পুলিশের দুর্নীতি ও এর প্রতিকার (প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকে পত্রিকার পাতায় একটি খবর দেখে বেশ অবাক হয়ে গেলাম। খবরটি ছিলো ফরিদপুরে কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট এবং তার স্ত্রীর নামে ৪ কোটি টাকার বেশি সম্পদ পাওয়া গিয়েছে। আমি অবাক হয়েছি এই কারণে যে এই ট্রাফিক পুলিশকে আমি ব্যক্তিগতভাবে চিনি। একটা সময় আমাকে বাইরে প্রচুর ঘোরাফেরা করতে হোতো। তখনই এই পুলিশের সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছিলাম। আমি জানতাম যে তিনি ঘুষ খান। তবে সেই ঘুষের টাকায় যে তিনি এতোটা সম্পদ করেছেন এটা কখনো চিন্তাও করতে পারিনি। পত্রিকায় তার যে সম্পদের বিবরণ দেয়া হয়েছে খেয়াল করে দেখলাম।

Black and Gold Fancy New Year Card_20240912_190033_0000.png

তার সবগুলো সম্পদের মূল্য কম দেখানো রয়েছে। সেখানে মূল্য কম দেখানোর পরেও প্রায় সাড়ে চার কোটি টাকার সম্পদ এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন খুঁজে পেয়েছে। হয়তো আরও একটু খোঁজখবর করলে বেনামে আরো অনেক সম্পদের খোঁজ পাওয়া যাবে। অথচ এই ট্রাফিক সার্জেন্টের বেতন আর কতই বা হবে? সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এই টাকা দিয়ে তাকে চলতে হয়, তার ফ্যামিলি মেইনটেইন করতে হয়, তার বাচ্চাদের স্কুলের খরচ রয়েছে এর ভেতরে। সমস্ত খরচ মেটানোর পর আর কত টাকা অবশিষ্ট থাকতে পারে?

সেই টাকায় কি কখনো এত সম্পদ করা সম্ভব? আমরা সকলেই উত্তরটা জানি। কিছুতেই সেটা সম্ভব না। ব্যাপারটা এমন না যে শুধু ট্রাফিক পুলিশে কর্মরত এই ব্যক্তি অসৎ। বরং ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন রকমের। পুলিশ বাহিনীতে কর্মরত শতকরা ৯৫ ভাগ পুলিশ একই রকম। অবস্থানগত কারণে কেউ ঘুষ খাওয়ার সুযোগ কিছুটা কম পায় আবার অবস্থানগত কারণে কেউ ঘুষ খাওয়ার সুযোগ পায় অনেক বেশি। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  
 25 days ago 

অবস্থানগত কারণে কেউ ঘুষ খাওয়ার সুযোগ কিছুটা কম পায় আবার অবস্থানগত কারণে কেউ ঘুষ খাওয়ার সুযোগ পায় অনেক বেশি।

একেবারে যথার্থ বলেছেন। বাংলাদেশের বেশিরভাগ পুলিশ ঘুষ ছাড়া কিছুই বুঝে না। জনগণের সার্ভিসের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.32
JST 0.050
BTC 99573.44
ETH 3975.01
SBD 4.07