ভালোবাসার অধ্যায় - ভুল (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

ভুল

image.png

image source

ছয়দিন পর ট্যুর থেকে ফিরে আসে ও আগের মতো সবকিছু ঠিকঠাক চলছিল। এর ঠিক দেড়মাস পর ক্লাস শেষ করে সব বন্ধুরা মিলে গ্রূপ স্টাডি করার সময় আকৃতি বমি করা শুরু করে আর একে একে চার বার বমি করে। এতে সে বেশ দুর্বল হয়ে যায়। আদনান তখন তাকে ডক্টরের কাছে নিয়ে গেছে বেশ কিছু পরীক্ষা করতে বলে আর পরীক্ষা গুলো করানোর পর বুঝতে পারে সে প্রেগনেট। আর এটা শুনার পর থেকে আকৃতি যেন আরো বেশি চিন্তায় পরে যায় ও মানুষিক ভাবে ভেঙ্গে যায়। সে এখন তার বাবাকে কি বলবে ও কি করবে সে কিছুই বুঝতে পারছে না আর এদিকে আদনান সব কিছু জানার পর থেকে আকৃতির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

আদনানের সাথে যোগাযোগ করতে না পেরে আকৃতি সুইসাইড করার উদ্দ্যেগ নেয়। আর তখন সত্যি সে বুঝতে পারে প্রেম প্রেম খেলা খেলতে খেলতে সে কত বড় অন্যায় কাজ করেছে ও কত বড় ভুল করেছে। আর এই মুহূর্তে তার এতবড় বিপদে সম্মুখে আদনান এভাবে তাকে ফেলে দিয়ে চলে যাবে এটা সে কখনো বুঝতেও পারেনি। আদনান চাইলেই পারতো এর কোনো ভালো সমাধান বের করতে কিন্তু সে সেটা না করে কাপুরুষের মতো আকৃতিকে বিপদের সম্মুখীন ফেলে দিয়ে চলে গেছে। আর এই সবকিছু সহ্য করতে না পেরে আকৃতি তার আরেকটা বান্ধবীর সাথে সব কিছু শেয়ার করে আর এতে সেই বান্ধবী আকৃতিকে ভরসা দেয়া শুরু করে ও সুইসাইড করা কোনো সমাধান না বলে বুঝাতে থাকে।

একটা পর্যায়ে আকৃতিকে নিয়ে সেই বান্ধবী ডাক্তারের কাছে যাই ও সবকিছুর ব্যবস্থা গ্রহণ করে। একটা সময় অনেক কষ্টের পর আকৃতি স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর কিছুদিন পর আদনান আবার তার জীবনে আসতে চাইলে আকৃতি কোনো ভাবেই এই আদনানকে আর গ্রহণ করেনি। কেনই বা করবে, একটা মেয়েকে যখন তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে ফেলে দিয়ে কেউ চলে যেতে পারে সে জীবনে যে কোনো সময় যেকোনো কারণেই চলে যেতে পারে। তাকে বিশ্বাস করা আকৃতির পক্ষে কোনো দিনও সম্ভব না।

আর এই কারণে আদনান সকল বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটা সময় তাদের সাথে আদনানের আর কোনো বন্ধুত্ব থাকে না। আকৃতি তার জীবনে এই খারাপ সময় থেকে জীবনের করা ভুল গুলোকে শুদ্রে নিয়েছে। সে ঘুরে ফিরেছে নিজের জীবনের দিকে,নিজের সাফল্যের দিকে। সে বুঝে গিয়েছে জীবনের কতটা মূল্য। এমন ভুল কিছু হয়তো সে আর কোনো দিন করবে না। আমাদের সমাজে হয়তো এমন ঘটনা অনেক ঘটছে আর এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো অনেক প্রাণের অবসান ঘটছে। এমন খারাপ পরিস্থিতি যেন কারো জীবনে না ঘটে সেটাই আশা করি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন আপু। আসলে আদনান পারতো সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আকৃতিকে রক্ষা করতে। কিন্তু এই পরিস্থিতির মাঝেও আদনান আকৃতিকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আকৃতি পাশে পেয়েছিল তার বান্ধবীকে। আসলে আদনানের মত ছেলেদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। আকৃতি সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছে জেনে ভালো লাগলো। আসলে মানুষ ভুল করে যদি সেই ভুল বুঝতে পারে তাহলে সত্যিই ভালো হয়। গল্পের শেষটা পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

বর্তমান সমাজের একটা বাস্তব রূপ আপনি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন আপু। আর এরকম আদনানের মতো মানুষের কারণে হয়তোবা অনেক প্রাণ অকালে ঝরে যায়। কারণ অনেকেই এই পদক্ষেপে সুইসাইড হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করে নেয়। আদনান যদি আকৃতির পাশে থাকতো হয়তোবা আজকে গল্পের শেষটা সুন্দর হতো। যাই হোক আপু শেষ পর্বটা পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমি কালকের পর্ব পড়ে কিছুটা ধারনা করেছিলাম এমন কিছু একটা ঘটবে।আসলে ছোট ছোট ছেলে মেয়েরা ভুল করে ফেলে যার জন্য অনেক কঠিন পরিস্থিতিতে পরতে হয়।গল্পটা ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আমাদের সমাজে আদনানের মত হাজারো ছেলে আর আকৃতির মত হাজারো মেয়ে রয়েছে। এক আদনানের জন্য আমাদের সমাজের হাজারো আদনানের বদনাম হয়। আকৃতি সময় অনুযাীয় ঠিক কাজটিই করেছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65364.69
ETH 2650.49
USDT 1.00
SBD 2.86