অসময়ের বৃষ্টি-(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

IMG20230829094105.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে খুব দুঃখ জনক একটি পোস্ট আশা করি ভাল লাগবে চলুন শুরু করি আজ আমার পোস্ট টা।


বন্ধুরা চলছে আমন ধান লাগানোর ধুম কোথাও শেষ হয়েছে আবার কোথাও বা শুরু এর মাঝা মাঝি বৃষ্টি যেনো এসে গেছে শত্রু হিসাবে না বন্ধুরা আমি বৃষ্টিকে শত্রু বলছি না কিন্তু অসময়ে অধিক বৃষ্টি শত্রুর ন্যায় মনে হয়।নিচু জমিতে আমন ধান ভাল হয়ে থাকে তাই কৃষক নিচু জমিটাকে রাখেন আমন চাষ করার জন্য।ফলন বেশি হওয়ায় এই আমন মৌসুমেও বেশ যত্ন করে বিভিন্ন এলাকায় এই ধান লাগানো হয়।


IMG20230829094231.jpg

IMG20230829094201.jpg

IMG20230829094151.jpg

সেরুপ আমরাও আমাদের নিচু জমিতে আমন ধান লাগিয়েছিলাম কয়েকদিন আগে।কিন্তু দেশ ব্যাপি ঝুম বৃষ্টির ফলে বুঝতেই পারছেন নিচু এলাকা গুলোর কি অবস্থা হতে পারে হা ঠিক ভেবেছেন।লাগানো ধান গুলো একদম ডুবে যায়। দুই একদিন ধান ডুবে থাকলে তেমন সমস্যা দেখা যায়না।কিন্তু সপ্তাহ খানেক যদি পানির নিচে ধানের চারা ডুবে থাকে আলো বাতাস না পায় তাহলে সেই চারা মারা যেতে শুরু করে। আমার ধানি জমি টা একদম ডুবে গিয়েছিল।


IMG20230829094120.jpg

IMG20230829094110.jpg

আর সপ্তাহ খানিক পরে পানি কিছুটা কুমেছে মাঠে গিয়ে দেখলাম চারার গোছায় চারা নেই।কারন সব চারা মারা গিয়েছে আমাকে আবার নতুন করে লাগাতে হবে আগের মতো। বিষয় টা খুব খারাপ লাগলো আসলে যেকোনো জিনিস অতিরিক্ত ভাল নয়।তবুও মেনে নিতে হবে সৃষ্টি কর্তা যা করেন আমাদের ভালোর জন্য করে থাকেন।উপরে আমার ধানি জমির কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি।আশা করি আমার ব্লগ আপনাদের ভাল লাগবে। ভূল ত্রুটি ক্ষমা করবেন।ভাল থাকবেন সবাই।


পোস্টের বিবরণ

শ্রেনীরাইটিং পোস্ট" অ-সময়ের বৃষ্টি "
ক্যামেরাঅপু এ ৫এস
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আমন ধানের জন্য বৃষ্টি সত্যিই ক্ষতিকারক। কেননা আমন ধানগুলো নিচু জমিতে লাগানো হয়। আর বৃষ্টি হলে এই জমি গুলো ডুবে যায় সাথে ধান। এতে কৃষকের প্রচুর ক্ষতি হয়। অসময়ে বৃষ্টি প্রতিটা ফসলের জন্য ক্ষতিকর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রকৃতি যেন আর আগের মত নেই। সেই সময় আমরা ছোটকালে পড়েছি বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশ দুই ঋতু। যখন বৃষ্টি হওয়ার কথা তখন না হয়ে অসময়ে বৃষ্টি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। সবকিছু যেন অগোছালো একটা ভাব। সঠিক সময় বৃষ্টি হলে মানুষ তাদের কাজকর্ম করতে পারে এবং কৃষি কর্ম গুলো তারা ভালোভাবে সম্পাদন করতে পারে।

Posted using SteemPro Mobile

 last year 

বৃষ্টি কোথাও আশির্বাদ হয়ে আসে তো কোথাও অভিসাপ হয়ে। কৃষকদের জন্য সত্যি এটা অত্যন্ত কষ্টের। আপনাদের এমন হয়েছে জেনে খুবই খারাপ লাগলো। হতাশ হবেন না। আশা করি সব ঠিক হয়ে যাবে।

 last year 

ঠিকই বলেছেন আপনি, কোন জিনিস অতিরিক্ত ভালো নয়।তবে আল্লাহ যেটাই করেন সেটাই আমাদের জন্য উত্তম। বৃষ্টির কারণে আপনার ধানের চারা গুলো মরে গেছে জেনে খুবই খারাপ লাগলো। দোয়া করি, আপনার ধানি জমিতে যেন খুব তাড়াতাড়ি আবারো খুব ভালো ফসল জন্মে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90