আত্মবিশ্বাসের অভাব এবং সিদ্ধান্তহীনতায় ভোগা (প্রথম পর্ব)
বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। মাছ বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা লোক বেশ কিছু দেশি মাছ নিয়ে বসে রয়েছে। দেখে মনে হোলো নদীর মাছ। আমি সেই মাছওয়ালার কাছে যেতে যেতে আরো একজন কাস্টমার সেখানে চলে এলো। সেই লোকটা মাছের দরদাম করছিলো। এর ভিতর আমিও দরদাম করলাম। পরবর্তীতে আমার দামে মাছওয়ালা যখন প্রায় রাজি হয়ে গিয়েছিলো। তখন আমি বললাম থাক মাছ নেবো না। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। তবে কিছুক্ষণ পর মনে হোলো মাছটা না কিনে আমি খুবই ভুল করেছি। তখন দ্রুত হেঁটে আবার সেই মাছওয়ালার কাছে গিয়ে দেখি মাছটা অন্য কাস্টমার কিনে নিয়ে গিয়েছে।
উপরে যেই ঘটনা দুইটার কথা বললাম এই ধরনের ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। এগুলো আসলে মূলত হয় আত্মবিশ্বাসের অভাব এবং সিদ্ধান্তহীনতা থেকে। আপনার আত্মবিশ্বাস কম হলে তখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আর এই সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। উপরে যে ঘটনা দুটোর কথা বললাম এই দুটো প্রতীকী ঘটনা। তবে ঘটনা দুটোর প্রভাব খুবই সামান্য। কিন্তু যারা সিদ্ধান্তহীনতায় ভোগে তারা জীবনে এর থেকে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
চমৎকার দুটি উদাহরণ শেয়ার করেছেন। আসলে যেকোনো কিছু করতে গেলে আত্নবিশ্বাস থাকাটা খুবই জরুরী। কারণ আমাদের জীবনে এমন কিছু সময় আসে, তখন সঠিক সিদ্ধান্ত নিতে হয়। নয়তো পরবর্তীতে পস্তাতে হয়। যাদের মধ্যে আত্নবিশ্বাস থাকে,তারাই দিনশেষে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।