।। শারদীয়া কনটেস্ট-১৪২৯, "শুভ অষ্টমী পূজা" ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৬ই আশ্বিন ১৪২৯ বাং।
৩রা অক্টোবর/২০২২ইং।
রোজঃ সোমবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত "শারদীয়া কনটেস্ট ১৪২৯ এর বিষয়বস্তু "শুভ অষ্টমী" এর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত কাল অনুষ্ঠিত হয়ে গেছে শুভ সপ্তমী পূজা। "মহামায়া, দুর্গতিনাশিনী ও জগত জননী, মা দেবী দুর্গার সংকল্প ও আরাধনা শুরু হয়েছে হিন্দুধর্মবলীদের মাঝে।

প্রতি বছর পুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীতে বিভিন্ন স্থানে গিয়ে মা দুর্গার প্রতিমা দর্শন করা হয়। কিন্তু এবার এটা সম্ভব হবে না কারণ এবারে বাড়িতেই মা দুর্গার পূজা করা হচ্ছে। সে কারণেই বাহিরে যাওয়া সম্ভব হবে না। তাই বাড়িতেই মা দুর্গা দেবী পুজোর বিভিন্ন আনিষ্টিকতা নিয়েই শারদীয় কনটেস্ট-১৪২৯ এ অংশগ্রহণ করলাম।

IMG_20221003_112604669~2.jpg (নিজ বাড়ির মন্দিরে শুভ অষ্টমী পুজোর দৃশ্য।)

।। আজ শুভ অষ্টমী।।

দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে বছর বছর ধরে চলে আসে মা দুর্গা এই ধরাধামে। গত পরশু থেকে আমাদের স্থানীয় মন্দিরে ঢাকঢোল আর কাঁসার বাদ্যোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয়া উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
এবারে আমাদের পীরগঞ্জ উপজেলায় সর্বমোট ৯৮ টি মন্দিরে মা দুর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আমাদের গ্রামেই তিনটি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মন্দিরে প্রস্তুত করা হয়েছে-মা দুর্গা দেবী সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ ঠাকুরের প্রতিমা। রংবেরঙের আলোকসজ্জা আর নানা রঙের ডিজাইনের কাঠামো দিয়ে সাজানো হয়েছে পুরো পূজাঙ্গন। দর্শনা রাত্রি নারী পুরুষের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
এবারে পঞ্জিকা মতে দেবী দুর্গা ধরাধামে এসেছেন-ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে কৈলাস গমন তার দোলায় চড়ে। ধর্মীয় শাস্ত্র বিশেষজ্ঞদের মতে মা দুর্গা দেবীর আগমন বার্তা মোটেই শুভ কর নয়। অর্থাৎ ভরায় আগমনের অর্থ ছত্রভঙ্গ। আর দোলায় গমনের অর্থ মড়ক কিংবা মহামারী।

IMG_20221003_130039708~2.jpg (আমাদের নিজ মন্দিরে মা দুর্গার প্রতিমা দর্শনে আসার জন্য বহিয়া ভাগে গেট নির্মাণ করা হয়েছে ।)

IMG_20221003_112020276~2.jpg (সকাল থেকে মা দুর্গা মন্দিরে অষ্টমী পূজো উপলক্ষে ধীরে ধীরে ভক্তবৃন্দের সমাগম ঘটছে। সকাল সাতটা থেকে পূজারীকে সাহায্য করার জন্য গ্রামের ভলেন্টিয়ার ও আমরা নিজেই সাহায্য সহযোগিতা করে আসছি।)

IMG_20221003_111740199~2.jpg (বিকেলে মন্দিরে সন্ধিপূজা (কুমারী পূজা) করার দৃশ্য এটি।)

IMG_20221003_112354160~2.jpg (কুমারী পূজা শেষে মন্দিরের দৃশ্য এটি।)

IMG_20221003_112415003~2.jpg (সকালে অষ্টমী পূজার শেষে অঞ্জলি দিতে আশা ভক্তদের একাংশ।)

IMG_20221003_112424212~2.jpg (মা দুর্গার পাশে গণেশ ও লক্ষ্মী দেবীর প্রতিমা।)

IMG_20221003_111004807~2.jpg (সকালে অষ্টমী পূজা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে চর্নামিত বিতরণের দৃশ্য এটি। সন্ধ্যায় সন্ধ্যা ভোগ প্রদানের পর নিয়মিত ভক্তবৃন্দের আরতি অনুষ্ঠিত হবে।)

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার নিজ বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপূজার মাধ্যমে শারদীয় কনটেস্ট-১৪২৯, "শুভ অষ্টমী পুজোর বিবরণ। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামীকাল* শুভ নবমী পুজো নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনায় শুভ সন্ধ্যা।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

[Writing location](https://w3w.co/roundtrip.chivalrous.snorer

Sort:  
 2 years ago 

দাদা আপনাদের মন্দির টি অনেক সুন্দর।আর মায়ের সুন্দর প্রতিমা দেখে মন ভরে গেল একদম।মন্দিরের সাজসজ্জা ও অনেক সুন্দর হয়েছে।অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি দাদা মায়ের মন্দির একটু হলেও সাধ্যের উপরে সুন্দর রাখার চেষ্টা করছি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য আবারও শারদীয় শুভেচ্ছা রইল।

 2 years ago 

দাদা আপনাদের মন্দির গেইট সাজানো অনেক সুন্দর হয়েছে। আমার সেই সাথে জানা হল দূগাপুজা অষ্টমী দিন কি কি হয়। মন্দিরে ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। শারদীয় কনটেস্ট জন্য রইল শুভকামনা।

 2 years ago 

সবই ঈশ্বরের কৃপা। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

দাদা আপনাকেও জানাই শারদীয় শুভেচ্ছা ও স্বাগতম।আশাকরি অনেক অনেক ভাল যাচ্ছে সময়।আপনাদের বাড়িতে অনুষ্টান জেনে তো আমার নিজের অনেক খুশি লাগতেছে।সবাই মিলে পূজার আনন্দ উপভোগ করুন।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার জন্য রইল শারদীয় শুভেচ্ছা। জি আপু কৃপা ও আপনাদের সকলের আশীর্বাদে এবারে মায়ের পুজো করতে পেরেছি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজায় অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। পূজার মুহূর্তগুলো অনেক দুর্দান্তভাবে কাটিয়েছেন আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। শারদীয় কন্টেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার জন্য শারদীয় শুভেচ্ছা রইল ভাই। এবারে বাড়িতে পুজো থাকায় বাহিরে বেশি ঘুরতে পারিনি ভাই। তাই বাড়িতে থেকেই নিজ পুজো বাড়ির ফটোগ্রাফি উপস্থাপন করেছি। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66297.29
ETH 2682.98
USDT 1.00
SBD 2.87