"আমার বাংলা ব্লগ"(প্রতিযোগিতা-১৩) ||🌺 ঋতুরাজ বসন্তের ফুলের ফটোগ্রাফি🌹[10% beneficiary for shy-fox]🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন।উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালোই আছি।আমাদের সকলের প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ" সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কমিউনিটি। যেখানে আমরা বাংলা ভাষায় নিজেদের মনের ভাব এবং সৃজনশীলতা পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারি। আমাদের প্রিয় এই কমিউনিটি সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মকে কোয়ালিটিফুল কনটেন্ট ক্রিয়েট করার মাধ্যমে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। ইউজারদের একঘেয়েমি যাতে না আসে সেজন্য এই কমিউনিটি থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কনটেস্ট এর আয়োজন করা হয়। এবারের কনটেস্ট ঋতুরাজ বসন্ত কালের প্রধান আকর্ষণ ফুলের ফটোগ্রাফি। সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটির প্রিয় এডমিন @shuvo35 ভাইকে।

বসন্ত হলো ঋতুরাজ। ঋতুরাজ বসন্ত মৌসুমে আমরা নানান ধরনের সৌন্দর্য দেখতে পাই। এ ঋতুর রোদের তীব্রতা নেই,আবার নেই শীতলতার ছোঁয়াও। ঋতুরাজ বসন্ত প্রকৃতিকে সম্পূর্ণ ভিন্ন ভাবে বরণ করে নেয়। প্রকৃতিকে ভিন্ন সাজে সাজিয়ে দেয়, বসন্তের পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে। বসন্ত ঋতু নানান ধরনের ফুলের সমারোহ প্রকৃতির শোভা বর্ধন করে।

ঋতুরাজ বসন্তের ফুলের ফটোগ্রাফি

🌺📷আলোকচিত্র-১🌻

IMG-20220228-WA0016.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফটোগ্রাফিতে যে ফলটি দেখতে পাচ্ছেন তা হল গাঁদা ফুল। এই ফুলের ইংরেজি নাম- Marigold flower. বৈজ্ঞানিক নাম-Tagetes minuta. এই ফুলের গাছ গুলো খুব একটা বড় হয় না। তবে ছোট আকারের গাছগুলোর ফুলের আকার বেশ বড়ই হয়।
🌺📷আলোকচিত্র-২🌻

IMG-20220228-WA0019.jpg

🌺📷আলোকচিত্র-৩🌻

IMG-20220228-WA0013.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত আলোকচিত্র দুটি জবা ফুলের। একটি আদর্শ ফুলের যে কয়টি অংশ থাকা দরকার তার সবগুলোই এই ফুলে রয়েছে। এদেশে জবাফুল অনেক পরিচিত একটি ফুল। অনেক বাগান, বাসাবাড়িতে এবং নার্সারিতে এই ফুল দেখতে পাওয়া যায়।এই ফুলের বৈজ্ঞানিক নাম-Hibiscus rosa-sinensis.এই ফুলটি মালভেসি গোত্রের অন্তর্গত।এই ফুলটি বিভিন্নভাবে খাওয়াও যায়।
🌺📷আলোকচিত্র-৪🌻

IMG-20220228-WA0011.jpg

🌺📷আলোকচিত্র-৫🌻

IMG-20220228-WA0017.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত আলোকচিত্র দুটি স্যালভিয়া ফুলের। এই ফুলটি আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা যায় না। কারণ এটি বিদেশি ফুল। আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে বসন্তকালে এই ফুল জন্মাতে দেখা যায়।এই গাছ সাধারণত খুব একটা বড় হয় না। সাধারণত লাল রঙের স্যালভিয়া ফুল দেখা গেলেও,এই ফুল বেগুনি এবং খয়েরি বর্নেরও হয়ে থাকে।সালভিয়ার বৈজ্ঞানিক নাম Salvia Splendens.
🌺📷আলোকচিত্র-৬🌻

IMG-20220228-WA0006.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



ছোট আকৃতির সাদা রঙের এই ফুলটি আমাদের দেশে খুব পরিচিত।এর নাম জুঁই। তবে এই ফুলটি হলুদ বর্ণেরও হয়ে থাকে। এই ফুলটি মূলত শীতকালে ফুটলেও, বসন্ত ঋতুতেও ভালই দেখা যায়। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জুঁই ফুল চাষাবাদ করা হয়। এই ফুলের বৈজ্ঞানিক নাম-Jasminum sambac.
🌺📷আলোকচিত্র-৭🌻

IMG-20220228-WA0008.jpg

🌺📷আলোকচিত্র-৮🌻

IMG-20220228-WA0009.jpg

🌺📷আলোকচিত্র-৯🌻

IMG-20220228-WA0003.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফুলটির নির্দিষ্ট কোন নাম জানা না থাকলেও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে এই ফুল গাছ এবং ফুলগুলো এমনিতেই জন্মায়। এগুলোকে আমরা আগাছাও বলে থাকি। সাদা বর্ণের এই ফুলগুলো বসন্তকালে বেশি জন্মায়। আপনাদের মধ্যে কেউ এই ফুলের নাম জেনে থাকলে জানাবেন অবশ্যই।
🌺📷আলোকচিত্র-১০🌻

IMG-20220228-WA0002.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফুলটি ডালিম গাছের ফুলের। ডালিম আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই প্রায় জন্মে থাকে। যার ফলে এই ফুলটি খুব সহজলভ্য। ডালিম ফল জন্মানোর আগে প্রথমে ফুল জন্মায়। পরবর্তীতে ধীরে ধীরে এই ফুলটি ফলে পরিণত হয়। ফুলের গাছে ফুলটিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।

এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-১৩ উপলক্ষে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটো গ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ বসন্ত ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে ।এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফুল আমার সব সময় খুবই ভালো লাগে সেটা যে ফুলি হয়ে থাকুক না কেন। আপনার ফটোগ্রাফি করা ফুলের মধ্যে সবথেকে আমার বেশি ভাল লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি টা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। কিছু ফুল দেখলাম সাইজে অনেক ছোট। অনেক সুন্দর ভাবে ছবিগুলো ধারণ করেছেন আপনি। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

অনেক সুন্দর জানা- অজানা ফুলের রং ও সৌন্দর্যে, আপনার পোস্ট আলোকিত। এখন শুধু রায়ের অপেক্ষায়, ভাল লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনাকে স্বাগত জানাই বসন্তের ফুলের প্রতিযোগিতায় সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনার অংশগ্রহণের জন্য। প্রতিটি ফুল দেখতে এত চমৎকার আর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে বসন্তের রঙিন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব যত্ন করে তুলেছেন। প্রত্যেকটা ফুলের বর্ণনা করেছেন খুব সুন্দর ভাবে। এত অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমার ছবি গুলো আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বসন্ত ফুলের ফটোগ্রাফি দেখে মন ভাল হয়ে গেল। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা 13 তে আপনাকে স্বাগতম ‌‌‌‌‌। আপনি ফুলগুলোর ফটোগ্রাফি দারুণভাবে করেছেন। বিশেষ করে গাদাফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। তা ছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা দিয়েছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর এবং গঠনমূলক মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগিতার জন্য আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দুর্দান্ত লাগলো। প্রত্যেকটা ফুলের অনেক সুন্দর ভাবে বর্ণনা ধাপে ধাপে উপস্থাপনাও করলেন। আমার কাছে সবগুলোই ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66753.89
ETH 3256.47
USDT 1.00
SBD 4.34