কবিতা - ভালোবাসার বিদায় !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি !!

20220919_192338.jpg

দিন আছে বলেই রাত এত অন্ধকার, আবার রাত আছে বলেই দিন এত আলোকিত। ঠিক তেমনি সুখ আছে বলেই মানুষ এত দুঃখ পাই, আবার দুঃখ আছে বলেই সুখকে মানুষ এত উপলব্ধি করতে পারে। ভালোবাসার ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনি যেমন কিছু সময় ভালোবাসার পাহাড়ের চূড়ায় যাওয়া আবার কিছু সময় ভালোবাসার অভাবে নিজেকে সেই পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে শেষ করে দেয়ার ইচ্ছা। কিন্তু ঠিক সেই সময়টাতে আমরা এটা বুঝতে পারি না যে মানুষের জীবনটা ঠিক এমনি। এক সময় ভালো আরেক সময় খাবার। এটা শুধু ভালোবাসা না মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিষয়টা ঘটে।

এই পৃথিবীর সেই মানুষগুলো সত্যি অনেক বোকা ছিল যারা অফুরন্ত সুখের পর কষ্ট পেয়ে নিজের জীবনকে শেষ করে ভালোবাসার বিদায় জানিয়েছে। কিন্তু আসলেই কি এর পর সেই মানুষটা অনেক শান্তি পাই? সত্যি আমার জানা নেই। তবে আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। আমার ধারণা মতে ভালোবাসার বিদায় জানিয়ে সেই মানুষটা হয়তো পৃথিবী ছেড়ে চলে যাই কিন্তু ভালোবাসার স্মৃতি গুলো থেকে যাই আজীবন। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা সবসময়, সব জায়গায় , সব মুহূর্তে। আজকে সেই ভালোবাসার বিদায়কে কেন্দ্র করে দুঃখময় ভাষায় কবিতার কয়েকটি লাইন লেখার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন পড়া যাক...........

ভালোবাসার বিদায়

আজ পৃথিবী ছেড়ে
ইচ্ছে করছে চলে যেতে।
শরিরের প্রতিটি অংশের
শিরা গুলি রক্ত জমাট বেঁধে
আগুনের মতো জ্বলছে।

তবুও ভিতরের সেই ধুক ধুক করে
বাজতে থাকা হৃৎপিণ্ডটি.....
তোমাকে ভালোবাসে বলে
বারবার প্রতিধ্বনি করছে।

তুমি কি শুনতে পাও,
শুনতে পাও আমার একাকী কান্না?
আজ বয়ে চলেছে নিবিড় ধারায়
আমার চোখের জলের বন্যা.......

তুমি চুপ আজও চুপ!!
যখন থেমে যাবে হৃদপিণ্ডের ধুকধুক,
আমার মন জানে
তুমি পাবে তখন সুখ।

তবে তোমার হয়ে বলে যেতে চাই
কিছু কথা।
যা এতোদিন ছিল আমার বুকে গাঁথা।
ভালোবাসা কখনো হয়না পুরাতন,
যদি না করো তুমি তাকে অযতন।

আজ সেই অযত্নে অবহেলায়
ভালোবাসা দিয়েছে বিদায়,
তার শেষ সম্বল
তুমি সযত্নে রেখো এই অমূল্য রতন।

আজ বুক ফেটে ভেষে যাচ্ছে
লুনা পানির ঢেউ,
শেষ বেলায় মোর সঙ্গে নেই
আমি ছাড়া আর কেউ......!!

মুখে মিস্টি হাসি নিয়ে
বিদায় নিলাম আমি,
শেষ মুহুর্তে তোমার দেয়া
ভালবাসার দিন গুলো ছিল দামি।
বিদায় বেলায় বলে যেতে চাই
অনেক ভালো থেকো তুমি।

সমাপ্ত

image source

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

তবুও ভিতরের সেই ধুক ধুক করে
বাজতে থাকা হৃৎপিণ্ডটি.....
তোমাকে ভালোবাসে বলে
বারবার প্রতিধ্বনি করছে।

আপু আপনি খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। সেই সাথে আপনার মনের ভাবগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দিনরাতের সাথে তুলনা করলেও হয় না। উপরওয়ালার খেলা বোঝা বড় দায়, আর মানুষকে তিনি যথার্থ জ্ঞান দিয়েছেন নিজের বিবেক খরচ করে পথ চলার জন্য।

পৃথিবীটা রঙিন বলে স্বপ্ন দেখেছি
স্বপ্নগুলো হারিয়ে গেল অন্ধকারের মাঝে
হঠাৎ আবার রঙিন হলো ভালোবাসার সাজে
সেই ভালোবাসা আবার কেন মৃত্যুর দিকে ডাকে
যখন ভালোবেসেছি আমি দুজনেই তখন
বুঝিনি জীবনে ঝড় তুফানের প্রখর।

 2 years ago 

কবির মন এত বিরোহে আছে কেন জানা যাবে কি? ভালোবাসাকে আপন করে নিতে তো কবি সফল,, তাহলে মন খারাপের সুর কেন আজ হঠাৎ! অবশ্য লেখার সাথে এসবের কোন ভিত্তি নেই। আপনি অনেক ভালো লিখেন আপু। এই লেখাগুলো পড়লে হঠাৎ মনের কোণে চাপা একটা কষ্ট আবার যেন জেগে ওঠে। হয়তো এখানেই কবির সার্থকতা।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

আজ বুক ফেটে ভেষে যাচ্ছে
লুনা পানির ঢেউ

লুনা পানি যেমন কেউ খায় না ঠিক তেমনি ভালবাসার কারণে বুক ফেটে গেলে বাইরের লোকজন কেউ বুঝতে পারে না। সবাই একদিন ছেড়ে যাবে শুধু রয়ে যাবে নিজেই এটাই বাস্তব।
 2 years ago 

আসলেই আপু দিনরাত, সুখ-দুঃখ সব কিছুর তফাৎ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আর তার সাথে ভালবাসার তফাৎটাও খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। আসলেই ঠিক বলেছেন যখন কেউ ভালোবাসাকে বিদায় দিয়ে নিজের জীবনকে শেষ করে দেয় আসলেই কি তখন সেই সুখটা পাওয়া যায়। তারা আসলে বুঝতে পারে না। আপনি বিষয়টা খুব সুন্দর ভাবে লিখেছেন তার সাথে কবিতাটাও। বেশ ভালো লাগলো।

 2 years ago 

অসাধারণ লিখেছেন আপু আপনার ভালোবাসার বিদায় কবিতাটি। ভালোবাসার মানুষকে বিদায় জানানো যে কতটা যন্ত্রণার তা শুধু উপলব্ধি করতে পারবে যে জানাচ্ছে সেই। শত যন্ত্রণার মধ্যেও একজন প্রেমিক তার প্রেমিকার কাছে হাসিমুখে কথা বলে ভালো থাকার অভিনয় করে। যাই হোক অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই দিন আছে বলেই রাত এত অন্ধকার। দুঃখ আছে বিদায় সুখ এত মূল্যবান।যাই হোক কবিতাটা বেশ সুন্দর হয়েছে। প্রতিটি লাইনই খুব চমৎকার।

আজ বুক ফেটে ভেষে যাচ্ছে
লুনা পানির ঢেউ,
শেষ বেলায় মোর সঙ্গে নেই
আমি ছাড়া আর কেউ......!!

এই লাইনটা বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

সত্যি আপু সে মানুষগুলো বোকা ছিলো।যারা মন থেকে ভালোবাসে তারা সব সময় বোকা হয়। নিঃস্বার্থ ভাবে যারা ভালোবাসে বেশিরভাগই তারাই কষ্ট পেয়ে থাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66297.29
ETH 2682.98
USDT 1.00
SBD 2.87