Better Life With Steem || The Diary game || 2nd january 2024 || tanay123

in Incredible India8 months ago

নমস্কার সবাইকে! কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ ৩ জানুয়ারি ২০২৪। আমি আজ আপনাদের সাথে ২ জানুয়ারি সারাদিন কি কি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

photo_2024-01-03_13-26-17.jpg

২ জানুয়ারি দিনটি শুরু হয় এলার্মের শব্দে। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এলার্ম দিয়ে রাখি কিন্তু ঘুম ভাঙার পরও শীতের সকালে উঠতে ইচ্ছা করে না। এজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়।ঘুম থেকে উঠেই সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিলাম তার প্রতিদিনের মতো পড়তে বসলাম। পড়াশুনা শেষ করে ১০ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় অনলাইনে সময় দিলাম। যেহেতু আজ বাইরে তেমন জরুরি কোনো কাজ ছিলো না তাই বাসাতেই ছিলাম। কিছুটা সময় ফোনের পিছনে ব্যয় করার পর আবারও পড়া শুরু করলাম। তখন আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলল, বিকালে একটু বাইরে বের হতে হবে। আমি জানতে চাইলাম যে কোন কাজ আছে কিনা?

তখন আমাকে বলল একটা র‍্যাকেট কিনতে হবে। শীতের রাতে র‍্যাকেট খেলার প্রচলন প্রায় সব জায়গাতেই আছে। আমি বললাম ঠিক আছে, বিকালে দেখা হবে।বলেই ফোনটা রেখে দিলাম। অনেকদিন ধরে আমিও ভাবছিলাম যে একটা নতুন ঘড়ি কিনতে হবে।তাই মনে মনে ঠিক করলাম আজ যখন যাচ্ছি তখন আজই কিনে নিয়ে আসবো।


photo_2024-01-03_12-23-06.jpg

বাসায় একাই ছিলাম, খুব একঘেয়েমি লাগছিল। তাই ভাবলাম, একটু নুডুলস রান্না করা যাক। নুডলস আমার প্রিয় খাবারের মধ্যে একটা। যদিও রান্না বান্নার কাজ তেমন ভালো পারি না, তবুও চেষ্টা করতে তো সমস্যা নেই। বাড়িতে থাকতে মা বানিয়ে দিত তখন আমি পাশে বসে দেখতাম যে কিভাবে বানাতে হয় কিন্তু নিজ হাতে করা হয়নি। সবকিছু ঠিকঠাক ভাবেই করলাম এবং কিছু সময়ের মধ্যে নুডুলস বানানো শেষ করলাম। মা তৈরি করলে যেমন হতো তেমনটা না হলেও মোটামুটি ভালোই লাগছিলো।


তারপর দুপুরে স্যান শেষ করে একটু ঘুমালাম। তখন আমার ফ্রেন্ড ফোন দিলো এবং নির্দিষ্ট জায়গায় যেতে বলল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আজ যেহেতু বাসা থেকে বেরোনো হয়নি তাই ঠিক করলাম গাড়িতে না গিয়ে হেঁটেই যাবো। এতে শারীরিক ব্যায়ামও হবে, যেটি আমাদের জন্য খুব দরকারি।

photo_2024-01-03_12-12-08.jpg

photo_2024-01-03_12-12-04.jpg

হেঁটে পৌছাতে আমার ১৫ মিনিটের মতো লাগলো। ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পর ওকে নিয়ে খেলাধূলার মার্কেটে গেলাম এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে র‍্যাকেট দেখতে লাগলাম কিন্তু তেমন পছন্দ হচ্ছে না, আবার যেটা হচ্ছে সেটা দাম চাইছে অনেক বেশি।। যাই হোক একটা দোকানে গিয়ে র‍্যাকেট পছন্দ হলো এবং দাম চাইলো ২৬০০ টাকা। শেষ পর্যন্ত দামাদামি করে,সেটাই কিনলাম ১৭০০ টাকা দিয়ে। কেনার পর আমার ফ্রেন্ড তো খুব খুশি।


photo_2024-01-03_12-12-12.jpg

র‍্যাকেট কেনার পালা শেষ করে এবার আমার নিজের জন্য একটা ঘড়ি কেনার জন্য ঘড়ির দোকানে পৌছালাম। কিছুসময় দেখার পর একটা ঘড়ি খুব পছন্দ হলো এবং সেটির দাম বলল ৮৫০ টাকা। যেহেতু ফিক্সড প্রাইজ সেহেতু দামাদামির কোনো সুযোগ নাই। যাই হোক এই দামেই কিনলাম ঘড়িটি।।


কেনাকাটার কাজ শেষ করে এবার কিছু খাওয়ার পালা। তাই সবাই মিলে বার্গার আর কেক খাওয়ার কথা ভাবলাম। একজায়গায় বসে সবাই মিলে খাওয়া শেষ করে যে যার মতো বাসায় চলে আসলাম।।

photo_2024-01-03_12-11-54.jpg

photo_2024-01-03_12-11-44.jpg


বাসায় আসার পর কিছু সময় রেস্ট করছিলাম তখনই বাড়ি থেকে মায়ের ফোন আসে। মায়ের সাথে কিছুসময় কথা বললাম । এরপর অন্যদিনের মতই স্বাভাবিক ভাবে চলতে থাকে সবকিছু। প্রতিদিনের পড়া শেষ করে রাতের খাওয়া দাওয়া করে অন্যান্য কিছু হাতের কাজ শেষ করে ঘুমিয়ে পরলাম। এভাবেই খুব সাধারন একটা দিন পার করলাম।

আজ এ পর্যন্তই, পোস্টটি পড়ে কেমন লাগলো, অবশ্যই মতামত জানাবেন।

About Me: https://steemit.com/hive-120823/@tanay123/introduction-post-by-tanay123

@tanay123

Device NamePoco X4 Pro
Shot ByTanay Ray
LocationBangladesh
Sort:  
 8 months ago 
  • আপনি একদম ঠিকই বলেছেন ঘড়ির অ্যালাম বাজার পর ও উঠতে ইচ্ছে করে না। মনে হয় যেন আরেকটু ঘুমাই।

  • আর আমার কাছে তো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির যে বিষয় হচ্ছে ঘুম। কিন্তু দুঃখের বিষয় আমাকে
    প্রতিদিনই সকালবেলা যেতে হয়। সাড়ে আটটার মধ্যে অফিসে থাকতে হয়। তো স্বাভাবিকভাবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় অনেকটা
    বাধ্য হয়েই।

  • আপনিও দশটা নাগাদ পড়াশোনা করে নাস্তা করে নিলেন। তারপর নুডুলস গেলেন, যা আপনি নিজেই রান্না করেছিলেন। তোমার কাছ থেকে শিখিয়ে রান্না করেছেন। অসাধারণ একটি বিষয় ।আসলে সবার উচিত।

  • বিপদে প্রয়োজনীয় কাজটা সেরে নেওয়া যায়।
    অনেক ছেলেরা আছে মেয়েদের চেয়ে ভালো
    রাধতে জানে। তো এবার বন্ধুর সাথে বের
    হওয়ার পালা। বন্ধু ব্যাডমিন্টন খেলার জন্য
    রেকেট কিনলেন, আর আপনি কিনে নিলেন
    ঘড়ি।

  • কেনাকাটার পালা শেষ এখন খাবার পালা। তাই বার্গার ও কেক কিনে খেয়ে নিলেন। মোটামুটি ভালই কাটল আপনার দিনটি। আপনাদের বন্ধুত্ব অটুট থাক সেই দোয়া করি।

 8 months ago 

ঠিকই বলেছেন। শীতের সকালে ঘুমানোটা অনেক বেশি শান্তির কিন্তু আমরা চাইলেই সেটা করতে পারি না। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 8 months ago 

আপনার দিনটা তো বেশ আনন্দে কেটে গিয়েছে। যদিও আপনার মায়ের হাতের রান্নার মত হয় নাই। কিন্তু তারপরেও আপনি বেশ সুন্দরভাবেই নুডুলস রান্না করেছেন। সেই সাথে বন্ধুদের সাথে গিয়ে ঘড়ি কিনেছেন এবং বার্গার কেক খেয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

নুডুলসটা দেখে তো মনে হচ্ছে আপনি ভালোই রান্না করেছেন। ব্যাডমিন্টনের র‍্যাকেট এবং ঘড়ি দুটোই খুব ভালো হয়েছে। আপনাকে আমি ৩রা জানুয়ারির টিউটোরিয়াল ক্লাসে মিস করেছি। সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে যোগদান করবেন। এই ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি আর জানা এবং শেখার তো কোনো শেষ থাকে.না। ভালো থাকবেন।

 8 months ago 

নিজের হাতের রান্না সেটা যেমনই হোক না কেন নিজের কাছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যেমনটা আজ আপনি রান্না করেছেন যদিও মায়ের কাছে বসে নুডুলস রান্না দেখেছিলেন আর সেটা মনে করেই আছে রান্না করেছেন।
এরপরে বাইরে গিয়েছিলেন কিছু কেনাকাটার জন্য ঘড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, এরপরে হালকা কিছু খাবার খেয়ে বাসায় ফিরি এলেন ।ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে।পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59281.73
ETH 2525.99
USDT 1.00
SBD 2.47