আমার অল্প কিছু কথা।।০৮ মার্চ ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজ আমি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলতে চলেছি।প্রত্যেকের স্বাধীনতা রয়েছে নিজের অভিমত প্রকাশের।সেই অধিকার থেকে আমি আমার মতামত প্রকাশ করছি।তাই বলে আমার কথার কোনো সমালোচনা হবে না সেটা একদমই ঠিক নয়।আলোচনা ও সমালোচনা একটা সৃষ্টি কে আরো সঠিক ও শক্তিশালী করে তোলে।তাই আমি আশা রাখছি আপনাদের গঠনমূলক মন্তব্য।

image.png

Image taken from pixabay.com


আশা মানুষকে বাঁচিয়ে রাখে।একটা মানুষ যখন আশা করা ছেড়ে দেয় তখন তার বেচেঁ থাকাটা ও শেষ হয়ে যায়। কথায় আছে ' যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ '।আর এই ভাবেই প্রত্যেকের জীবন এগিয়ে যায়।একটা মানুষ কখনোই পুরোপুরি ব্যর্থ কিংবা সফল হতে পারে না।আর সেটা কখনোই সম্ভব ও নয়।মানুষের সফলতা নির্ভর করে তার মানসিক শান্তি ও ইচ্ছে শক্তির উপর।শুধুমাত্র ইচ্ছে শক্তির উপর ভর করে মানুষ অসম্ভব কে ও জয় করতে পারে।আসলে আমাদের এই মানব মস্তিকে যা যা ভাবা সম্ভব সেটা করাও সম্ভব।হয়তো সেটা এখন সম্ভব নয় কিন্তু ৫০ কিংবা ৬০ বছর পর সম্ভব।

জীবন সিনেমা নয় কিন্তু কখনো কখনো জীবন সিনেমাকে ও হার মানায়।আসলে এই পৃথিবীতে যা কিছু তা সবই মানুষের জন্য।যুগ যুগ ধরে মানুষ সৃষ্টি করেছে নিজেদের সুবিধার জন্য।এই ভাবেই সভ্যতা এগিয়েছে আর পৃথিবীতে বিবর্তন এসেছে।

মানুষ তার স্বপ্নের চেয়ে ও বড়।আমাদের স্বপ্ন গুলো সত্যি বড় অদ্ভুত কিন্তু আমাদের এই স্বপ্নের মূল্য তো অপরিসীম।স্বপ্নপূরণের তাগিদ আমাদের বাঁচার মহিমা কে আরো বাড়িয়ে দেয়।বন্ধুরা সব দেখা চাই।আর সেই স্বপ্নকে সত্যি করার দীর্ঘ লড়াই করা ও চাই।স্বপ্ন সম্পর্কে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিখ্যাত বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম আজাদ বলেছিলেন,“স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না। “

সবার স্বপ্ন পূরণ হোক।জীবন হোক আরো সুন্দর।এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার লেখা শেষ করছি।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

এখানে দ্বিমত পোষন করার কিছু নেই।সবগুলো কথাই সত্য এবং বাস্তব।
মানুষ বাঁচে আশা বা স্বপ্ন পূরনের জন্যই।স্বপ্ন পূরন করাটাই লক্ষ্য হওয়া উচিৎ।জীবনটা তখনই স্বার্থক হবে যখন তার স্বপ্ন পূরন হবে।শুভ কামনা রইলো।

 2 years ago 

দাদা, একদম বাস্তব ধর্মী কথা উল্লেখ করেছেন আপনার পোষ্টের মাধ্যমে। আপনার একটি কথা আমার ভীষণ ভালো লেগেছে, "জীবন সিনেমা নয় কিন্তু কখনো কখনো জীবন সিনেমাকেও হার মানায়"। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা সত্যি সিনেমাতেও দেখতে পাওয়া যায় না। আর হ্যাঁ দাদা, স্বপ্ন ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারে না। স্বপ্ন ছাড়া কোন মানুষ সামনে এগিয়ে যেতে পারে না। স্বপ্ন হচ্ছে মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। তবে সেই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে চলবে না, বরং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, স্বপ্ন পূরণের লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। দাদা আপনার অল্প কিছু কথা পড়ে সত্যিই খুব ভালো লাগলো, আর এই ভালো লাগার কথাগুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

দাদা আপনার অল্প কিছু কথা তবে খুব গুরুত্বপূর্ণ। আপনার কথাগুলো পড়ে খুব ভাল লাগলো। আপনি ঠিক বলেছেন দাদা মানুষদের আশা যতক্ষন থাকে ততক্ষনই মানুষ বেঁচে থাকে।আমাদের সকলের আলাদা আলাদা স্বপ্ন থাকে।আর তা বাস্তবায়নে ই আমাদের এই পথচলা।সবার স্বপ্ন পূরন হোক এ প্রত্যাশাই করি।অনেক ধন্যবাদ দাদা।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

আশা করি শ্রদ্ধেয় ছোট দাদা, ভালো আছেন? আপনার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে গেলো। আসলে বাস্তব কথা গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি কথার মাঝে অনেক অর্থ লুকিয়ে আছে। মানুষ বেঁচে থাকে আশার উপর ভরসা রেখে। মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে আশার উপর নির্ভর করে। মনের মাঝে আশা রেখে ইচ্ছে শক্তি আর কর্ম প্রচেষ্টার ফলে মানুষ সফলতার দিকে ধাবিত হয়। আসলে সিনেমা তৈরি হয় কাল্পনিক কোন ঘটনা থেকে আর মানুষের জীবন অতিবাহিত হয় বাস্তব সিনেমা দিয়ে। এত সুন্দর চমৎকার অনুভূতি গুলো সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ছোট দাদা।

 2 years ago 

প্রতিটা মানুষের মধ্যেই অন্তর্নিহিত স্বপ্ন লুকিয়ে আছে। সেই স্বপ্নগুলো কেউ পূরণ করতে পারে আবার কেউ পূরণ করতে পারে না। কিন্তু মানুষের স্বপ্নের শেষ নেই চাহিদা যেমন আছে স্বপ্নেও রয়েছে। তাই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হলে সেই সংগ্রামের পথে নিজেকে বিলিয়ে দিতে হবে। চেষ্টা কখনো বিফলে যায় না চেষ্টা ্ তার সেই সফলতা এবং স্বপ্নের জায়গায় পৌঁছিয়ে দেয়। তার চেয়ে বেশি সফলতা অর্জন করতে পারে সেজন্য আমাদের চেষ্টায় কমতি রাখা যাবে না অবশ্যই সফলতার পথ দেখতে হলে সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আসলে দাদা তুমি যে কথাগুলো বলেছ প্রত্যেকটাই তো সঠিক কথা। এই কথাগুলোকে কাউন্টার দেয়ার মত কোন কথা তো আমি খুঁজে পাচ্ছি না আপাতত। তবে আমিও মনে করি যে মানুষের ইচ্ছাশক্তিই তার সফলতার চাবিকাঠি। বড় বড় স্বপ্ন দেখার অধিকার সকলেরই আছে, তবে সেটাকে সাফল্যমন্ডিত করতে অবশ্যই ইচ্ছাশক্তি দরকার।

 2 years ago (edited)

যথার্থ লিখেছেন। সত্যিই স্বপ্ন আমাদের বেঁচে থাকার শক্তি যোগায়। প্রতিটি মানুষ তার নিজের স্বপ্ন নিয়ে বাঁচে। মানুষ আশায় বুক বাধে, স্বপ্ন পূরণের সাধে। কথায় আছো না, আশায় বাঁচে চাষা। আশার আলো নিভে গেলে মানুষের আর বাঁচার শক্তি থাকে না।

আর এই আশার শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কত অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। কত স্বপ্ন বাস্তব করে নিয়েছে!! 💯💫

 2 years ago 

দাদা বেশি দামি কিছু কথা বলেছেন। আসলে এইভাবে যদি বাস্তবিক চিন্তা করি তাহলে অনেক কিছু। আর একটা কথা ঠিক বলেছেন মানুষ কখনো পুরোপুরি ব্যর্থ কিংবা সফল হতে পারে না। আমরা আশা করি বলেই, বেঁচে থাকাটা সম্ভব হয়। আর আমি মনে করি আমরা আমাদের স্বপ্ন গুলোর মাঝেই বেঁচে আছি। কারণ ওই যে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা এবং তাগিদে অনেক কিছুই করছি। আর পূরণ করার জন্য আমাদের অবশ্যই ইচ্ছাশক্তি থাকতে হবে।

 2 years ago 

স্বাধীন সত্ত্বা মানুষের অন্যতম একটা বৈশিষ্ট্য, যার কারনেই যুগে যুগে এতো যুদ্ধ কিংবা লড়াই নিজেদের স্বাধীনতা কিংবা স্বাধীন সত্ত্বা টিকিয়ে রাখার জন্য।

এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটা কথা দাদা,

' যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ '

কিন্তু খুবই তাৎপর্যপূর্ন একটা কথা, যার গভীরতা অনেক বেশী, যদিও আমরা সেটা সর্বদা উপলব্ধি করতে পারি না। সিনেমাতো মানুষের মস্তিস্কের ফল, আর মানুষ সেটা ভাবে সেটা হাজার বছর পরে হলেও পূর্ণতা পায়। মানুষ উন্নয়নের কল্পনা করেছিলো বলেও আজ আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব পেয়েছি। খুব সুন্দর ও অনুপ্রেরণামূলক কিছু কথা বলেছেন আজ। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65364.69
ETH 2650.49
USDT 1.00
SBD 2.86