লেভেল ৩ হতে আমার অর্জন - By @alaminridoy|| 10% বেনিফিট for shy-fox and 5% বেনিফিট for abb-school.

আসসালামু আলাইকুম

আজ মঙ্গলবার, ২৯ই শে মার্চ ২০২২

সবাই কেমন আছেন আশা করি ভালো ও সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো বেশি ভালো লাগছে যে আমি এবিবি স্কুল লেভেল-১ এবং লেভেল ২ কম্পিলিট করার পর, সকলের ভালোবাসা ও সাপোর্টে লেভেল ৩ এর ভাইবা সফল ভাবে দিতে পেরেছি।এখন আমি এবিবি স্কুল লেভেল -৩ এর ক্লাস থেকে যে সকল বিষয় সম্পর্কে জানতে পরেছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। @abb-school এর সবকটি লেভেল খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই পর্যন্ত লেভেল ১ এবং ২ থেকে, লেভেল ৩ আমার কাছে সব থেকে বেশি শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ লেভেল বলে আমার মনে হয়েছে। লেভেল ৩ তে একটি পোস্ট কিভাবে সাজিয়ে লিখতে হয় এবং পোস্টটি লিখতে কি কি প্রয়োজন তা শেখানো হয়েছে এছাড়াও অথর রেওয়ার্ড, কিউরেটর রেওয়ার্ড এবং তা সঠিকভাবে বন্টন শেখানো হয়েছে। এগুলোর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নিচে লেভেল ৩ থেকে আমার অর্জনগুলো তুলে ধরছি।

PXL_20220329_194937189.jpg

ফটোগ্রাফারডিভাইস
সাগরPOCO M2

১) মার্কডাউন কি?

নিজের লেখা কিংবা পোস্টকে সুন্দরভাবে এবং দৃষ্টি নন্দন করে উপস্থাপন করতে চাইলে আমাদের নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করতে হয় একে আমরা মার্কডাউন বলে থাকি। এক কথায় বলতে গেলে মার্কডাউন হলো আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন এবং লেখা গুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যট।

২) মার্কডাউনের কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

পোষ্টের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে কিংবা লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে এবং কিছু লেখা বোল্ড ও ইটালিক করা, লেখার হেডিং বড় ছোট, লেখার মাঝে ফটো যুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে-বামে নেয়ার জন্য মার্কডাউন সবচেয়ে কার্যকরী পদ্ধতি। অতএব বলা চলে মার্কডাউন ব্যবহারের মাধ্যমে লেখা গুলোকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে উপস্থাপন করতে পারা যায় এবং মার্কডাউন ব্যবহারের ফলে লেখাটির অন্যান্য লেখার থেকে পার্থক্য তৈরী হয়। তাই ব্লগিং বা কনটেন্ট এর জন্য মার্কডাউনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

৩) পোস্ট গুলোর মধ্যে মার্কডাউনের কোড গুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

একটি পোষ্টের মধ্যে মার্কডাউন কোর্টের প্রতিফলন না ঘটিয়ে সাধারণ দুইটি উপায় কোডগুলো দৃশ্যমান করা যায়।যেমন- ১) লেখার শুরুতে চারটি স্পেস দিয়ে লেখা শুরু করলে মার্কডাউন কোডটির প্রতিফলন ঘটে না।এবং
<'sub> এভাবে লিখতে হবে। <'/sub>

২) কোন মার্কডাউন এর ভেতরে অ্যাপস টোপি (') চিহ্নটি ব্যবহার করলে মার্কডাউন কোডটি দৃশ্যমান করা যায়।

<'i> এভাবে লিখতে হবে। <'/i>

৪) নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন।

নিচের ছবিতে যেভাবে টেবিল তৈরি হয়েছে তা মার্কডাউন কোড গুলো দিয়ে উল্লেখ করা হলো।

'|নাম|বয়স|পেশা|'
|-|-|-|
|ক|খ|গ|

কার্যকারিতা

নামবয়সপেশা

৫) সোর্স ব্যবহার করার নিয়ম কি?

কোনো পোস্টে মধ্যে অন্য কারো লেখা বা ফটো ব্যবহার করতে চাইলে অবশ্যই পোস্টকারীর সোর্স ব্যবহার উল্লেখ করতে হবে। যেমন-

[সোর্স]( লিংকের অংশ)

কার্যকারিতা
source

৬)বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভানে ১ থেকে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

#হেডার১
##হেডার২
###হেডার৩
####হেডার৪
#####হেডার৫
######হেডার৬

কার্যকারিতা

হেডার১

হেডার২

হেডার৩

হেডার৪

হেডার৫
হেডার৬

৭) টেক্সট জাস্টিফাই এর কোডটি লিখুন?

টেক্সট জাস্টিফাই কোড হলো,,
শুরু করতে হবে-
< div class="text-justify" >
আর শেষ করতে হবে-
< /div > দিয়ে।

৮)কনটেন্ট টপিকস নির্বাচনে কোন বিষয় এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

কন্টেন টপিকস নির্বাচনে প্রথমত একজন ব্লগারের তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া উচিত।তিনটি বিষয় হলো জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা। একজন ব্লগারের যেকোনো একটি কনটেন্ট লিখতে গেলে তাকে অবশ্যই নির্বাচন করতে হবে তার যে বিষয়ের উপর সব থেকে বেশি যথাযথ জ্ঞান, অভিজ্ঞতা এবং যে বিষয়টি নিয়ে লেখার সৃজনশীলতা রয়েছে সে বিষয়টির উপর নির্ভর করে তার ব্লগ লেখা উচিত।

৯)কোনো বিষয় বা টপিকের উপর ব্লগ লেখার সময় সেই বিষয়ের উপর জ্ঞান থাকা জরুরী কেনো?

অবশ্যই একজন ব্লগার বা লেখক এর জন্য,, আমি মনে করি কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথাযথ জ্ঞান থাকা জরুরী। একজন ব্লগার তার লেখার মাধ্যমে তার অনুভূতি ভালো লাগা বিষয়টি উপস্থাপন করে আর যদি কোন টপিকস এর উপর যথাযথ জ্ঞান না থাকে তাহলে লেখক সেটিকে কোনো ভাবেই অন্যদের মাঝে সঠিক ভাবে উপস্থাপন করতে পারবে না এবং সেটি কোন কন্টেন বলেও গণ্য হবে না। উদাহরণ স্বরুপ - আমি খিচুরি রান্না করবো,,এরজন্য আমি চাল ডাল,আলু ইত্যাদি ইত্যাদি নিয়ম ও পরিমান মত না দিয়ে সব একসাথে দিয়ে বসিয়ে দিলাম,,এতে করে এখানে কিছু একটা রান্না হবে কিন্তু এটাকে খিচুরি বলা যাবে না।

তাই বলা যায় বিষয় যেটি হোক না কেন অবশ্যই সে টপিকস এর উপর যথাযথ জ্ঞান রেখে কনটেন্ট লেখাটা জরুরী।

১০)ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50। আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

যদি প্রতি স্ট্রিম কয়েনের মূল্য ০.৫০ হয় এবং আমি যদি $৭ এর ভোট দেই তাহলে আমি $৩.৫ [USD]কিউরেশন রেওয়ার্ড পাবো।

১১)সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কিছু কৌশল রয়েছে, কৌশল গুলো হলো,

১)যাদের পোস্টে বড় ভোট পড়ে সে সকল পোস্টে দ্রুত ভোট দেয়ার চেষ্টা করতে হবে।
২)একটি পোস্টে প্রথম ৫ মিনিট পর থেকে ৬দিন ১২ ঘন্টা হওয়ার আগে ভোট দিতে হবে।
৩)ভালো পোস্ট দেখে ভোট দিতে হবে।

১২) নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Hreoism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

আমি মনে হয় নিজে কিউরেশন করা থেকে @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ @Heroism এই ডেলিগেশন করলে SBD পাশাপাশি SP পাওয়া যায়। এই ক্ষেত্রে নিজেকে কিউরেশন করলে কেবলমাত্র SP পাওয়া যায়। এছাড়াও @Heroism এ ডেলিগেশন করলে সাপ্তাহিক যে রেওয়ার্ড সেটি থেকেও আমরা কিছু অংশ পেতে পারি। তাই বেশি কেউরেশন পেতে হলে @Herosim এ ডেলিগেশন করতে হবে।

আমি এবিবি স্কুল লেভেল -৩ থেকে যা শিখতে পেরেছি তা লিখিত পরিক্ষার মাধ্যমে তুলে ধরার চেস্টা করেছি। আজ আমার এই অর্জনের পিছনে এবিবি স্কুলের সকল শিক্ষকের অবদান অতুলনীয়। তাদের ভালোবাসা ও সাপোর্ট আজ আমি স্টিমিটে নিজেকে গড়ে তুলতে পারছি।

Sort:  
 2 years ago (edited)

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50। আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

এটি সঠিক করে নিবেন।

আপনি সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার চেস্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

level3 এ যেহেতু মার্ক ডাউন বিষয়বস্তুগুলো শেখানো হয় এজন্য এই level-3 যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের পোস্টের কোয়ালিটি ভালো করা যাবে। আপনি খুবই সুন্দর ভাবে এই level3 পরীক্ষা দিয়েছেন পরবর্তী লেবেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল-৩ এর মার্কডাউনের বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিলো। আপনাকে পরবর্তী লেভেলের জন্য অভিনন্দন।

 2 years ago 

আপনার পোস্ট টি দেখে অনেক ভালো লাগলো।আপনি লেভেল ০৩ এর বিষয় গুলো অনেক সুন্দর ভাবে নিজের আয়ত্বে করেছেন জেনে অনেক খুশি হলাম।আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে আপনি level-3 সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেছেন। এভাবে লেগে থাকেন এবং পরবর্তী ধাপগুলো অতিক্রম করার জন্য সুন্দর একটি প্রস্তুতি নিন। আপনার মঙ্গল কামনা করছি।

 2 years ago 

Level3 হতে আপনি খুব ভালো কিছু অর্জন করতে পেরেছেন। আর আমি সবসময় একটা কথা বলে থাকি অর্জিত কোনো কিছু বর্জন হয় না, এবং নিজের অর্জন নিজেকেই উপরে তুলতে সহায়তা করে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

level3 এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন। আশা করব বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনি লেভেল ০৩ উত্তীর্ণ হয়েছেন, আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং বসে আছে আপনি ভালভাবে ক্লাস করেছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

সব কিছু সঠিক ভাবে বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো। অবশ্য আমাদের প্রফেসর রা যে আন্তরিকতার সাথে সব বুঝিয়ে থাকে সেক্ষেত্রে না বুঝার উপায় নেই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি মার্ক ডাউন‌ নিয়ে আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোষ্ট উপস্থাপন করেছেন। আমার বাংলা ব্লগের লেভেল 3 পরীক্ষায় আপনাকে স্বাগতম, আপনার এই পোস্টটা দেখে আমি অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65364.69
ETH 2650.49
USDT 1.00
SBD 2.86