আজকের পোস্ট || গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যর কিছু খন্ড চিত্রঃ

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহীম
কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার এলাকার কিছু প্রাকৃতিক সৌন্দর্যময় ঘেরা কয়েকটি স্থানের স্থির চিত্র।
আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনাদর এবং অবহেলায় পড়ে থাকে। আজ আমি আপনাদের মাঝে এমন কিছু জায়গার চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম।


আমাদের বাড়ির পাশে ঘুরতে গিয়েই আমি এই চিত্রগুলো আমার ক্যামেরায় ধারণ করেছিলাম। আর আমার ক্যামেরায় ধারণ করা চরিত্রগুলোই আজ আমি আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। জানিনা সবার কেমন লাগবে। তবে আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের পোস্টেটি-

InFrame_1668704255752.jpg

চিত্রঃ সবগুলো চিত্রের সম্মিলিত আয়োজন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnH7YwvukBjhLfarA.png

পোস্ট ক্যাটাগরিঃ সাধারণ পোস্ট।
পোস্টের নামঃ গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য।
পোস্টের তারিখঃ ২ রা অগ্রহায়ণ ২৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)।
IMG_20221003_124909_938.jpg
চিত্র নাম্বার - এক।

এই চিত্রটা আমি তুলেছিলাম আমাদের বাড়ির পাশের একটি আবাদি জমি থেকে। জমিতে তখন ধান লাগানো ছিলো। এবং ধানের চারাগাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যেন সবুজের এক অনন্ত সমাহার।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

IMG_20220713_114112_881.jpg
চিত্র নাম্বার - দুই।

এই চিত্রটা ছিল গোপালগঞ্জ এর কাশিয়ানি থানার কোন একটা খালের। আমি গোপালগঞ্জ কোন একটা কাজে যাওয়ার সময় এই চিত্রটি তুলেছিলাম। খালের মধ্যে কচুরিপানাগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো আর সাথে সাথেই আমি এই চিত্রটা আমার ক্যামেরায় বন্দী করেছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

IMG_20220709_175707_868.jpg
চিত্র নাম্বার - তিন।

এই চিত্রটি ছিলো আমাদের বাড়ির পাশের একটি সব্জি বাগানের। এখানে ছিল ডাটা শাক, পুঁই শাক, শষা গাছ, মিষ্টি কুমড়াগাছ এবং পালংশাক। তার পাশেই ছিল পাট ক্ষেত। যেটা দেখে আমি আমার ক্যামেরায় ক্যাপচার না করে থাকতে পারলাম না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

IMG_20220713_114121_233.jpg
চিত্র নাম্বার - চার।

এই চিত্রটা ও ছিল গোপালগঞ্জ এর কাশিয়ানি থানার একটি পুকুরের। এই পুকুরের দৃশ্যটা ও ছিলো অসাধারণ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

IMG_20221003_145544_183.jpg
চিত্র নাম্বার - পাঁচ।

এই চিত্রটা ছিলো আমাদের হাইস্কুলের একটি পুকুরের। অনেকদিন পরে স্কুলের সামনে দিয়ে আসতেছিলাম, আর তখন দেখেই চিত্রটা ক্যামেরায় বন্দী করলাম। আমরা যখন স্কুলে ছিলাম তখন পুকুরে অনেক পানি ছিলো। এতো কচুরিপানা বা অন্য গাছ পালা ছিলো না।

বন্ধুরা, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। কোন ভুল হয়ে থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
পোস্ট সম্পর্কিত যা কিছু
ডিভাইসের নামক্যামেরা
TECNO pouvoir 413M QUAD
লোকেশনক্যামেরায়
মিরপুর-২@azizulmiah

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9rrJ7XyVNTSa1iNMV1HLEdGN9BVzpqr9qD8n9c6Cnsw4ig5kmwCUdZ2cXfBkqCk6bnMVXsU.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

images-10.png

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8hpYQsVChctAgy2kS9mV6SZsMEvTo3JtHG1SaGTiVSZZvj1Cg7LApcJj7E7w6...xqohobR55AqvLPXjzPqinZxCCFYysfbwamCx1yYp3py1hevyBzxkMvXqSeLmVUJLnzYpDruY5pBwnAN3sJb5ntBM7ndcPvAMjSex58XEWXtasSNpzGQAySX6HL.png

Sort:  
 2 years ago 

গ্রাম বাংলা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়ে গেলাম । আসলে প্রাকৃতিক । সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত হয়েছে। ফটোগ্রাফি গুলো মাঝে গ্রাম বাংলা অসাধারণ সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন যেটি বেশ ভাল ছিল । ২ নম্বর ও ৪ নম্বর ফটোগ্রাফি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । বেশ ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রামীণ পরিবেশে অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। গ্রামের দৃশ্য গুলো খুবই ভালো লাগে।

 2 years ago 

গ্রামের সবুজ প্রকৃতি দেখতে আমার বরাবরই ভালো লাগে। আসলে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও ভীষণ ভালো লাগে। আপনার ছবি সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ লেগেছে। তবে বেশিরভাগ ভালো লেগেছে অনেক সুন্দর একটি সবজি বাগান। বর্তমানে বাজারের প্রত্যেকটা জিনিসের যে দাম এমনকি ফরমালিন। নিজেরা এরকম সবজি বাগান করলে কিন্তু বেশ ভালোই হয়। একদিকে টাকা বাঁচানো, আরেকদিকে ফরমালিনযুক্ত জিনিস পাওয়া যায়।

 2 years ago 

গ্রামের প্রকৃতিরা অনেক সুন্দর দৃশ্যগুলো আপনি আপনার ফটোগ্রাফি তে তুলে ধরেছেন। এভাবে আগামীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার উপহার দিতে পারবেন বলে মনে হচ্ছে । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝখানে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62