You are viewing a single comment's thread from:

RE: "নিজের কাজের প্রতি নিজের একনিষ্ঠতা ও সম্মান সর্বাগ্রে জরুরি"

in Incredible India9 months ago

আমাদের চলার পথে মাঝে মাঝে এমন কিছু মানুষের সম্মুখীন হই যাদের প্রতি অল্প সময়েই শ্রদ্ধা বেড়ে যায় আাবার এমন মানুষও আছে যাদের সাথে সবসময় চলার পরও চাইলেও শ্রদ্ধা করা যায় না,বরং সময়ের সাথে সাথে সেটা আরও নস্ট হয়। আপনিও আপনার শশুর মশায়ের রিপোর্ট দেখাতে গিয়ে এমনই একজন মানুষের মুখোমুখি হয়েছেন যিনি তার কাজের দ্বারা সন্মান অর্জন করে নিয়েছেন।
কাজের প্রতি সন্মান ও একনিষ্ঠতা না থাকলে কোন কাজই ঠিক মতো সম্পন্ন করা যায় না।এটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।
আপনার লেখা পড়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

একথা একদম সঠিক যে, কিছু ব্যক্তির সাথে দীর্ঘ সময় থাকার পরেও তার প্রতি শ্রদ্ধা জন্মায় না। অথচ পথচলতি কিছু মানুষ স্বল্পসময়ের পরিচয়েও শ্রদ্ধা অর্জন করে নেন। তার মধ্যে ঐ ব্যক্তিটিও একজন। সত্যিই ওনার ব্যবহার, কাজের প্রতি ওনার একনিষ্ঠতা আমাকে মুদ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে আমার লেখা পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66070.34
ETH 2691.62
USDT 1.00
SBD 2.88