পোস্টার রঙ দিয়ে ঝর্ণার পেইন্টিং। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই প্রতিদিনই তাদের দক্ষতা আমাদের সাথে শেয়ার করে থাকেন। আমিও চেষ্টা করি আমার সর্বোচ্চটা আপনাদের মাঝে শেয়ার করতে।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি নতুন পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি। আমি আশা রাখি আমার এই পেইন্টিং আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজকের এই পেইন্টিং কিছুটা সময় নিয়েই করতে হয়েছে।

20211209072753.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

তাহলে আমি আমার পেইন্টিং করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই।

প্রথমত আমি উপকরণসমূহ দেখাতে চাই।

  • ড্রয়িং খাতা
  • পোস্টার রঙ
  • তুলি

    2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
    IMG_20211208_200352.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-১

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

প্রথমত আমি কিছু রং ট্রে তে নিয়ে নিলাম। এরপরে রঙের কাজ শুরু করলাম।

তাই আমি ড্রয়িং খাতাকে লম্বালম্বিভাবে করে নিলাম। তারপরে আমি আকাশী রঙ তুলিতে নিয়ে নিলাম। উপরের দিকের অংশ রঙ করে নিলাম।

IMG_20211208_105255.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-২

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
কিছুটা অংশ রঙ করে নেয়ার পর আমি এর নিচের দিকের অংশ হলুদ রঙ করতে থাকলাম। তবে হলুদ রঙের উপরে কিছুটা অংশ সাদা রেখে দিলাম। আর হলুদ রঙ দিয়েও অল্প কিছু অংশ রঙ করলাম।

20211208203612.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
তারপরে তুলি মুছে নিয়ে নীল আর হলুদের মাঝের সাদা অংশ মিশিয়ে নিলাম।

ধাপ-৩

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে আমি নীল রঙ নিলাম, এর সাহায্যে আমি নিচের দিকে মাঝের অংশে রঙ করে নিলাম।

temp_1638973442926.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-৪

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
মাঝের অংশে নীল রঙ করার পর আমি তুলিতে কালো রঙ নিলাম। কালো রঙ দিয়ে নীল রঙের ২ পাশে কালো রঙ করে নিয়েছি।

temp_1638973540235.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-৫

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে আমি আকাশী আর সাদা রঙ মিশিয়ে তুলিতে রঙ নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি নীল রঙের উপর থেকে পানির প্রবাহ নিচের দিকে আসতেছে এভাবে রঙ করলাম। এভাবে আমি নীল রঙের উপরে ঝর্ণা একে নিয়েছি।

20211208203712.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-৬

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে আমি তুলিতে সবুজ রঙ নিলাম। সবুজ রঙ দিয়ে আমি কালো রঙের উপরে সবুজ রঙ দিয়ে কিছু পাতা একে নিলাম। এভাবে ২ পাশেই একইভাবে আমি সবুজ রঙ দিয়ে পাতা একে নিলাম।

20211208203909.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

ধাপ-৭

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে আমি অন্য একটি তুলিতে সাদা রঙ দিয়ে আবারও ঝর্ণার কাজ শুরু করলাম। পূর্বে করা সেই আকাশী রঙের উপরে সাদা রঙ করে নিলাম। আর পড়ন্ত পানির মত করে রঙ করে নিলাম।

20211208204051.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

এরপরে আমি তুলিতে হলুদ রঙ লাগিয়ে নিলাম। হলুদ রঙ দিয়ে সেই সবুজ পাতাগুলোর উপর রং করে নিলাম।

20211208204356.jpg

ধাপ-৮

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে আমি গাঢ় বাদামী রঙ দিয়ে ঝর্ণার মধ্যে কিছু পাথর একে নিলাম। পাথরগুলো একে নেয়ার পর আমি ২ পাশেই কিছু গাছের কান্ড একে নিলাম।

20211208204515.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
পাথরগুলোকে উজ্জ্বল করার জন্য সাদা রঙ ব্যবহার করে পাথরের উপরে রঙ করলাম।

20211208204716.jpg

ধাপ-৯

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এরপরে সবুজ রঙ দিয়ে গাছের উপরের অংশে সবুজ রঙ করে নিলাম। ২ পাশের গাছগুলোকেই সবুজ রঙ করে নিয়েছি। হালকা হলুদ রঙ দিয়ে সেই সবুজের উপরে রঙ করে নিলাম।

20211208204826.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
এইখানেই আমি আমার পেইন্টিং এর কাজ শেষ করে নিলাম। পুরো পোস্টে আমি আমার সম্পূর্ণ কাজ তুলে ধরার চেষ্টা করেছি।

IMG_20211208_200256.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

IMG_20211208_125113.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

IMG_20211208_125023.jpg
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png

সবাই সবার মতামত জানাবেন,আর ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।অনেক ধন্যবাদ জানাই সবাইকে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKqkkrWWbAHh6SV4.png
images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

ঝর্ণার পেইন্টিং দারুণ হয়েছে আপু। উচু পাহাড় দিয়ে সুন্দর নীল জলরাশির ঝর্ণা বইছে। দারুণ ছিল ঝর্ণাটি।

এবং খুবই সুন্দরভাবে ধাপে ধাপে এটি অংকন করেছেন এবং সেটা উপস্থাপন করেছেন। বেশ ভালো ছিল পোস্ট টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পোস্টার রং দিয়ে ঝর্ণার পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। আপনি দারুন একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন। অনেক ভালো লাগছে দেখতে আপনার পেইন্টিংটি। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

পোস্টার রং দিয়ে ঝরণার পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে চিত্রটি অঙ্কন করা আমি শিখতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ রইল ভাইয়া

 3 years ago 

কি বলবো আপু এতটা সুন্দর হয়েছে যে যত প্রশংসা করবো ততই কম হবে। আপনার আগের পেন্টিং গুলো আমি দেখেছি সবগুলোই আপনার অনেক সুন্দর হয় এবং কালার কম্বিনেশন গুলো অনেক ভাল হয়। দেখে মনে হচ্ছে সত্যি কারের কোন ঝর্ণা। অনেক সুন্দর হয়েছে আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

ঝরনার পেইন্টিং টি অনেক চমৎকার হয়েছে আপু দেখতে। বিশেষ করে পাথরের সাথে ঝর্ণার পানির ধাক্কা লাগার ব্যাপারটি খুবই নিখুঁত করে এঁকেছেন আপনি। অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে এবিষয়টি। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপনের জন্য। শুভকামনা রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পোস্টার রং দিয়ে স্বর্ণার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে আপনি করেছেন। সত্যি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

আপু আপনার ঝরনার ছবিটা এক কথায় বলতে গেলে চমৎকার হয়েছে ।আপনি আকার প্রতিটা ধাপ সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন । ৬ নাম্বার ধাপে একদম ম্যাজিকের মতন ছবি টা চেঞ্জ হয়ে গেল।দুই পাশে গাছ আর মাঝে বিশাল জলরাশি বয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে ।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত দেয়ার জন্য

 3 years ago 

আপনার পোস্টে ঝরনার পেইন্টিং টি দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি। অসাধারণ প্রতিভা আপনার। পাহাড় থেকে জলরাশি ঝরনা নিচে নামছে অসাধারণ অঙ্কন করতে সক্ষম হয়েছেন। প্রতিটি ধাপের উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86