You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || My 2nd January diary ||

in Incredible India8 months ago

ঠিকই বলেছেন আমাদের গৃহিনীদের জীবন এত বিরক্তিকর। এখনতো তবু মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে সময় কোনদিক দিয়ে কেটে যায় টের পাচ্ছেন না।একটা সময় আসে যখন সময় যেতে চায়না।
আমার এই অবস্থা শুরু হ'য়ে গিয়েছিলো ছেলেরা ৭/৮ ওঠার পর থেকেই। কারন সবকিছুই বাসার পাশেই।
এজন্যই অস্থিক হয়ে উঠে ছিলাম কিছু করার জন্য।
আর তখনই স্টিমিট প্ল্যাটফরমে আসা।
এখন ভালো লাগে যে এটা ভেবে এখন নিজের একটা আইডেন্টিটি আছে সাথে আপনাদের সবার সাথে পরিচয় হওয়া ও সুখ দুঃখ প্রকাশ করতে পারা একটা বাড়তি পাওয়া।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

সঠিক বলেছেন আপু , স্টিমিট প্লাটফর্ম টা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। আমরা এখানে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এবং অন্যের পোস্টগুলো পড়ে নিজেদের কষ্টটা বুঝতে ভুলে থাকতে পারি।

হয়তোবা আপনিও অনেক সময় পাচ্ছেন এখন যেহেতু ছেলেরা বড় হয়ে গেছে। তারপরও কিন্তু দেখেন অনেক সময়ের ভিতরেও আপনার নিজের জন্য কিন্তু সময় পাওয়া যায় না। আসলে মায়েদের অবসর বলতে কোন সময় নেই।
আশা করি স্টিমিট প্ল্যাটফর্মে, আমাদের এই নতুন পরিবার, নতুন সম্পর্কটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এভাবে সবসময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47