।। মেয়েকে নিয়ে পূজার মার্কেটে কিছুক্ষণ ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৪ই আশ্বিন ১৪২৯ বাং।
১লা অক্টোবর/২০২২ইং।
রোজঃ শনিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে মেয়েকে নিয়ে পুজোর মার্কেটে কিছুক্ষণ এর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।*

IMG_20220929_185125255~2.jpg

আজকে সকাল থেকেই সারা বিশ্বের হিন্দু ধর্মাবলিদের সবচেয়ে বড় উৎসব "শারদীয় দুর্গোৎসব" শুরু হয়েছে। ষষ্ঠীর ঘর স্থাপনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়েছে। আগামী বুধবার বিজয়া দশমী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে।

IMG_20220929_191207599~2.jpg

যাইহোক যা বলছিলাম আরকি, এবারে দুর্গাপূজা উপলক্ষে আমি নিজে তেমন পরিবারের জন্য কেনাকাটা করিনি। শুধু বোন ভাগ্নিদের জন্য পূজার মার্কেট উপলক্ষে সাধ্যমত কেনাকাটার জন্য বিকাশের মাধ্যমে কিছু অর্থ পাঠিয়েছিলাম। আমাদের গ্রামে প্রতিবছর দশয়ারি ভাবে শারদীয় দুর্গোৎসব হয়ে থাকে। এতে অবশ্য আমাদের পরিবার থেকেই মোটামুটি আর্থিক পার্টিসিপেট থাকে। কিন্তু এবারের আয়োজন তো একই বাড়ি ভিন্ন রকমের।

IMG_20220929_185035340~2.jpg

এবারে পুরো পূজার খরচ আমাদেরকেই বহন করতে হচ্ছে। এর কারণ আমার ছোট ভাইয়ের একটা মানুষ ছিল। সেই মানব সম্পূর্ণ হওয়ায় এই পূজা উৎসবের সমস্ত আর্থিক দায়ভার ছোট ভাইটি নিয়েছে। ছোট ভাই ও ছোট ভাইয়ের ওয়াইফ ফ দুজনেই ঢাকায় চাকরি করে। ও পুজোর আগেই আমাদের পরিবারের সকলের জন্য পোশাক আশাক থেকে শুরু করে পরিবারের নিচে প্রয়োজনীয় খরচের ও ন্যাটা চুকিয়ে দিয়েছে।

IMG_20220929_190832997~2.jpg

যার কারনে পূজার মার্কেটের জন্য তেমন কিছু খরচা করতে হয়নি আমাকে। ছোট ভাই ও ছোট ভাইয়ের ওয়াইফ ঢাকা থেকে বারংবার ফোনে নিষেধ করেছে বারবার। আজ হতে আজ হতে সপ্তাহখানেক আগেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকলের কেনাকাটা পাঠিয়ে দিয়েছেন। যা দিয়েছেন তাই হিউজ পরিমাণ। কোন কিছুর কমতি রাখেননি। কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আমার একমাত্র মেয়ে "তৃষ্ণা রানী রায় তমা'র"দাবি আমার নিকট একটি জামা নিবেন।

IMG_20220929_190819543~2.jpg

যাইহোক হাজার হলেও আমার মা তো, গত পরশুদিন প্রস্তাব রাখা মাত্রই সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম আমাদের বাজারেই পুজোর মার্কেট করার জন্য। আমাদের বাজারে সবচেয়ে ভালো কাপড়ের মার্কেট তার নাম হচ্ছে তুষার বস্ত্রালয়।"মার্কেটটি দোতলা মার্কেট, প্রথম তলায় তন্ন তন্ন করে মেয়ের পছন্দের জামা খুঁজলাম। কিন্তু মেয়ের পছন্দ হয়েছে না, পরিশেষে দোতলা মার্কেটে উঠলাম, সেখানে মেয়ের পছন্দ মত একটি জামা নিয়ে নিলাম।

IMG_20220929_190621264~2.jpg

মেয়ের যখন জামা কেনা হয়ে গেল, তখন ভাবলাম যে মেয়ের মার জন্য অন্তত একটা শাড়ি নিয়ে নেই। যাইহোক শারদীয় উৎসব উপলক্ষে আমার পক্ষ থেকে সহধর্মীরিকে কিছুই দিব না তা কি হয় ? অনেক খোঁজাখুঁজি করে মেয়ে সহ সহধর্মিনীর জন্য একটি শাড়ি ও কিনে ফেললাম। আমাদের বাড়ির একটা বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে আমরা পুরুষ মানুষ বাড়ির মেয়ে মানুষের জন্য যা নিয়ে যাব তাই নিয়ে নিবে। অবশ্য সেটি আবার পছন্দসই হতে হবে।

IMG_20220930_214019708~3.jpg

পরে আবার মেয়ের ঝোঁক বাবা মার জন্য কিনলে তুমিও একটা শার্ট নিয়ে নাও। এই কথা শুনে দোকানদার ও পাম দিতে লাগলো। অর্থাৎ "একেতো নাচনি বুড়ি তার উপর ঢাকের বাড়ি।"পরিশেষে মেয়ের আবদার এই আমার জন্য একটি শার্ট নিয়ে ফেললাম। দোকান মালিক কে বিল পরিশোধ করে দিয়ে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফেরার পর সহধর্মিনী কে শাড়ি কেনার কথা বলতে মহা খুশি।

IMG_20220930_215717439~2.jpg

এই তুষার বস্ত্রালয় জিরো থেকে হিরো হয়েছে। আমাদের এই বাজারেই টিনের দিয়ে লুঙ্গি গেঞ্জি বিক্রি করেছিল। আজকে কোটিপতি বলা চলে। এই বাজারেই নিজস্ব কয়েকটি মার্কেট তাদের এখন। তিন মার্কেটে তিনটি নিজস্ব বড় বড় কাপড়ের দোকান। যাই হোক এগুলো তার সততা ও পরিশ্রমের ফল।

IMG_20220929_190924545~2.jpg
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif
বন্ধুরা, এই ছিল আজকে আমার মেয়েকে নিয়ে পুজোর মার্কেটে কিছুক্ষণ এর কিছু কথা। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শুভ রাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

জীবনে উৎসব মানেই কেনাকাটা। তেমনি আপনাদের পুজোর উৎসব উপলক্ষে সবাই অনেক কেনাকাটা করতেছে। আর আপনার মেয়েকে পূজায় কেনাকাটা করার সময়টুকু ভালো লাগলো। মেয়ের সাথে কাটানো সুন্দর সময়ের পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার ও আপনার মেয়ের জন্য শুভকামনা রইল

 2 years ago 

জি ভাই, ধর্মীয় যে কোন উৎসব মানেই নতুন জামা কাপড় কেনাকাটা করা। আমাদের হিন্দুদের বারোমাসে তের পূজা। প্রায় লেগেই থাকে। আপনার জন্য শারদীয় শুভেচ্ছা রইল।

 2 years ago 

দাদা দেখছি একটু একটু করে সবার জন্যই কিনেছেন। আসলে উৎসবের এই দিন গুলোতে নতুন জামা কাপড় পেলে বাচ্চাদের মুখে আনন্দের আর সীমা থাকে না । আমার তো এবার হসপিটালে থেকেই পূজা শেষ হবে। যাই হোক, বাড়ির সকলকে নিয়ে মায়ের পুজোতে মন ভরে আনন্দ করবেন এমন টাই আশা করি 🙏

 2 years ago 

প্রথমেই শারদীয় শুভেচ্ছা রইল। সেই সাথে দুর্ঘটনাশিনী মায়ের নিকট প্রার্থনা করি আপনি অতি দ্রুত আরোগ্য লাভ করে যেন মায়ের চরণে অঞ্জলি গ্রহণ করতে পারেন। আপনার জন্য সর্বাঙ্গীণ শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আপনাদের নিজের আর্থিক খরচে পুজো হচ্ছে শুনে ভাল লাগলো। আপনার ছোট ভাই অনেক বড় দায়িত্ব নিয়েছেন। উনি আপনাদেরকে অনেক পছন্দ করে তাই কুরিয়ারে করেই আপনাদের জন্য কেনাকাটা করা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। যে যাই দিক নিজের পরিবারের লোকজন আশা করেই থাকে যে ঘরের কর্তা কিছু একটা দিবে বিশেষ অনুষ্ঠানগুলোতে। আপনার মেয়েও তাই করেছে। আপনার কেনা জামাগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

শারদীয় শুভেচ্ছা রইল । আমাদের পরিবারটা বর্তমানে একান্ন পরিবার। যাইহোক সকলকে একত্র রাখার চেষ্টা করছি মাত্র। বাকি জীবনটা এভাবেই কাটাতে পারলে পরম শান্তি। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65637.68
ETH 2661.86
USDT 1.00
SBD 2.81