এবিবি ফান প্রশ্ন- ৩৮৮| প্রেমিকাদের চাঁদের সাথে কেনো তুলনা করা হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমিকাদের চাঁদের সাথে কেনো তুলনা করা হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের মতামত জানতে চাই।মজার উত্তর চাই কিন্তু।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চাঁদ মামাকে সবাই অনেক বেশি পছন্দ করে। চাঁদ মামার সৌন্দর্যে সবাই অনেক মুগ্ধ হয়। আর এই চাঁদ যেমন সুন্দর, তেমনি ভাবে প্রত্যেকটা প্রেমিকের কাছে তাদের প্রেমিকাকে চাঁদের থেকেও বেশি সুন্দর লাগে। আর এই জন্যই প্রেমিকরা প্রেমিকাকে সবসময় চাঁদের সাথেই তুলনা করে।
কারন চাঁদকে সবাই ভালোবাসলে তার গায়ে কলঙ্কের নিন্দাও কিন্তু সবাই করে।তেমনি প্রেমিকা যতই সুন্দরী ও ভালো হোক না কেন সমাজে সব দোষ কিন্তু প্রেমিকার বলেই গণ্য হয়।।তাই প্রেমিকাদের চাঁদের সাথে তুলনা করা হয়।
চাঁদ সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে মানুষ ইচ্ছা করলেই চাঁদকে ধরতে পারে না । চাঁদকে ধরার ইচ্ছা প্রেমিকদের মনেও জাগে এজন্য প্রেমিকাকে চাঁদ মনে করে নিজের মনকে সান্তনা দেয় । মাঝে মাঝে প্রেমিকারাও চাঁদের মতো ধরাছোঁয়ার বাইরে চলে যায় ।
বিপদ যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রেমিকাকে দূর আকাশের চাঁদের সাথে তুলনা করে। 😂
প্রত্যেকটা প্রেমিকের কাছে তার প্রেমিকাকে চাঁদের মত আর্কষণীয় মনে হয়। হউক সে কালা, ধলা বা পেত্নী। আর প্রেমিকাদের যদি চাঁদ না বলা হয় তাহলে তো খবর আছে। পুরাই ব্রেক আপ। তাই তো প্রেমিকাদের কে চাঁদের সাথে তুলনা করা হয়।
প্রেমিকারা চাঁদের মত সুন্দর না হলেও পটানোর জন্য ছেলেরা মেয়েদেরকে চাঁদের সাথে তুলনা করে। যত তেল দেয়া যাবে ততই তেলতেলে হবে। 😎😁
কারণ চাঁদকে কেউ ছুইতেও পারে না, ধরতেও পারে না। এই জন্য সবাই প্রেমিকাকে চাঁদের সাথে তুলনা করে যাতে তার প্রেমিকা কেউ ধরতে ও ছুতে না পারে।
প্রেমিকাদের চাঁদের সাথে তুলনা করা হয় কারণ, চাঁদের মতো তারাও মিষ্টি হাসিতে রাতের আঁধার দূর করে। চাঁদ যেমন আকাশে থেকে মুগ্ধ করে, প্রেমিকারাও তেমন দূর থেকে প্রেমিকের মন জয় করে নেয়। চাঁদের মতো তাদেরও কিছু দাগ আছে, যা তাদের আরও সুন্দর করে তোলে। আর চাঁদ যেমন কখনো পূর্ণিমার, কখনো অমাবস্যার, প্রেমিকারাও মেজাজ অনুযায়ী বদলে যায়। প্রেমিকারা চাঁদের মতোই রহস্যময়, যা প্রেমিকদের সবসময় আকর্ষিত করে রাখে!
প্রেমিকা এবং চাঁদ দুটোই সিসি ক্যামেরা। সব সময় নজরে রাখে। 😂
চাঁদ যেমন নিখুঁত নয়, প্রেমিকারাও তেমন । তবে এই ব্যাপারটা দূর থেকে বোঝা যায় না, কাছে গেলেই বোঝা যায়। এইজন্যই চাঁদের সাথে প্রেমিকাদের তুলনা করা হয়।