সিকিম ট্যুর ।।পর্ব ০২।।১৯ নভেম্বর ২০২২

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।বিগত একটি পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে ছিলাম যে আমি বেড়াতে সিকিম এসেছি।এখন অবশ্য এই মুহূর্তে আমি দার্জিলিং এ অবস্থান করছি।তবে আমি বলেছিলাম ধারাবাহিক ভাবে আমি সিকিম ও দার্জিলিং এ কাটানো মুহূর্ত গুলো ফটোগ্রাফির মাধ্যমে জানাবো।আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি।এটা আমাদের সিকিমে দ্বিতীয় দিন আর সিকিম পরিদর্শনের প্রথম দিন।

আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে সাড়ে আট টার দিকে বেরিয়ে পড়লাম।হোটেলের নিচে আমাদের গাইড কাম ড্রাইভার আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিলো।আমরা নিচে নামতেই ড্রাইভার গাড়ি রেডি করে ফেললো।আমরা বেরিয়ে পড়লাম।আজকে আমরা গ্যাংটক এর কয়েকটি সাইড সিন দেখবো।আর আগামী কাল আমরা বেরিয়ে যাবো নাথুলা পাস, চাঙ্গু লেক, বাবা হরভজন সিং মন্দির , গাঞ্জু লামা ওয়ার মিউজিয়াম ইত্যাদি দর্শনীয় স্থান দেখতে।


ফ্লাওয়ার পার্ক,গ্যাংটক

IMG20221114112237.jpg

IMG20221114112413.jpg

IMG20221114112608.jpg

IMG20221114112631.jpg

এটি আমাদের হোটেলের অনেকটা কাছেই।গ্যাংটক শহরের ওয়াইট হল নামক একটি জায়গায় এই ফ্লাওয়ার পার্কটি অবস্থিত।এখানে সিকিম এর আবহাওয়া তে যে সব ফুল ফোটে বা ফুলের গাছ বেঁচে থাকে সেগুলো সংরক্ষণ করা হয়েছে।

IMG20221114110211.jpg

IMG20221114110313.jpg

IMG20221114112213.jpg

এখানে একজন ভদ্রমহিলা(স্থানীয়) সিকিমের ট্র্যাডিশনাল পোশাক ভাড়া দিচ্ছিলেন যা পরিধান করে ভিজিটর রা ফটো তুলছে।আসলে এগুলো ঘুরতে আসার স্মৃতি ও বিশেষ ভালো লাগার অংশ।আমরা তিন জন দেড় শ থাকার বিনিময়ে প্রত্যেকটি পোশাক ভাড়া করেছিলাম।একথা বলার অপেক্ষা রাখে না যে আমরা বেশ ভালোই ফটোগ্রাফি করেছিলাম।


এনচে মনাস্টি,গ্যাংটক

IMG20221114115648.jpg

IMG20221114120211.jpg

IMG20221114120225.jpg

IMG20221114123335.jpg

IMG20221114123346.jpg

IMG20221114123125.jpg

ফ্লাওয়ার পার্ক পরিদর্শন শেষে আমরা গাড়িতে করে চলে এলাম এনচে মনাস্টি তে।এই মনাস্টি প্রায় একশো বছরের ও বেশি পুরোনো।১৯০৯ সালে লামা ড্রুপটাব কর্পো এই মনাস্টি গড়ে তুলেছিলেন।পাহাড়ের বুকে অনিন্দ্য সুন্দর এই মনাস্টি খুব সহজেই পরিদর্শকের মন কেড়ে নেবে।মনাস্টি এর ভিতরে অসাধারণ কারুকার্য সবাইকে মুগ্ধ করে দেয়।তবে মন্দিরের ভিতরে ছবি তোলার জন্য বাধ্যবাধকতা রয়েছে।তাই তেমন একটা ফটোগ্রাফি করতে পারিনি।খুব শান্ত পরিবেশ চারদিকে।

IMG20221114120328.jpg

IMG20221114122135.jpg

IMG20221114122535.jpg

IMG20221114122419.jpg


গণেশ টক,গ্যাংটক

IMG20221114125422.jpg

IMG20221114130859.jpg

IMG20221114130300.jpg

IMG20221114125424.jpg

এরপর আমাদের গন্তব্য হলো পাহাড়ের উপরে অবস্থিত গণেশ মন্দির পরিদর্শন করা।এই মন্দিরটি গণেশ টক নামে পরিচিত।এনচে মনাস্টি থেকে গণেশ টক এ পৌঁছাতে আমাদের সময় লাগলো মোটামুটি ১৫ মিনিট।ওখানে পৌঁছে আমরা একটি জায়গায় আমাদের জুতো খুলে জমা রাখলাম।এরপর সিড়ি বেয়ে উপরে উঠে গেলাম মন্দিরটি পরিদর্শন করতে।মন্দিরের নিচে বেশ কিছু স্টল ছিলো সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করলাম।

IMG20221114125919.jpg

IMG20221114125815.jpg

IMG20221114125432.jpg

আজকে এই পর্যন্ত পরের পর্বে চিড়িয়াখানা পরিদর্শন নিয়ে হাজির হবো।সবাই খুব ভালো থাকবেন।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 last year 

বাহ দাদা ফ্লাওয়ার পার্ক টা বেশ সুন্দর। মনে হচ্ছে যেন এটা একটি ফুলের রাজ্য। চার দিকে কে ফুলে ফুলে ভরা। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগছে। সেখানকার জায়গার নাম গুলো বেশ অন্যরকম। আপনার, বড় দাদার, বউদির পোস্ট গুলো দেখে আমার কিন্তু এসব জায়গায় খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। জায়গাগুলো বেশ সুন্দর।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

দাদা সিকিম টু দার্জিলিং এর দ্বিতীয় পর্ব দেখে খুব ভালো লাগছে। ফ্লাওয়ার পার্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পার্কে ঘুরতে গেলে এমনেতেই মন ভালো হয়ে যায়। ফুল গুলো দেখতে এতটাই সুন্দর যা দেখে মনে হচ্ছে এখনি সেই জায়গায় চলে যাই। দাদা এনচে মনাস্টিকের দৃশ্য গুলোও খুব সুন্দর। আমার মনে হয় ওখানের প্রতিটা জায়গায় আরও বেশি সুন্দর। দাদা আপনার এর পরের পর্ব চিড়িয়াখানা পরিদর্শনের অপেক্ষায় রইলাম। আপনার যাত্রা শুভ হোক।

 last year 

আপনার সিকিম ভ্রমনের দ্বিতীয় পর্ব দারুণ ছিল দাদা।আপনারা সিকিম এবং দার্জিলিংয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে দেখার সুযোগ করে দিচ্ছেন।সিকিম দার্জিলিং এ না গেলেও কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে দেখা হয়ে যাচ্ছে দাদা।অনেক ভালো লাগতেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year (edited)

বড়দার থেকে দেখতে পেলাম পরিবারের ছবি। আর আপনার থেকে পেলাম প্রকৃতির ছবি। পরিবার আর প্রকৃতি মিলে মিশে এক হয়ে গেলো। প্রত্যেকটা ছবির সৌন্দর্য্য নিজস্বতার দাবিদার। ধন্যবাদ দাদাভাই।

 last year 

বড় দাদার পোস্টে সিকিমের ট্র্যাডিশনাল পোশাকে দাদা এবং বৌদিকে দেখেছি। আপনি বলছেন আপনারা প্রায় অনেক ফটোগ্রাফি করেছেন নিজেদের। তবে আপনার ফুলের ফটোগ্রাফির সৌন্দর্য টা আরো বেশি মুগ্ধ হলাম। জায়গাটা এত সুন্দর প্রত্যেকটা ফটোগ্রাফি যেন মনমুগ্ধকর। এই জায়গায় না গেলেও কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ উপভোগ করতে পারছি। পরবর্তীতে চিড়িয়াখানার ফটোগ্রাফি নিশ্চয়ই দেখতে পারবো।

 last year 

ওয়াইট হল নামক একটি জায়গায় এই ফ্লাওয়ার পার্কটি অনেক সুন্দর। দাদা পোশাক পড়া একটা ছবি দিতেন,একটু দেখতাম।ব্যপারটা বেশ ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে।এই সব মিনি স্টলগুলো থেকে কেনাকাটা করতে ভালোই লাগে,যদিও অনেক দাম থাকে।সব মিলিয়ে বেশ ভালো ঘুরাঘুরি হচ্ছে।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last year 

সিকিম ট্যুরে গিয়ে দাদা আপনি চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। আপনার ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সিকিম জায়গাটা সত্যিই অসাধারণ। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। আপনার সিকিম ট্যুর এর পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 last year 

ফ্লাওয়ার পার্ক এর দৃশ্যগুলো জাস্ট অসাধারণ। ফুলগুলো এতোটা ফ্রেশ।আমাদের এখানকার সাধারণ ফুলগুলো থেকে একেবারেই আলাদা।ভাইয়া এভাবেই সম্পূর্ণ পর্বগুলো চাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63458.69
ETH 3084.37
USDT 1.00
SBD 3.99