোনো মানুষের প্রতি তখন সেইটা হয় রিয়েল ভালোবাসা। আজকাল পোলাপাইন ভালোবাসা বলতে বুঝে হাত ধরে হাটা, রেস্টুরেন্টে যাওয়া , ঘুরাফিরা করা আর রাত জেগে গল্প করার এইগুলা আসলে এইগুলা হলো সাময়িক আকর্ষন । আবার দেখি ব্রেকাপ হয়ে গেলে একজন আরেকজনকে গালিগালাজ করে , কুৎসা রটিয়ে বেড়ায়। এগুলো কখনো ভালোবাসা হতে পারেনা। যাকে ভালোবাসা যায় তার নামে যদি খারাপ বলা হয় তাকে যদি অসম্মান করা হয় তাহলে সে কিভাবে তাকে ভালোবাসলো।
ভালোবাসা হলো সেটাই ব্রেকাপ হয়ে গেলেও যাকে সম্মান করা যায়, যার প্রতি এই বিশ্বাস রাখতে পারা যায় যে, সে আমার কখনো ক্ষতি করবেনা সেটাই হলো ভালোবাসা। ব্রেকাপের পরেও দুজন দুজনকে সম্মান করাটাই হলো আসল ভালবাসা।

Sort:  
 6 months ago 

সত্যিই,বিচ্ছেদের পরের অবস্থা দেখলে আর মনেই হয় না যে এরা কখনো একসাথে ছিলো!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88