Steem engagement challenge-S10/W3| I do believe marriages are made in heaven.

in Incredible Indialast year (edited)

শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমিউনিটির এডমিন মহোদয়া ম্যামের প্রতি,আমাদের জন্য এত সুন্দর একটি এনগেজমেন্ট চ্যালেন্জের আয়োজন করার জন্য।
pexels-aksh-shaurya-12200848.jpgSrc
স্বামী স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একে অপরের সাথে সুখে দুঃখে একসাথে পাশে থাকার নামই বিবাহ।স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক।একজন নারী পরমানুষের ঘর থেকে এসে একজন পরমানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে।বিবাহ, অদৃশ্য এক মায়ার বন্ধন।এটি এমন একটি মেলবন্ধনের নাম যার জোরে একজন পুরুষ একজন নারীর সাথে একসাথে থাকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত,একজন আরেকজনের সঙ্গী হিসেবে।আমৃত্যু পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যেতে বাধ্য নয়।

Do you believe marriages are made in heaven? Share your opinion.

pexels-asad-photo-maldives-169198.jpgSrc
হ্যাঁ,আমি বিশ্বাস করি প্রতিটি বিয়েই স্বর্গে হয়।মহান আল্লাহ তায়ালাই সব কিছুর ফয়সালা দেন৷লোকমুখে শুনেছিলাম যে, মহান সৃষ্টিকর্তা নাকি একজন পুরুষের বাম পাজরের হাঁড় দিয়ে তার সম্ভাব্য স্ত্রীকে তৈরি করেছেন।বাস্তবতায়ও সেটার নজির খুজে পাওয়া যায়।কারণ,একজন পুরুষ বা নারীর বিয়ের সময় তাদের জন্য একাধিক পাত্র বা পাত্রী দেখা হয়। বিয়ের সময় কিন্তু নির্দিষ্ট একজনের সাথেই বিয়ে হয়। এ থেকে বোঝা যায়,সব কিছু উপর থেকেই ঠিকঠাক হয়ে আছে।আমাদের সমাজে একটি কথার প্রচলন আছে "যার সাথে যার জোড়া বাঁধা থাকে তার সাথেই তার বিবাহ হয়"

Which marriage do you prefer, arranged or love? Why?

pexels-kha-ruxury-2369530.jpgSrc
আমি সবসময়ই পারিবার সমর্থিত বিয়েকেই প্রাধান্য দিই এবং দিবো, আমি কখনই প্রেম ঘটিত বিয়েকে সমর্থন করিনি এবং করবোও না।কারণ,প্রেম ঘটিত বিয়ে বরাবরই অভিশপ্ত।এই বিয়ে পরিবারের হুকুম ছাড়াই সম্পূর্ণ করা হয়।যার কারণে পরিবারের মানুষগুলোকে মান সম্মান খোয়াতে হয়।তাই আমাদের সবার উচিত পরিবারের সম্মতিতেই বিবাহ সম্পন্ন করা।আমার ছোট্ট জীবনের উপলব্ধি,যেসব বিয়ে পরিবারের সম্মতিতে হয়েছিলো,সেগুলোর বেশিরভাগ পরিবারই সুখি পরিবার।অপরদিকে যেসব বিয়ে পরিবারের অসম্মতিতে হয়, সেগুলোর বেশিরভাগ পরিবারগুলোতেই বিয়ের কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখা দেয় বিবাহ বিচ্ছেদ,নানা কারণে অশান্তি।

According to you what is the definition of a happy married life?

pexels-pixabay-302083.jpgSrc
সুখী বৈবাহিক জীবনের সজ্ঞা বিভিন্নজনের মতে বিভিন্ন রকম হতে পারে কিন্তু আমার মতে বিবাহের পর থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী-স্ত্রী,সন্তান-সন্তুতি নিয়ে একসাথে ভালোভাবে থাকতে পারাই হলো সুখী বৈবাহিক জীবনের সজ্ঞা।

Share some reasons behind the increase in mental distance and separations.

pexels-cottonbro-studio-4098228.jpgSrc
একটি পরিবারে বিভিন্ন কারণেই একে অপরের সাথে মানে স্বামী স্ত্রীর সাথে মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে এবং সেই মানসিক দূরত্ব থেকে একসময় বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে।এর কিছু ছোট বড় কারণ নিচে উল্লেখ করছি.....,
আমাদের পরিবারগুলোতে সবচেয়ে বড় সমস্যা হলো স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে না পারা।যখন একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয় তখন সৃষ্টি হয় মানসিক দূরত্বের। এটা বিভিন্ন কারণেই হতে পারে। একটি পরিবারে বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী মধ্যে খুনসুটি থাকাটাই স্বাভাবিক ।কিন্তু কেউ কেউ এই ছোটখাটো ব্যাপারগুলোকে একেবারে বড় করে তোলে মানে তিলকে তাল বানিয়ে ফেলে যার কারণে পরবর্তীতে অনেক বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটে।

এজন্য বৈবাহিক জীবন সুখের করতে হলে একটি পরিবারে স্বামী স্ত্রী কে বিভিন্ন বিষয়ে একটু ছাড় মার দিয়ে চলতে হবে।কারণ আমরা সবাই জানি কোন খারাপ পরিস্থিতির স্থায়ীত্বই দীর্ঘকাল নয়,কিছু সময় পর সবকিছু আপনাআপনি ঠিক হয়ে যায়। তাই সবার কাছে আমার উদাত্ত আহ্বান,আমরা যারা বৈবাহিক জীবনযাপন করছি তাদের অবশ্যই একে অপরের উপর প্রচন্ড বিশ্বাস স্থাপন করতে হবে,স্বামী স্ত্রী একে অপরকে যদি বিশ্বাস না করতে পারে তবে শেষ পর্যন্ত টিকে থাকা খুব কঠিন হবে।

আমি আমার তিনজন স্টিমিয়ান বন্ধুদের ইনভাইট করছি এই এনগেজমেন্ট চ্যালেন্জে অংশগ্রহণ করার জন্য।

১.@yoyopk
২.@rubina203
৩.@hafizur46n

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5G2ZG95ayKG7AeJ1RSv6AVFScmT8cjZSoFJaX9vYABxLuR5i1esyfWg6qKqGqDyKaR5gWJfdnjeVNtsyYJYd3gD2bJ6zSsxo3SNgn3JWr-1.jpg

Sort:  
Loading...
 last year (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ফ্যামিলিগত বিয়ে খুব স্বর্গীয় বা সুন্দর ও শান্তিপ্রিয় হয়। আর ফ্যামিলিগত বিয়ে দীর্ঘস্থায়ী হয়।আমিও আপনার লেখার সাথে একমত কারণ পরিবার দ্বারা আমাদের জন্য যে বিবাহের আয়োজন করা হয় তা অবশ্যই বেশিরভাগ সময় ভালো হয়।আর দেখা যায় প্রেমের বিয়ে খুব একটা ভালো না। দেখা
যায় প্রেমের বিয়ে ঝগড়া ও অশান্তি লেখে আছেই। খুব কম মানষই সুখি হয় প্রেম করে বিয়ে করে। অবশ্যই সংসার করতে চাইলে সবার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকতে হবে। যদি তাদের থাকে তাহলে তাদের পারিবারিক জীবন যে খুব সুখের হবে তাতে কোন সন্দেহ নেই। এছাড়াও, একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য ভালো থাকবেন ভাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87