আমার নিজের হাতে তৈরি করা রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পরী // 10 % beneficiary to @ shy-fox

হ্যালো বন্ধুরা

আসসালামুআলাইকুম বন্ধুরা। ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের আদাব । আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আমার নিজের হাতে তৈরি করা রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি পরী বানিয়েছি । আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেই রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি পরী ।

IMG20220109144050.jpg

উপকরণ

IMG20220109111356.jpg

১. লাল রঙিন কাগজ

২. সাদা কাগজ

৩. আঠা

৪. কাঁচি

৫. পেন্সিল

রঙিন কাগজ দিয়ে পরী বানানোর প্রক্রিয়া

ধাপ ১

IMG20220109112952.jpg

সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে ধীরে ধীরে এভাবে পরীর মুখ হাত ও শরীর একে নেই।

ধাপ ২

IMG20220109114651.jpg

একে নেওয়া পরীর শরীর কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ ৩

IMG20220109115508.jpg

রঙিন লাল কাগজ এভাবে ভাজ করে নেই। পরীর স্কার্ট বানানোর জন্য।

ধাপ ৪

IMG20220109120006.jpg

পরীর স্কার্ট বানানোর জন্য ভাজ করা রঙিন লাল কাগজ টি দুদিকে আঠা লাগিয়ে নেই।

ধাপ ৫

IMG20220109121415.jpg

পরীর শরীরের সাথে লাল কাগজের স্কার্ট আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৬

IMG20220109121848.jpg

রঙিন লাল কাগজ এভাবে ভাজ করে নেই দুটি।

ধাপ ৭

IMG20220109123004.jpg

রঙিন লাল কাগজ ভাঁজ করে পেন্সিল দিয়ে একে নেই পরীর পাখা বানানোর জন্য । একটি বড় অন্যটি ছোট সাইজ এর মতো।

ধাপ ৮

IMG20220109123438.jpg

পেন্সিল দিয়ে একে নেওয়ার পর পাখা দুটি কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ ৯

IMG20220109125118.jpg

পাখা দুটি কেটে নেওয়ার পর আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেই।

ধাপ ১০

IMG20220109125415.jpg

পাখা দুটি একসাথে করে পরীর পিঠে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১১

IMG20220109132407.jpg

সাদা কাগজ সাইজ ছোট করে কেটে ত্রিভুজ আকৃতির মত ভাঁজ করে পেন্সিল দিয়ে একে নেই। ফুলের পাপড়ি বানানোর জন্য।

ধাপ ১২

IMG20220109133749.jpg

ফুলের পাপড়ি বাড়ানোর জন্য পেন্সিল দিয়ে এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেই। ভাঁজ করা ফুলের পাপড়ি গুলো একটু খুলে নিলেই আমারা সুন্দর ফুল পেয়ে যাবো।

শেষের ধাপ

IMG20220109144050.jpg

ছোট ছোট ফুল গুলো একটি একটি করে আঠা দিয়ে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পরী। আশা করি রঙ্গিন কাগজের সুন্দর এই পরী আপনাদের পছন্দ হবে। আমার জন্য দোয়া করবেন।আমি যেন এরকম আরো অনেক কিছু বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

বাহ আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পরী তৈরি করেছেন। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

পরী দেখতে একেবারে স্বপ্নের পরীর মতো মনে হচ্ছে। আমার কাছে তো পরীর ডানা গুলো এবং পরীর ড্রেস টা বেশি ভালো লেগেছে। পরীর ড্রেসে ছোট ছোট সুন্দর ফুল গুলো একেবারে ফুটে উঠেছে। অসাধারণ একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। অনেক ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার রঙিন কাগজ ব্যবহার করে একটি সুন্দর পরি তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই পরি টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি আপনার এই তৈরিকৃত পরি দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। ধাপে ধাপে অনেক চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Loading...
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি পরী বানিয়েছেন আপনি আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পরীর ড্রেসের ফুল আর ডানাগুলো খুবই সুন্দর লাগে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অসাধারণ আপু।আপনার হাতের কাজের প্রশংশা না করে পারলাম না।আপনি খুব সুন্দর করি কাগজ দিয়ে পরিটিকে উপস্থাপন করেছেন।আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59013.49
ETH 2516.64
USDT 1.00
SBD 2.48