বর্ষাকালের প্রতিচ্ছবি ও অনুভুতি

in Incredible Indialast year

IMG_20230621_164248.jpg

Hello Everyone,,,

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ইশ্বরের কৃপায় ভালো আছি ৷ প্রতিদিনের মত আজকেও চলে আসলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে ৷ জানি না কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷ তাহলে চল শুরু করা আজকের বর্ষাকালে নদীর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ৷

বর্তমান সময় টা চলছে বর্ষাকালের ৷ আর বর্ষাকালে পানি নানা জায়গায় পরিপূর্ণ থাকে ৷ গ্রাম অঞ্চলের পাশ দিয়ে নদী নালা খাল বিল বয়ে চলছে ৷ বর্ষাকালে ভরাট হয়ে যাবে ৷ জেলেরা মাছ ধরার জন্য ঝাপিয় পড়বে ৷ বর্ষাকালে এই সব রুপ দেখতে ভালোই লাগে গ্রাম অঞ্চলের মধ্যে ৷

আমাদের বাড়ির পাশেই একটি নদী রয়েছে ৷ আজকে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে ৷ কিন্তু ভরাট করতে পারে নি ৷ বর্ষাকালে আস্তে আস্তে একসময় পুরো নদী ভরাট হয়ে যাবে ৷ যাই হোক আমি সকালে উঠে নদীর পাশে গেলাম দেখলাম গ্রামের ছেলে গুলো ভোরঙ বা টেমাই নিয়ে চলছে নদীর দিকে ৷ হালকা স্রোত চলছে নদীর উপর দিয়ে যেখানে ছোট ছোট মাছ অবশ্যই রয়েছে ৷

তাই আর দেরি না করে তারা ভোরঙ বা টেমাই নদীর মাঝখানে বসিয়ে দেয় ৷ নদীতে অনেক ছোট মাছ দেখা যাচ্ছে ৷ এই পানিতে বড় মাছ এখন আসতে পারবে না ৷ তবে ছোট ছোট মাছ গুলো ভোরঙ এর আশে পাশে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে ৷ তাছাড়াও নদীর মাছ অনেক সুস্বাদু ৷ যা একবার খাবে তার বার বার খাইতে মন চাইবে ৷

বর্ষাকালে এই মাছ ধরার বিষয় টা অনেক আনন্দের ৷ যদি দেখি রাতের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা সকাল বেলা জাল , বা ভোরঙ, টনি জাল, যত ধরনের জাল রয়েছে সেগুলো নিয়ে আমরা ছোট ছোট নদী খাল এর দিকে রওনা দিয়ে থাকি ৷ প্রচুর বৃষ্টি হওয়াতে মাছ গুলো চারদিকে ছিটিয়ে থাকে ৷ তারাও বর্ষাকালে পানিতে খেলা করে থাকে ৷ এক জায়গায় থেকে অন্য জায়গায় তারা অবতরন করে থাকে ৷

IMG_20230621_164341.jpg

IMG_20230621_164313.jpg

IMG_20230621_164222.jpg

IMG_20230621_164204.jpg

IMG_20230621_164151.jpg

গ্রাম অঞ্চলের পাশে নদী নালা খাল বিল থাকা যে কতটা লাভজনক সেটা গ্রাম অঞ্চলের মানুষ ঠিকি বুঝে ৷ বর্ষাকালে ছোট বড় সবাই ছুটে যায় কিছু মাছ ধরার আশায় ৷ আর আমরা যখন দেখি সবাই মিলে যখন জাল দিয়ে মাছ ধরতেছে তখনকার দৃশ্য টা আসলেই অনেক সুন্দর লাগে ৷

সবাই হৈ হল্লুর করে মাছ ধরবে ৷ কেউ কেউ তো সারাদিন মাছ ধরবে ৷ মাছ ধরা একটা নেশা বলা যায় গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষের এই মাছ ধরার নেশা টা রয়েছে ৷ কেউ দিনে মাছ ধরে আবার কেউ রাতে মাছ ধরে থাকে ৷ রাতের বেলা লাইট দিয়ে খুব সহজেই মাছ ধরা যায় ৷ তবে পোকামাঁড় থেকে সাবধানে থাকতে হবে ৷ বর্ষাকালে বিষাক্ত পোঁকামাকড় রাতের বেলা খুবই দেখা যায় ৷

তাছাড়াও বর্ষাকালে সব সময় বৃষ্টিপাত হয়ে থাকে ৷ স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে থাকে কেউ বাইরে বেরোতে পারে না ৷ প্রকৃতির চারপাশ অনেক ঠান্ডা হয়ে যায় ৷ আর এটা অনেক মানুষের ভোগান্তির সৃষ্টি করে থাকে ৷ সাধারনত বর্ষাকালে মাঝে মাঝে ভারি বৃষ্টিপাত হয় আবার মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে ৷

কেউ বাইরে যেতে পারে না ৷ লোকজন যাদের প্রয়োজন তারা ছাতা মাথায় নিয়ে বাধ্য হয়ে বাইরে যেতে হয় ৷ তবে জানালার পাশে বসে এই বৃষ্টিপাত দেখার উপভোগ করা সত্যিই অনেক আনন্দের ৷ তবে বর্ষাকালে বেশির ভাগে দরিদ্র মানুষের একটু বেশি কষ্ট হয়ে থাকে ৷ কারন তারা দিনের খাবার দিনে যোগান দিতে হয় ৷ তারা তাদের কাজ করতে বাইরে যেতে পারে না এই বৃষ্টিপাতের জন্য ৷

চারপাশের রাস্তা কাদা ও পিচ্ছিল হয়ে থাকে ৷ বর্ষার পানিতে পরিপূর্ণ বিশাল জায়গা অনেক সুন্দর দেখায় ৷ তবে একটি বর্ষার দিনে প্রত্যেকের মধ্যে অন্তরঙ্গ অনুভুতি জাগায় ৷

IMG_20230621_164135.jpg

IMG_20230621_164104.jpg

IMG_20230621_164053.jpg

যাই হোক বর্ষাকালে আমরা সুবিধা অসুবিধা দুটোই উপভোগ করে থাকি ৷ এটাই প্রকৃতির নিয়ম আর প্রকৃতির নিয়ম অনুসারে আমাদের চলতেই হবে ৷ আজকে আর লিখছি না এই ছিল আজকে আমার বর্ষাকালের কিছু প্রতিচ্ছবি ও তথ্য সংক্রান্ত আলোচনা ৷ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ৷

🙏ধন্যবাদ সবাইকে🙏

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sdf2RUXrbRyU1TK829drS71sgDZsRgVCzNkrVCq4NC6CpNXoeYPrvi4BrAAgmH...n6xSMpHEerx5q1dRQQBQz7F45wfCPNN9qCDuwLNpAR9p9y5fvKT8nMehQ5PvvBdLi5MD4m27545BTn9d4UXwJgzMfNEWavM2XA5zEVvBySGQ6LFW9u5bQE7Tmg.png

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NEVd6K1xjhh9JSyM36cDuSw9R6mcTvTyNzSKCJ1jjs7k3CWwdKQzxgJWgR91qPA4oThsWQQzcJkpoLa1v8EWQ5.gif

Sort:  
 last year 

আসলে গ্রাম অঞ্চলে বর্ষাকাল মানেই,,, নতুন এক মাছ ধরার উৎসবের মুহূর্ত বলা যায়! বর্ষার সময় প্রত্যেকটা মানুষ,,, নতুন পানির জোয়ারে নতুন নতুন মাছ ধরা চেষ্টা করে।

আজকে আপনার পোস্ট ওপেন করার পরে,,, আমি দেখলাম আপনি বর্ষাকাল নিয়ে বেশ কয়েকটি ফটোগ্রাফি,,, এবং সে সম্পর্কে বেশ কিছু বিস্তারিত আলোচনা করেছেন! আসলে গ্রাম অঞ্চলে,,,, এই জিনিস গুলো আমরা দেখতে পাই বর্ষার সময়।

অসংখ্য ধন্যবাদ গ্রামাঞ্চলের এই মাছ ধরার উৎসবের বিষয় গুলো,,,, আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপু .....

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87