আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০৬

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

পরীক্ষার সাথে সংযুক্ত মজার কোন অনুগল্প বা জোকস।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব ৮০০০ কিলোমিটার। একজন লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হলো। তাদের দুজনের কোথায় দেখা হবে?’

ছোট্ট বাবলু উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবেন, পুলিশ বুঝি আঙুল চুষবে?’

 last year 

হা হা হা,,দারুণ হইছে ভাইয়া।কিন্তু সবারটা তো পড়লাম,নিজে চিন্তা করে পাচ্ছি না কি দিব🤪🤪

 last year 

পুলিশ দাড়িয়ে দাড়িয়ে আঙ্গুল চুষবে। 😅😅😅

 last year 

ওরে। কেউ আমারে মাইরা লা। আমি হাসতে হাসতে শেষ 🤣🤣🤣🤣🤣

পরীক্ষা এবং রেজাল্ট এর সময় ছাত্র এবং শিক্ষকের মাঝে একটি মজার কাহিনী। 😂

বাংলা ব্যাকরণ পরীক্ষার দিন, প্রশ্নপত্রে ছাত্র কোন কিছু কমন না পেয়ে পরীক্ষার খাতায় লিখে আসে "হরে কৃষ্ণ হরে রাম নাম্বার দেওয়া স্যারের কাম" 😅

সকল পরীক্ষা শেষ হওয়ার বেশ কয়েকদিন পর শিক্ষক যখন বাংলা ব্যাকরণ পরীক্ষার খাতা কাটতে বসে তখন ওই ছাত্রের খাতায় সেই লেখাটা দেখতে পায় । তখন স্যার খাতায় লিখে দেয় "হরে হরে হরে, নাম্বার কি গাছে ধরে"😂

 last year 

বাবাঃ কি ব্যাপার! সব বিষয়ে ভাল নম্বর পেয়েছো। শুধু গণিতে এত কম পেয়েছো কেন?
ছেলেঃ অনুপস্থিতি জন্য বাবা!
বাবাঃ কি বললি, তুই ওই পরীক্ষার দিন অনুপস্থিত ছিলি,
ছেলেঃ আমি অনুপস্থিত ছিলাম না বাবা !
বাবাঃ তাহলেকে অনুপস্থিত ছিলো স্যার নাকি।
ছেলেঃ না বাবা,আমার সামনের যে বন্ধু বসে ঐ অনুপস্থিত ছিলো বাবা, আমার কি দোষ বলো।
বাবাঃ আজকে তোর এক দিন কি আমার এক দিন....
ছেলেঃ ক্যানো আমাকে তাড়া করছো, আমার দোষ নাই, ঐতো অনুপস্থিত ছিল,,,,,🫢🤣🫢🫣

 last year 

হা হা হা বৃষ্টির জন্য ছাতা হারিয়ে গেছে, আরে না বৃষ্টি ছিলো না সেদিন স্কুলের সহপাঠি বৃষ্টিকে ছাতা ধার দিয়েছিলো বলে। বেশ মজার ছিলো।

 last year 

পরনির্ভরশীল হলে যা হয় আর কি😆😆

 last year 

স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।
শিক্ষকঃ তুমি কাঁদছ কেন?
ছাত্রীঃ আমার রচনা কমন পড়েনি।
শিক্ষকঃ কেন? কী এসেছে?
ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন'। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন' লিখব কীভাবে

 last year 

হা হা হা মেয়েরা এমনই একটু বোকা টাইপের কিন্তু মেকাপের কল্যানে ঠিক স্মার্ট সেজে যায়।

 last year 

মেয়ে মানুষে এলার্জি কেন
বলুন শুনি ভাইয়া,,,
বৃষ্টির দিকে চেয়ে আছেন
মিষ্টি ভাবি পাইয়া,,,,

আপনার কাছে মেয়ে মানে
আসলে অনেক বোকা,,
নৃত্যুদিনে দিতে পারেন
তাই ভাবি কে ধোকা।
♥♥

 last year 

ঠিক ঠিক, ছাত্রী হয়ে ছাত্রের জীবন কেমনে লিখবে।🤪🤪

 last year 

হা হা হা,,,,,

 last year 

শিক্ষক : আগামী সপ্তাহ থেকে টেস্ট শুরু হবে।

ছাএ ১ : কার সঙ্গে স‍্যার?

শিক্ষক : কার সঙ্গে মানে??

ছাএ ২ : মানে বাংলাদেশের সঙ্গে কোন টিম খেলবে স‍্যার

শিক্ষক : আরে গাধা আমি তোদের টেস্ট পরীক্ষার কথা বলছি।

😂😂😂😂😂

 last year 

যারা ক্রিকেট নিয়ে বেশি কৌতুহলী তারাই সব জায়গায় তা দেখতে পায়।

 last year 

নিশ্চয়ই ছাত্রটা ক্রিকেটপ্রেমী।

 last year 

দুই বন্ধুর পরদিন থেকেই পরীক্ষা শুরু সকাল 10 টা বেজে 2 মিনিট থেকে।তাই নিয়েই দুইজনের মধ্যে কথা হচ্ছে---
প্রথম বন্ধু: তুই আমাকে পরীক্ষার ঠিক আগে
সকাল ১০টায় ফোন দিস তো। তোর সঙ্গে কথা আছে।

দ্বিতীয় বন্ধু: ঠিক আছে। তুই তাহলে আমাকে পরীক্ষার ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস।

 last year 

হা হা হা, কে কাকে মনে করিয়ে দিবে এখন, পরীক্ষা শেষ হলে দুইজনের হুশ ফিরবে।

 last year 

দুজনেই ভুলো মনের,হি হি।

 last year 

আমাকে আগে ফোন দিয়ে মনে করিয়ে দিলে আমিও পরে ফোন দিব😆মজা পাইলাম আপু।

 last year 

☺️☺️

 last year 

স্যার ক্লাসে ঢুকেই ছাত্রছাত্রীদের বলল আমি গতকাল তোমাদের টিকটিকি নিয়ে পড়িয়েছি। আজ আমি মৌখিক পরীক্ষা নিব।

স্যার ঃ চিন্টু ক্লাসে এসেছ?
চিন্টু ঃ জ্বী স্যার।
স্যার ঃ তুমি বল টিকটিকি কি?
চিন্টু ঃ টিকটিকি হল সেই সব গরীব কুমির যারা ছোটবেলায় টাকার অভাবে কম্পল্যান খেয়ে বেড়ে উঠতে পারেনি।

 last year 

হ্যা ভাইয়া,,এই কুমিরটা বহু বছর আগের।তাই খাওয়ার না খেয়ে খেয়ে এই অবস্থা।

 last year 

শিক্ষক: বল্টু তুমি লিখা বাদ দিয়ে বসে আছো কেন?
বল্টু: স্যার প্রশ্ন এত কঠিন হয়েছে যে লিখতে আমার বারোটা বেজে যাবে।
শিক্ষক: সমস্যা নেই এখনো তো বারোটা বাজতে ১ ঘন্টা ৪৫ মিনিট বাকি আছে।
🤪🤪

 last year 

ঠিক লেখা লিখতে থাকো না হলে কিন্তু বাড়িতে ডিম চলে যাবে হা হা হা।

 last year 

যে হারে ডিমের দাম বাড়ছে তাতে করে ডিম দিলে মনে হয় ভালই হতো। 😅😅😅

 last year 

বাবা: কীরে, তোর পরীক্ষা কেমন হলো?

ছেলে: আর বলনা বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিল, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।

বাবা: আর ৬ নম্বর?

ছেলে: ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!

বাবা: আর ৩ নম্বর?

ছেলে: বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখে এসেছি।

 last year 

ইতিহাস পরিক্ষার দিন
প্রশ্ন:- শাহজাহান সম্পর্কে লিখ।
উত্তর:-(গুড বয়) শাহজাহান বিপদের সময় ভাঙ্গিয়া পড়িতেন না।
উত্তর:-(কপি বয়) শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়িতেন না।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 71539.00
ETH 3603.23
USDT 1.00
SBD 4.75