"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৯ [ তারিখ : ০৭.০৯.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪১৮ তম রাউন্ড শেষে আজ ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৪১৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selina75



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২২ সালে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:




"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

p15.jfif

ছবিটি নেওয়া হয়েছে-সেলিনা ম্যাডামের পোস্ট থেকে

ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে তৈরি " প্রিয় $Puss কয়েনের লোগো"। ( publish: 06.09.2024 )


বর্তমানে আমাদের puss token এর অবস্থান খুবই ভালো। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমাদের কয়েন puss বেশ ভালোই সাড়া ফেলেছে এবং এটির প্রতি সবার ভালো একটা আগ্রহ প্রকাশ পেয়েছে। ইনভেস্টরদের নজরও আস্তে আস্তে আমাদের এই কয়েকনটির প্রতি পড়া শুরু করেছে। আর এটার প্রভাব কিন্তু একমাত্র প্রমোশন এর কারণেই পড়ছে। এটা নিয়ে পরে আরো অনেক পরিকল্পনা আছে, সবে তো শুরু হলো। আমাদের এই কয়েনটা একটা লং টাইম যাতে ভালো অবস্থানে থাকে সেটার জন্য কাজ চলছে অল টাইম। যাইহোক, পোস্ট খোঁজার সময়ে ক্লে দিয়ে তৈরি এই diy টি আমার কাছে বেশ ভালো লাগে।

ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কারণ বিভিন্ন ধরণের কালার দিয়ে তৈরি করা হয় বলে এর আকর্ষণটাও অনেক বেশি। এই ক্লে দিয়ে তৈরির কাজ কিন্তু অনেক আগে থেকেই, তবে সেটা আগে মাটি দিয়ে তৈরি করা হতো। সহজ কোথায় যাকে আমরা মৃৎশিল্প হিসেবে বলে থাকি। মাটি দিয়ে এইসব কাজ করা হতো। এখন সময়ের ফেরে বিভিন্ন ধরণের কালারের ক্লে বেরিয়েছে, যেটা দিয়ে ভালোভাবে তৈরি করা যায়, যেটার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।

ক্লে দিয়ে বর্তমানে আমাদের কমিউনিটিতেও প্রতিনিয়ত বিভিন্ন ধরণের জিনিস তৈরি করে থাকেন, সেটা যে বিষয়ে হোক না কেন, দেখতে অনেক সুন্দর লাগে। ক্লে দিয়ে আমাদের এই puss টোকেন এর লোগোটাও কিন্তু দারুন দেখাচ্ছে। ধাপে ধাপে পুরো লোগো তৈরির বিষয়টা ভালোভাবে উপস্থাপন করেছেন। সর্বোপরি ভালো একটা উদ্যোগ নিয়ে তৈরি করেছেন এবং আমাদের সকলের মাঝে সেটি শেয়ার করেছেন।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

বাহ কত সুন্দর ক্লে দিয়ে পুশ বানিয়ে ফেললো। এখনতো পুশের জয়জয়কার চলছে। এই সময় এমন একটি প্রজেক্ট দেখে খুবই ভালো লাগছে। পুশটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last month 

ক্লে দিয়ে অসাধারণ একটি পুস তৈরি করেছেন সেলিনা আপু।পুস দেখতে যেমন সুন্দর লাগছে পুসের কালার কম্বিনেশন টাও অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 last month 

আজকের ফিচার্ড আর্টিকেল হিসাবে আমার পোস্টটি নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।$pussপ্রতি ভালোবাসা প্রকাশের জন্য আজ ক্লে দিয়ে$pussএর লোগো তৈরি করেছি। $puss আমাদের ভালোবাসা।আমাদের স্বপ্ন পূরনের সহায়ক। $puss সকলের স্বপ্ন পূরন করবে আশাকরি।

 last month 

সেলিনা সাথী আপুর এই পোস্টটি ফিচারডে দেখে অনেক ভালো লেগেছে। ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। পুশ কয়েনের লোগোটা জাস্ট চমৎকার ছিল। দারুন একটা ডাই প্রজেক্ট দেখলাম আজকের এই ফিচারড আর্টিকেলে। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 last month 

সেলিনা আপু পোস্টটি ফিচারড আর্টিকেলের জন্য মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ক্লে দিয়ে বেশ সুন্দর করে প্রিয় $Puss কয়েনের লোগো তৈরি করেছে বেশ দুর্দান্ত হয়েছে। $Puss কয়েনের লোগো দেখতে খুবই সুন্দর লাগছে। পুশ কয়েনের লোগোটা জাস্ট অসাধারণ ছিলো।

 last month 

সেলিনা আপুর পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। তিনি ক্লে দিয়ে $PUSS কয়েন এর জন্য খুব সুন্দর একটি লোগো বানিয়েছেন। আমার কাছে এই লোগো অনেক ভালো লেগেছে। আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই $PUSS ছড়িয়ে যাবে সবার মাঝে।

 last month 

অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আজকের এই ফিচারড আর্টিকেল পোস্ট। খুব সুন্দর একটা ডাই পোস্ট সিলেক্ট করা হয়েছে ফিচারড হিসেবে। এই পোস্টটা সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। সত্যি এই পোস্ট অনেক সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62405.22
ETH 2436.36
USDT 1.00
SBD 2.62