কবিতা - বিরহ !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি !!

20220828_162055.jpg

কবিতা লেখাটা বেশ কঠিন একটি কাজ। মনের মাঝে যা আসে শুধু তা লিখলেই হয় না বরং প্রতি কথার একটা করে অর্থ থাকতে হয়। প্রতিটা লাইনে যেন থাকে কবিতার চাপ। কবিতা লেখার জন্য প্রয়োজন সুন্দর একটা মন ও নিজের একাকিত্ব সময় যা কবিতা লিখতে ও নিজের মতো করে ভাবতে সাহায্য করে। আমি হুটহাট করে কবিতা লিখতে পারি না। খুব আস্তে আস্তে অনেকটা সময় ভেবে একটি একটি করে লাইন লিখি। একটা মজার বিষয় কি জানেন আমি একটা কবিতা লিখতে গিয়ে অনেক গুলো লাইন লিখি ও কাটি। এই কবিতাটি লেখার সময় আমি যতগুলো লাইন কেটেছি সেগুলো দিলে মনে হয় একশো লাইন এর বেশি হয়ে যেত।

যাইহোক আজকের কবিতাটি একটু ভিন্ন ভাবে লেখার চেষ্টা করেছি। মানুষের জীবনের কষ্টের কথা গুলো ভেবে ভেবে আজকের এই কবিতার লাইন গুলো লেখা। কতশত মানুষ কতশত রকম সমস্যায় ঝড়জরিত তা আমাদের সত্যিকার অর্থে অনুভব করা সম্ভব না যতক্ষণ না নিজের মনে এমন কষ্টের ব্যথা অনুভব হচ্ছে। কেউ কেউ মনের কোনে জমানো ব্যাথা থেকে চাপা কান্না করে তবুও কখনো চিৎকার করে কান্না করতে পারে না। এমন অনেক মানুষ আমাদের সমাজে চারপাশে রয়েছে যা আমরা অনেকেই দেখতে পারি না। আমাদের নিজেদের মধ্যেও এমন হয় যখন নিজের কষ্ট গুলো কারো সাথে শেয়ার করতে পারি না। এমন বিষয়ের উপর চিন্তা করেই আজকের কবিতার লাইন গুলো সাজানো হয়েছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

বিরহ

দুঃখের বেড়িতে বন্দি জীবন নাইরে সুখের আলো,
রঙ্গিন পৃথিবী আজকে শুধুই লাগছে যেন কালো।
আঁখিদ্বয় মোর গুছিয়ে গেছে চাইনা গগন-পানে,
জোড়া শালিকও কথা কয়না চুপি চুপি এই কানে।

মসীময় এক ছোট্ট ঘরে হৃদয় বন্দি আজ,
জানিনা কোন মিষ্টি কথায় মুছবে সকল ভাঁজ।
অচেনা ভেবে সবাই কেন করছে মোরে হতাশ,
পারছিনা যে ফেলতে কোথাও নীরবে স্বস্তির শ্বাস।

বুক ফেটে করছি কান্না তবুও দেখে না কেউ,
কতকাল রবে জানিনা হৃদয়ের শোক সাগরের ঢেউ।
দিশেহারা এক পথিক বেশে ঘুরছি এদিক সেদিক,
নিরব চিত্তে করবো কি হায় পাইনা খুজে ঠিক।

চোখের কোনাও শুকিয়ে গেছে ঝড়েনা অশ্রুজল,
কষ্টে ঘেরা এই জীবনে পাইনা খুজে শক্তি বল।
রক্ত মাংসে যদিও পূর্ণ আমার অনু শরীর,
কিন্তু অনায়াসে ভাঙছে পাল জীবন তরীর।

দুঃখের আগুনে পোড়ে পোড়ে আজ আমি ক্লান্ত,
দয়াময় প্রভু-হে, দাওনা করে এই যাতনা ক্ষান্ত।
সঠিক পথে আনতে আমায় কেবল পারো তুমি,
তাই, রহমে তোমার সিক্ত করো আমার বক্ষভূমি।

সমাপ্ত


image source

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

বিরহ কবিতাটির মাধ্যমে মানব জীবনের বিভিন্ন দুঃখের দিকগুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। মানুষের জীবনে দুঃখ-বিরহ আসলে তার চারপাশের সবকিছুই যেন বিষন্ন দেখায়। ভালো জিনিস গুলো দেখতেও মনে হয় খারাপ লাগছে। আবার বিরহ জীবন থেকে চেষ্টা করলেও সহজে বেরিয়ে আসা যায় না। অসাধারণ একটি কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটিতে হৃদয়ের এক আকুতি খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। জীবন যাতনার এক বিরহ ছবি এই কবিতায় খুব সুন্দর ভাবে কবিতার প্রত্যেক লাইনে প্রস্ফুটিত। ভালো লেখা।

 2 years ago 

বিরহের কবিতা মানেই তো দুঃখের আপনার কবিতাটি সম্পূর্ণ পড়ে বলতে পারলাম বিরহ আসলে এমনই হয়। কবিতার মাধ্যমে জীবনের নানা দুঃখ বেদনার দিন গুলো ফুটিয়ে তুলেছেন। আসলে সব মানুষের জীবনে দুঃখ-বেদনা থাকাটা স্বাভাবিক যেটা আপনার কবিতার চরণ গুলি পড়ে আমি বুঝতে পারলাম ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চোখের কোনাও শুকিয়ে গেছে ঝড়েনা অশ্রুজল,
কষ্টে ঘেরা এই জীবনে পাইনা খুজে শক্তি বল।
রক্ত মাংসে যদিও পূর্ণ আমার অনু শরীর,
কিন্তু অনায়াসে ভাঙছে পাল জীবন তরীর।

আসলেই আপু বিরহ এমন একটা জিনিস যা মানুষকে মৃত্যু যন্ত্রণা দিতে পারে। এই অনূভুতি গুলো যেন কারো জীবনে না আসে। আপনার কবিতা গুলো আমার বেশ ভালো লাগে। দারুণ লিখেছেন কবিতা টা আপু। অনেক সুন্দর হয়েছে।।

 2 years ago 

বিরহ কমবেশি নরনারী উভয়ের মাঝে রয়েছে। কিন্তু আপনি আপনার কবিতায় সেই বিরহের সার্থকতা কে নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করবো না। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90