বর্তমান বাংলাদেশ পরিস্থিতি।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল , সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তবে সেই সব হট্টগোল শেষ হওয়ার পর এখন আবার আরেক ভয়াবহ অবস্থা জারি হয়েছে বাংলাদেশে। এবং সেই ভয়াবহতা হচ্ছে প্রাকৃতিক ভয়াবহতা। সবাই হয়তো দেখেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আসলে আমার কিছুই বলার নেই। আমাদের এইদিকে যদিও পানি আসেনি তবে সিলেট , চাঁদপুর এবং নোয়াখালী জেলার মানুষের এই করুন অবস্থা দেখে রাতে ঠিক ঠাক ভাবে ঘুমও হয়না আমার। সেইসব অঞ্চনলে এমন করুন একটা অবস্থা যে তাদের কষ্ট দেখলে মনে হবে নিজের চোখ দিয়ে আপনা আপনি রক্ত ঝরছে ।


সেইসব অঞ্চলে যদিও আমার কোনো আত্মীয় স্বজন নেই যাদের কাছ থেকে সেই এলাকার খবর পাবো তবে ফেইসবুকে অনেকেই ভিডিও করে পাবলিশ করে। সেই ভিডিও গুলো দেখে আমার সত্যি কান্না পায়। এমন অবস্থা যে তারা ঠিক ভাবে যে একটু ঘুমাবেও সেটার জায়গা পর্যন্ত নেই। আরেকটা ভিডিও দেখলাম , সত্যিই তখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসলো। একটা লাশকে নৌকায় করে নিয়ে তারা একটু জমিন খুঁজছে সেই লাশকে কবর দেয়ার জন্য। কতটা কষ্টের ব্যাপার ভেবে দেখেছেন ? সেইসব মানুষ গুলো এখন কত অসহায়। আমি মনে করছি এখন আমাদের সকলকে তাদের সাহায্যের জন্য যাওয়া উচিত।


প্রতিবারই বছরের এমন সময়ে আমরা আমাদের সেইসব অঞ্চল গুলোতে এমন বন্যা দেখতে পাই। কিন্তু সেইগুলো এইবারের মতো এত ভয়াবহ হতো না। যাই হোক , কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখে আমাররীতিমতো কষ্ট লেগেছে অনেক। একটা ভিডিও দেখলাম যাতে একটা কুকুর রাস্তায় একদম পুরা পানি থাকার কারণে একটা উঁচু বিল্ডিং বাড়িতে যাওয়ার জন্য গেট এর সামনে গেলে দুই তিনটা মহিলা গেট তা আটকে দেয়। এই ভিডিওটা দেখে এতো খারাপ লেগেছে আমার বলে বুঝতে পারবো না। মানুষ কেন জানি তাদের মনুষত্ব হারাচ্ছে।


আসলে পশু পাখি সকলেরই এখন করুন অবস্থা। তাদেরকেও আমাদের যতটুকু সম্ভব সাহায্য করা উচিত। তা না হলে তারা মারা যাবে। সব শেষে , এটাই আশা করছি আল্লাহ তার রহমত আমাদের উপর শীঘ্রই বর্ষণ করবেন। আপনাদের ধন্যবাদ এতক্ষন অব্দি ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 months ago 

দেশের এই পরিস্থিতিতেও যদি মানুষ মনুষত্বহীন হয়ে যায়, তাহলে আসলে কিছু বলার নেই। বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে আমি যতটা ধারণা পেয়েছি, তাতে বুঝতে পারছি যে খুবই খারাপ অবস্থা কিছু কিছু অঞ্চলে। তবে আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো এই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। তাছাড়া গত বছরের তুলনায় এই বছর বন্যার ভয়াবহতা অনেকটাই বেশি লক্ষ্য করলাম।

 2 months ago 

আসলে এই বছরটা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে। একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। যাইহোক বন্যা কবলিত মানুষদের পরিস্থিতি দেখে ভীষণ খারাপ লাগছে। ইউটিউবে ঢুকে ভিডিও গুলো দেখলে খুবই কষ্ট লাগে। আল্লাহ যেনো সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করেন, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68067.18
ETH 2441.90
USDT 1.00
SBD 2.41