লেভেল ০৩থেকে আমার অর্জন - By @anisshamim||30.05.2022|| ১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালবাসায় ভাল আছি।আমি আজকে আপনাদের মাঝে লেভেল-৩ এর লিখিত পরিক্ষা দিবো। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার দাদা এবং মডারেটর ও সমস্ত সদস্যদের প্রতি। আমি অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাচ্ছি “আমার বাংলা ব্লগ” লেভেল-৩ এর সম্মানিত প্রফেসারদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা @abb-school থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি।
PXL_20220531_031655406.MP.jpg

০১. প্রশ্ন: মার্কডাউন কি?

উত্তর: নিজের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে এবং লেখাকে দৃষ্টি নন্দন করতে চাইলে আমাকে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করতে হবে,যাদেরকে আমরা মার্কডাউন বলে থাকি। তাহলে মার্কডাউন হলো আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যট।

০২. প্রশ্ন মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:- আমাদের লেখাগুলোকে পাঠকের নিকট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা পাঠকের মন জয় করার জন্য, লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করার জন্য, নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড এবং ইটালিক করার জন্য, প্রয়োজনে লেখার হেডিংটা একটু বড় সাইজের করার জন্য, লেখার মাঝে ফটোযুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে কিংবা বামে নিতে চাইলে, মার্কডাউন সবচেয়ে কার্যকর পদ্ধতি। সুতরাং মার্কডাউন ব্যবহারের মাধ্যমে আমরা নিজের লেখাগুলোকে আরো বেশী আকর্ষনীয় ও দৃষ্টি নন্দন করে উপস্থাপন করতে পারবো। ব্লগিং কিংবা কনটেন্ট এর জন্য মার্কডাউন খুবই উপকারি এবং গুরুত্বপূর্ণ টেক্সট ফরম্যট।

০৩. প্রশ্ন পোস্টের মধ্যে মার্কডাউনের কোড এর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে অদৃশ্য করে দেখানো যায়।

উত্তর: পোস্টের মধ্যে আমরা মার্কডাউনের কোড ব্যবহার না করেও প্রথমে পোস্টের সামনে চারটি স্পেস ও পোস্টের লেখার সামনে ও লেখার পিছনে (') অ্যাপোসট্রপি চিহ্ন ব্যবহার করে অদৃশ্য করা যায়।

০৪. প্রশ্ন:নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
উত্তর:টেবিল তৈরী করার মার্কডাউন কোডগুলো হলো..
।User। Posts। Steem Power ।
।---।---।---।
। User-1।10।500।
। User- 2।20। 9000।

UserPostsSteem Power
User-110500
User-2209000

০৫.প্রশ্ন সোর্স উল্লেখ করার নিয়ম?
উত্তর সোর্স উল্লেখ করতে হলে আমাদের যে কোড ব্যবহার করতে হবে তা হলোঃ-Source

০৬. প্রশ্ন বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

Header-01

Header-02

Header-03

Header-04

Header-05
Header-06

উত্তর:#Header-01
##Header-02
###Header-03
####Header-04
#####Header-05
######Header-06

০৭. প্রশ্ন:টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
উত্তর:মার্কডাউন কোডটি হলো..
< div class=" text- justify "> এবং শেষে
</ div>
তবে দুইটি প্যারাগ্রাফের মাঝে অবশ্যই ‘< br>’ লিখতে হবে, না হলে প্যারাগ্রাফগুলো একত্রে মিলে যাবে, মাঝের ফাঁকাটুকু থাকবে না।

০৮.প্রশ্ন কনটেন্টের কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত...?

উত্তর: কনটেন্টের বিষয় হলো তিনপ্রকার যেমন। অডিও, ভিডিও এবং টেক্সট।তবে বিশেষ করে কনটেন্ট এর টপিক্স নির্বাচনের টেক্সট টপিক্স এর উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং টপিকস সম্পর্কে জ্ঞান,অভিজ্ঞতা ও সৃজনশীলতা থাকতে হবে।

০৯. প্রশ্ন কোন টপিক্স এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর বেশি জ্ঞান থাকা জরুরি কেন...?

উত্তর: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা প্রয়োজন।কারণ আমরা যদি কোন পোস্ট লিখি এবং সেই পোস্টকে মানসম্মত করার জন্য বা সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে অবশ্যই আমাদের টপিকস এর উপর যথেষ্ট যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা প্রয়োজন।আর বিশেষ করে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান না থাকলে সেই পোস্টটি মানসম্মত পোস্ট হিসাবে গন্য করা হবে না। তাই আমাদের পোস্ট গুলোকে সুন্দর ও মানসম্মত করতে গেলে টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি।

১০. প্রশ্ন ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

উত্তর: যেহেতু কিউরেটরদের স্টিম পাওয়ার দেওয়া হয়,তাই আমি $7 ভোট দিলে সেক্ষেত্রে $7 এর 50%অথ্যাৎ $3.5 সম মূল্যের স্টিম পাওয়ার পাবো।

১১. প্রশ্ন সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উওর: প্রথমে ৫ মিনিট পর থেকে এবং ৬ দিন ১২ ঘন্টা আগে ভোট দিতে হবে। কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দিতে হবে। যে পোষ্টে বড় ভোট পড়ে, এমন পোষ্টে ভোট দিতে হবে।বড় ভোট পরার আগে।

১২. প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তর: অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। যদি আমি স্টিম পাওয়ার এর নির্দিষ্ট একটা অংশ @Heroism কে ডেলিগেশন করি আর বড় কোন ভোটের পূর্বে যদি হিরোইজম এর ভোট দেয়া হয় তাহলে আমি কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশন এর কারনে একটু বেশী সুবিধা পাবো।

ধন্যবাদ
@alsarzilsiam ভাইয়া

Sort:  
 2 years ago 

প্রশ্ন:নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

এখানে কোডিং গুলো উল্লেখ করতে হবে।

প্রশ্ন বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

এটি সঠিক হয় নি, ঠিক করে নিন, অবস্বই কোডিং গুলো দৃশ্যমান করতে হবে।

প্রশ্ন:টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

এটি উপস্থাপন এই করেন নি, আপনার কোড দেখা যাচ্ছে না।

আপনার সমস্যা একটাই, কোডং গুলো দৃশ্যমান করতে পারছেন না। অনুগ্রহ পূর্বক ঠিক করে আমাকে নক দিবেন।

 2 years ago 

ভাইয়া এডিট করে ঠিক করেছি কিন্তু জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখছি, সো করছে না

 2 years ago 

কোডিং এর আগে ৪টা স্পেস দিবেন। তাহলে শো করবে।
লেখার হেডিং ও ঠিক হয় নি,

এখানে # দিয়ে একটা স্পেস দিবেন।।

যেমন,

# ABB

আউট পুট

ABB

 2 years ago 

ভাইয়া এখন ঠিক করেছি। একটু দেখবেন। plz

 2 years ago 

আপনি লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। এই ক্লাসগুলো সবসময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমনকি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ‌ এর মাধ্যমে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। এভাবে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল ‌

 2 years ago 

ধন্যবাদ আপু। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিটা ধাপে ভালো করে জ্ঞান অর্জন করতে পারি। সুন্দর ও সৃজনশীলতার সহিত কনটেন্ট লিখতে পারি এবং 'আমার বাংলা ব্লগ' এ সবসময় একটিভ সদস্য হিসেবে আপনাদের পাশে থাকতে পারি

 2 years ago 

লেভেল ৩ এর বিষয় গুলো খুব ভালো ভাবেই বুঝেছেন আপনি। আশা করি এই লেভেল অতিক্রম করে যাবেন। ভবিষ্যতের লেভেল গুলোর জন্য শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আমার জন্য দোয়া করবেন যাতে পরিপূর্ণ জ্ঞান ও নিয়ম কানুন মেনে ভালো কনটেন্ট লিখতে পারি।

 2 years ago 

আপনি সুন্দরভাবেই সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, বিষয়গুলো সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন এটাই সব থেকে বড় অর্জন, তবে যেহেতু এটি মার্কডাউন এর উপর অর্জন পোস্ট ছিলো, আপনি চাইলে আপনার পোস্ট কে আরও সুন্দরভাবে আকর্ষণীয় করতে পারেন। আশা করি সব গুলো মার্কডাউন এর ব্যবহার যথাযথ ভাবে করে থাকবেন তাহলে আপনার পোস্ট গুলো আরো সুন্দর হবে, আপনার জন্য শুভকামনা রইল আশা করি খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে একজন ভেরিফাইড ব্লগার হয় আসবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের উৎসাহ ও উদ্দিপনায় আমাকে সামনে চলার অনুপ্রেরণা যোগাবে।

 2 years ago 

লেভেল 3 তে যে বিষয়গুলো শেখানো হয় সেগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা আসলে খুবই ভালো দিক। আর আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন। খুব সুন্দর করে আপনার পোষ্ট আপনি উপস্থাপন করেছেন খুবই ভালো লাগছে। শুভকামনা রইলো আপনার পরবর্তী লেভেলের জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করেছেন আপনি। ভালো ছিল আপনার উপস্থাপনা। আশা করছি খুব শীঘ্রই ভেরিফাইএবার হয়ে যাবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সামনের দিনগুলোতে যাতে আমাদের সাথে মিলে মিশে চলতে, আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

ভাই আপনি প্রশ্নগুলোর মোটামুটি ভাল উত্তর দিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল। আশাকরি খুব শিগ্রি আপনি সবগুলো ক্লাস সম্পন্ন করতে পারবেন আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাদের উৎসাহ ও উদ্দীপনায় আমাকে সামনে এগিয়ে চলার পথকে সহজ করবে।আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59159.44
ETH 2522.84
USDT 1.00
SBD 2.47