You are viewing a single comment's thread from:

RE: ছোটো গল্প #২ – মদনবাবুর কিপ্টেমি

in Incredible India8 months ago

যে মানুষ বিয়ের আংটিতে পর্যন্ত এমন দুই নাম্বার কাজ কারবার করতে পারেন তার বৌ ডিভোর্স দিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক । আর চায়ের দোকানে ১টাকা কমানোর পদ্ধতিটাও সুন্দর।
তবে কৃপন হলেও অতটা যে খারাপ না সেটা বুঝা যাচ্ছিলো এটাাতেই যে,জামাইকে গ্যারেজে গাড়ি রাখতে দিয়েছিলেন সেই সাথে বৌকে নিয়ে ইউরোপ ভ্রমণ এর ইচ্ছে। এটা গল্প কিন্তু বাস্তবে মধ্যবিত্তদের জীবন আসলে অনেকটা এমনই। বড় একটা সপ্ন পূরণের জন্য জীবন থেকে এতটা না হলেও অনেক কিছুই ছেটে ফেলতে হয়।আর তাদের সবার এমন মেয়ে আর মেয়ের জামাই থাকে না যারা সপ্ন পূরন করবে।
ভালো লাগলো গল্পটা পড়ে। আরো গল্প পড়ার প্র‍ত্যাশায় রইলাম।

Posted using SteemPro Mobile

Sort:  

আপনি সঠিক বলেছেন, মধ্যবিত্তের অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবতার কারণে। তবে মদনবাবুর মত এতটা কিপটে হওয়া ঠিক নয়। মিতব্যয়ী হওয়া ভুল কিছু নয় কিন্তু ওনার মত হাড়কিপটে হওয়া মোটেও উচিত নয়। আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে নিজের বাবা বা শ্বশুরমশায়ের স্বপ্ন পূরণ করার জন্য কেউ থাকে না। নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59329.11
ETH 2528.70
USDT 1.00
SBD 2.47