।। সেভেন স্টার পার্ক ভ্রমণ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১১ই শ্রাবণ /১৪২৯ বঙ্গাব্দ।
২৬ই জুলাই/২০২২ইং।
রোজঃ-রবিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে একরকম আছি। আজ আমি আপনাদের সামনে গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার, সোনারা ইউনিয়নের "সেভেন স্টার পার্ক ভ্রমণ" কাহিনী নিয়ে হাজির হয়েছি। আশা রাখি সকলকে ভাল লাগবে।

।। সেভেন স্টার পার্ক ভ্রমণ।।

প্রায় সপ্তাহ দুয়েক আগে গিয়েছিলাম সুন্দরগঞ্জে একটি বিয়ের নিমন্ত্রণে অংশগ্রহণ করার জন্য। আমার সঙ্গে মোটরসাইকেল ড্রাইভ করার জন্য ছিলেন আমার ছোট শ্যালক জীবন চন্দ্র বর্মন।

।। চিত্র-০১।।

IMG_20220711_180843530~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg নিমন্ত্রণে অংশগ্রহণের পর জানতে পারলাম সুন্দরগঞ্জ থেকে মাত্র ২কিলোমিটার দূরেই রয়েছে সেভেন স্টার পার্ক। আমি এবার চিত্ত বিনোদনের কোন স্থান অথবা পার্ক ভ্রমণে খুবই আনন্দ পাই। ঘড়িতে তখন বেলা দুইটা বাজে। জীবনকে বললাম যেহেতু সময় রয়েছে চল একটু ঘুরে আসি। যেই কথা সেই কাজ, মোটর বাইক নিয়ে রওনা দিলাম দুজনে।

।। চিত্র-০২।।

Screenshot_20220726-182332~2.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সুন্দরগঞ্জ থেকে সেভেন স্টার পার্কে পৌঁছেতে আমাদের সময় লাগলো প্রায় ১০ মিনিট। পার্কে পৌঁছে দেখতে পেলাম একদম নিরিবিলি ফাঁকা জায়গায় ,কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠেছে সেভেন স্টার পার্ক।

।। চিত্র-০৩।।

Screenshot_20220726-212228~2.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg পার্কের ভিতর প্রবেশ করতে হলে টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। দুজনে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি বিশাল এলাকা জুড়ে এই পার্কটি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় ৬০ একরেরও বেশি জমি রয়েছে এই পার্কে।

।। চিত্র-০৪।।

Screenshot_20220726-181840~2.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ৩০-৩৫ একর জমির একটি পুকুর রয়েছে পার্কের মাঝখানে। পুকুরে চতুর্দিকের পাহাড় দিয়ে বিভিন্ন ফলস গাছ লাগানো রয়েছে। পুকুরের পাড় গুলো প্রায় ১২ ফুট পর্যন্ত চওড়া হবে। পুকুরের চতুর দিকের পাড়ে মাঝে মাঝে দর্শনার্থীদের বসে থাকার জন্য সান বাঁধানো ছাতিঘর তৈরি করে দেওয়া হয়েছে।

।। চিত্র-০৫।।

Screenshot_20220726-181552~3.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg খোলাহলমুক্ত পরিবেশ, মুক্ত হওয়া বইছে হু হু করে। বেলা প্রায় ডুবুডুবু অবস্থা তারপরেও অসংখ্য দর্শন থেকে ঘুরতে দেখা যাচ্ছে। পরিবার পরিজনদের নিয়ে সময় কাটানোর একটি মনোরম পরিবেশ এখানে বিরাজ করছে।

।। চিত্র-০৬।।

Screenshot_20220726-181213~3.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এই সেভেন স্টার পার্কটিতে ছোট ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু রাইটড রয়েছে। বিশাল পুকুরে ঘোরাঘুরি করার জন্য রয়েছে স্পিডবোট, রয়েছে পা চালিত হংস ইত্যাদি। পার্কের ভিতরে কেউ বসে আড্ডা মারছে, কেউবা ফটো সেশন করছে, কেউবা স্পিড বোর্ডে চড়ে ঘুরছে।

।। চিত্র-০৭।।

IMG_20220711_180436971~2.jpgআমার ছোট শ্যালক জীবনচন্দ্র বর্মন সহ একটি সেলফি।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সব মিলিয়ে একটি মনোরম পরিবেশ আমাদেরকেও বেশ ভালই লাগছে। আমিও মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি করছি আবার কখনো কিছু কিছু দৃশ্য ভিডিও ধারণ করছি। পার্কের ভিতরে বেশ কিছু খাবারের দোকানে রয়েছে।

।। চিত্র-০৮।।

IMG_20220711_180315188~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমরা দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পর একটি খাবারের দোকানে বসে হালকা নাস্তা করে নিলাম। আমি কিছুটা অবাক হলাম, একেবারে পল্লী এলাকায় ভোরে উঠেছে এই পার্কটি। পল্লী এলাকায় হিসেবে দর্শনার্থীদেরও কোন কমতি নেই।

।। চিত্র-০৯।।

IMG_20220711_180302752~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সপরিবারে সময় কাটানোর জন্য গ্রাম্য এলাকায় এটি একটি আদর্শ পার্ক বলে আমি মনে করি। গত তিন বছর হল এই পার্কটি নির্মাণ কাজ শুরু করেছে। এখন পর্যন্ত পার্কের এক চতুতাংশ কাজেই সম্পূর্ণ করতে পারেনি কর্তৃপক্ষ।

।। চিত্র-১০।।

IMG_20220711_175928992~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা জানান-আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই পার্কের মোটামুটি কার্যক্রম সম্পাদন হবে।

।। চিত্র-১১।।

IMG_20220711_175903697~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যুগের সঙ্গে তাল মিলিয়ে এই পার্কে আকর্ষণীয় আরো কিছু নতুন নতুন রাইটড ও বিনোদন কেন্দ্রিক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করার ইচ্ছে রয়েছে কর্তৃপক্ষের।

।। চিত্র-১২।।

Screenshot_20220726-182332~2.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg স্বল্প পরিসরে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে খুবই ভালো লাগলো এই পার্কটি। আগামীতে যদি কখনো সময় হয় তাহলে পরিবারের সদস্যদের নিয়ে একবার ঘুরে যাব। বন্ধুরা সুন্দরগঞ্জ এলাকায় যদি কখনো আপনারা আসেন তাহলে আমার অনুরোধ থাকবে পার্টি ঘুরে যাওয়ার জন্য। অনেক ভালো লাগবে আপনাদেরও।

।। চিত্র-১৩।।

Screenshot_20220726-181934~2.png ছবিটি ভিডিও থেকে স্ক্রিনশট
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বন্ধুরা, এই ছিল আজকে আমার "সেভেন স্টার পার্ক ভ্রমণ কাহিনী" আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo Locationsonara sundarganj gaibandha.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে পার্কে ভ্রমণের চিত্র আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। দেখেই মনে হচ্ছে পার্কটি ভীষণ সুন্দর। অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলেই অনেক সুন্দর। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গাইবান্ধা জেলার মাঝে সব চেয়ে পরিচিত উপজেলা সুন্দরগঞ্জ । না সেখানে কখনো যাওয়ার সুযোগ হয়নি কিন্তু গল্পে গল্পে পরিচিত হয়ে গেছে স্থানটি ।
পার্ক মানেই মনোরম পরিবেশ । সাথে এখন একটু দর্শনার্থীদের চাপ ও থাকে কম । তাই অনেকটা কোলাহল মুক্তই থাকে । আপনি সুন্দর ভাবে আজকের সুযোগটি কাজে লাগিয়েছেন শুনে ভাল লাগলো । আর সেই সাথে চিত্রের মাধ্যমে অনেকটা দেখা হয়ে গেল "সেভেন স্টার পার্ক" ।

 2 years ago 

চমৎকার একটি মনোরম পরিবেশ। সত্যিই খুবই ভালো লেগেছে আমাকে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পার্কের নাম যেমন সুন্দর পার্কটিও বেশ চমৎকার, মাঝে মাঝে এরকম ঘুরতে বের হলে ভালোই লাগে, খুবই ভালো লাগলো আপনি ঘুরতে বের হয়েছেন এবং এত চমৎকার একটি পার্ক আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন।

 2 years ago 

ঘুরতে আমাকে খুবই ভালো লাগে। সুযোগ পেলে তা কখনো হাতছাড়া করি না। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই কোলাহলমুক্ত এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে সেভেন স্টার পার্ক তা আপনার পোস্ট দেখেই বেশ বুঝতে পারছি। এরকম পরিবেশে ভ্রমণ করতে সত্যিই ভালো লাগে। এত সুন্দর সেভেন স্টার পার্কে ঘুরে বেড়াতে পেরে আপনারও নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে। আর সেই ভালোলাগার মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই, আসলে চমৎকার লেগেছে আমাকে নিকট। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সেভেন স্টার পার্কে ভ্রমণ দেখে মনে হচ্ছে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখছি। খুব সুন্দর ভাবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর কাটানো মুহূর্ত শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে সেভেন স্টার পার্ক ভ্রমণ করতে গিয়ে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। সুন্দর এই মুহূর্ত আপনি আমাদের মাঝে চমৎকারভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফিও দেখতে পারলাম ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে সেভেন স্টার পার্কের কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন ‌। আপনার পার্কে ফটোগ্রাফি দেখে আমার ও বাইরে যেতে ইচ্ছে করছে। পার্কে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

দর্শনীয় স্থানে ঘুরলে মন অনেক ভালো থাকে। তাই মাঝে মাঝে সুযোগ পেলে চেষ্টা করি ঘুরতে। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পার্কের নামের সাথে পার্কের অনেক মিল আছে। নামটিও যেমন সুন্দর পার্কটিও তেমন সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59329.11
ETH 2528.70
USDT 1.00
SBD 2.47