যান্ত্রিক জীবনের মাঝে সবুজে ঘেরা পাখির কলকাকলি মুখর ধানমন্ডি লেকের ( Dhanmondi Lake)ইতিহাস।

in Incredible India8 months ago (edited)

আজকে সকালে অনেকদিন পরে হাঁটার জন্য লেকের দিকে গিয়েছিলাম। আমি অবশ্য পায়ের সমস্যার কারণে লেকের খুব একটা ভেতরে ঢুকি নাই। আগে নিয়মিতই যাওয়া হতো।এছাড়া আমার ছেলেদের স্কুলও কখনো লেকের এই পাড় না হয় ওইপাড়ে থাকতো। যার কারনে সারাবছর লেকের পাড় দিয়েই দৌড়াতো হতো। পরে অবশ্য ওরা স্কুলের মেইনব্রান্চে চলে আসার পরে নিজেরাই যাওয়া শুরু করেছিলো,কারন এটা বাসার খুব কাছে। এটাও অবশ্য লেকের পাশেই।
ধানমন্ডি শেখ মুজিবের বাড়ির জন্য যতটা না পরিচিত তার চেয়ে বোধকরি ধানমন্ডি লেকের জন্য আরো বেশি পরিচিত।
ধানমন্ডির মাঝ দিয়ে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে। এটাকে ধানমন্ডির হার্টও বলা যায়।
চারিদিকের সুউচ্চ সব বিল্ডিং এর মাঝে অন্তত কিছুটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়।যেখানে এখানকার বাসিন্দারা কিছুটা সাচ্ছন্দে নিঃশ্বাস ফেলতে পারে।
এখনকার ধানমন্ডির চেহারা দেখলে চিন্তা করতে কস্ট লাগে যে মাএ শ'খানেক বছর আগেও এখানে উলুখাগড়া বন,ছন আর ধানক্ষেত ছিল।

আমার নানা শশুড়ের কথা শুনেছি তার এক প্রতিবেশির সাথে তিনি এখানে জায়গা কিনতে এসেছিলেন।তার সেই প্রতিবেশি ধানমন্ডিতে জায়গা কিনেছিলেন তখন।আমার নানা শশুড় জায়গা না কিনে বাড়িতে যেয়ে মন্তব্য করেছিলেন যে, এই ধানক্ষেত আর পানি কেনার জন্য ঢাকায় যেতে হয় নাকি।
এই জায়গার নাম ধানমন্ডি হওয়ার পেছনোও এই ধান এর গল্পই প্রচলিত আছে। শোনা যায় এখানে ধান সহ বিভিন্ন শস্যদানার বিক্রি করা হতো। আর মন্ডি মানে দোকান। এই কারনেই এর নাম হয়েছে ধানমন্ডি। পুরো ধানমন্ডির প্রায় ষোল ভাগ জায়গা জুড়েই এই লেক অবস্থিত।

অনেক বিশেষজ্ঞদের মতে, ধানমন্ডি লেক আসলে একটা হ্রদ আর এটি আদিতে পান্ডো নদী নামে পরিচিত ছিলো আবার অনেকের মতে, আদিতে ধানমন্ডি লেক ছিল পূর্বে কারেভান নদী নামে পরিচিত কাওরান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল । ঢাকা বিশেষজ্ঞদের ধারনা এটি বেগুনবাড়ি খাল, গ্রীন রোড, কলাবাগান, ধানমন্ডি লেক হয়ে তুরাগ নদীতে পতিত হতো। বৃটিশ আমলে এই এলাকায় বসবাস গড়ে উঠলে এই জায়গার স্বাভাবিক পানি ব্যবস্থায় পরিবর্তন আসে।

পন্চাশের দশকে আবাসিক এলাকা হিসেবে এই এলাকাকে গড়ে তুলা হয় আর তখনই সিদ্ধান্ত নেয়া হয় যে, এই এলাকার বাড়িগুলো দুই /তিন তলার ওপরে করা হবে না , সেই সাথে প্রতিটি বাড়িতেই বাগান থাকবে।
এখানো এই এলাকার পুরোনো বাড়িগুলোর দিকে তাকালে দেখা যায় বাগান ঘেরা ডুপ্লেক্স কিংবা ট্রিপ্লেক্স,যদিও এখন এই বাড়িগুলো হারিয়ে যেতে বসেছে।
ছোট ছোট তিনটা দ্বীপ আছে এখানে আর এই দ্বীপগুলোতে যাওয়ার জন্য ব্রিজ করে দেয়া আছে।

তবে এখন ৩২ এর শেখ মুজিবের বাড়ির সামনের ব্রিজ দুটো বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। একসময় এই ব্রিজদুটোই সবচেয়ে সুন্দর ছিলো সময় কাটানোর জন্য।
সামনের ফোয়ারার পানি বাতাসের ঝাপটায় এসে দাঁড়িয়ে থাকা লোকজন কিংবা পথচারীদের ভিজিয়ে দিতো মাঝে মাঝে। এখানে অবস্থিত, রবীন্দ্র সরোবর, ডিঙির মতো জায়গাগুলো নগরবাসীর যান্ত্রিক জীবনে কিছুক্ষনের জন্য হলেও সস্তি ফিরিয়ে আনে।
একসময় এখানেই ছিল রহস্যময় সেই জাহাজবাড়ি। ঘন সবুজের মাঝে লেকের পানিতে লাল রঙের সেই সেই বিশাল জাহাজ আকৃতির বাড়ির প্রতিফলন পথচারীদের মুগ্ধ করার পাশাপাশি এই বাড়ি সম্পর্কে জানার প্রতি আরো আগ্রহী করে তুলতো । যা এখন শুধুই স্মৃতি।


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png



Sort:  
 8 months ago 

ধানমন্ডি লেকটা দেখতে বেশ সুন্দর ছিল বিশেষ করে শাপলা ফটোগ্রাফি টা দেখতে অনেক সুন্দর আছিল। সবুজের মাঝে গোলাপের পদ্মফুল অনেক সুন্দর লাগছিল। ধানমন্ডি দুই ধারে পাশে গাছ গাছালি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। চারদিকে সবুজের সমগ্রহ এবং অক্সিজেনও খুব ভরপুর।

থ্যাংক ইউ দিদি ধানমন্ডিলের অপূর্ব কিছু ফটো আমাদের সাথে শেয়ার করেন।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

ধানমন্ডি লেকটা তো খুব সুন্দর আর আপনি ছবিগুলোও তুলেছেন অসাধারণ। লেকের দুই ধারে গাছ-গাছালি লেকটাকে অপরূপ সৌন্দর্য প্রদান করেছে।

আমি ধানমন্ডির নাম আগে শুনে থাকলেও ধানমন্ডি লেকের কথা এই প্রথমবার জানলাম আপনার কাছ থেকে। এটাও জানতে পারলাম যে ধান সহ বিভিন্ন শস্যদানা একসময় এখানে বিক্রি করা হতো। তার থেকেই এই অঞ্চলের নামকরণ হয় ধানমন্ডি।

ধন্যবাদ ধানমন্ডির এই অপরূপ ছবিগুলি সহ পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে মন্তব্য করার জন্য। শুআকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Loading...
 8 months ago 

হাটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী । আপনি যেহেতু অসুস্থ পায়ের সমস্যা তাই হাঁটতে পারেন না। তারপরও অনেক চেষ্টা করে আপনি হাঁটতে বের হয়েছেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। অবশ্য ঢাকা থেকে আমরা প্রকৃতি সৌন্দর্য বাসায় বসে উপভোগ করতে পারি না। খুব সকালে লেক বা পার্কে গেলে আমরা সেই সৌন্দর্যটা কিছুটা উপভোগ করতে পারি ।

আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান হলো অক্সিজেন। শীতের সকালবেলা সবুজ ঘাস উপবে শিশির বিন্দু দেখতে খুব ভালো লাগে। ঢাকার শহরের সকালবেলাটা যদি হাঁটা যায় তবে কিছুটা মুক্ত বাতাস পাওয়া যায় কিন্তু দিন যত বাড়তে থাকে তত বায়ু দূষিত হয়ে থাকে আর সেই পরিবেশটা আর পাওয়া যায় না । আপনার সুস্থতা কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ এত চমৎকার করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধানমন্ডির আদি ইতিহাস জেনে খুব ভালো লাগলো। বর্তমানে ধানমন্ডি এত ব্যস্ত একটি এলাকা যেখানে স্বাভাবিক কাজকর্ম করাই কঠিন। এটি আবাসিক এলাকা থেকেও এখন বাণিজ্যিক এলাকায় বেশি পরিণত হয়েছে। আর ব্যক্তিগত গাড়ি না থাকলে এই এলাকায় বাস করা প্রায় অসম্ভব। আপনি ধানমন্ডি লেকের পুরনো ইতিহাস তুলে ধরলেন। এবং ধানমন্ডির একটি অন্যান্য নদীর সাথে সংযুক্ত এটা আমি অবশ্য জানতাম না। অনেক নতুন তথ্য আপনার এই লেখার মধ্যে আজকে পেয়েছি। খুব ভালো লাগলো লেখাটি পড়ে।

 8 months ago 

ঠিকই বলেছেন এটা এখন যতোনা রেসিডেন্সিয়াল এরিয়া তার চেয়ে বেশি কমার্শিয়াল এলাকা।ধন্যবাদ এত চমৎকার করে মন্তব্য করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার বড় বোন ধানমন্ডি পাঁচে থাকেন। তাই খুব পরিচিত এই এলাকাটি। বিকেলবেলা ঘুরতে খুব ভালো লাগে। এত ব্যস্ত শহরে যান্ত্রিক শহরে একটু সবুজের ছোঁয়া। মনটা কেমন যেন হয়ে যায়। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। চিরচেনা ধানমন্ডি লেকের দৃশ্য। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার বিষয় নির্বাচনটা খুব চমৎকার ছিল। আসলে আমরা যান্ত্রিক হয়ে গিয়েছে। বাস্তবতা বলতে কিছুই নেই। তাই তা থেকে বেরিয়ে আসা উচিত।

 8 months ago 

ঠিক কথাই বলেছেন আপনি যে যান্ত্রিকতা থেকে বের হয়ে আসা উচিত আমাদের। ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 8 months ago 

আসলেই আপু, বাস্তব জীবনে আমাদের প্রকাশ করা উচিত। তাহলে জীবন আরো সুন্দর হবে। আর আবেগ নিয়ন্ত্রণ করার কোন বিকল্প নেই।
মাত্রা অতিরিক্ত আবেগ মানুষকে ধ্বংস করে
দেয়। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

পুনরায় রিপলািই দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 
  • ২০১৮ সালে আমি যখন ঢাকায় গিয়েছিলাম। তখন এই ধানমন্ডি লেক দেখার জন্য গিয়েছিলাম। আসলে শীতের সময় এই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে। কেননা তখন অনেক বেশি অতিথি পাখি ওখানে থাকে, পাখিদের চিৎকার চেঁচামেচি যে এত বেশি ভালো লাগে, যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না।

  • যদি মানুষের ভিড় থাকে তাহলে, অনেক বেশি কোলাহল থাকে। কিন্তু মানুষের যখন ভিড় থাকে না তখন জায়গাটা একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ। ঢাকা শহরে এরকম একটা জায়গা থাকবে আসলে আমি কখনো কল্পনাও করিনি, তবে আমি যেটা দেখেছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর। ধন্যবাদ আপনাকে ধানমন্ডি লেক নিয়ে এত সুন্দর একটা টপিক আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আমাদের দেশের গ্রামগুলির অনেক জায়গা আরও অনেক বেশি সুন্দর হয়।অনেক ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমি জানি গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গা আরও বেশি সুন্দর। বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে যে জায়গা গুলো রয়েছে। সেগুলো আরো নিরিবিলি পাখির কোলাহল যেটা ভালো লাগে। কিন্তু শহরাঞ্চলে এমন একটা জায়গা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তবে ধানমন্ডিতে এটা আছে যেটা দেখে আমি নিজেও অনেক বেশি আনন্দিত, ধন্যবাদ।

 8 months ago 

"ধানমন্ডি লেক" সম্পর্কে আপনার পোস্ট পড়ে অনেক তথ্য জানতে পারলাম। আর ছবির মাধ্যমে দেখতে পেলাম এই ধানমন্ডি লেকে সৌন্দর্য্য যা সত্যিই প্রশংসনীয়। এইরকম একটি পরিবেশের মধ্যে সকালবেলায় হাঁটতে পারাটাও সৌভাগ্য বলে আমি মনে করি। শাপলা ফুলের যে ছবিটি আপনি শেয়ার করেছেন, সত্যিই অসাধারণ। বিশেষ করে রংটা খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে ধানমন্ডি লেক সম্পর্কে এরকম তথ্য সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করার জন্য, যার মাধ্যমে অনেকের কাছেই এই ধানমন্ডি লেকের নামকরণের কারণ পরিষ্কার হবে। ভালো থাকবেন

 8 months ago 

সারাদিন তীব্র যানজট ভেতরে ধানমন্ডি লেকে ঢুকলে কিংবা হাটলে আসলেই ভালো লাগে।ধন্যবাদ এত চমৎকার ভাবে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

সত্যি ধানমন্ডি লেকটা অনেক সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। যান্ত্রিক জীবনের মাঝে সবুজে ঘেরা পাখির কলকাকলি মুখর ধানমন্ডি লেক।মানুষের কোলাহল থেকে মাঝে মাঝে সবুজের ঘেরা প্রকৃতির গাছ গাছালি থেকে প্রশান্তি নিঃশ্বাস খুবই শান্তিময়। চারদিকে সবুজের সমগ্রহ এবং অক্সিজেনও খুব ভরপুর।ধানমন্ডির আদি ইতিহাস জেনে খুব ভালো লাগলো। আপনি ধানমন্ডি লেকের পুরনো ইতিহাস তুলে ধরলেন। আমার কাছে বিষয়টা অজানা ছিল অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

আমরা সবাইতো সব কিছু জানি না।আপনি যা জাবেন সেটা আবার আমি জানি না।
ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার পোস্ট থেকে আমি অসাধারণ ছিলো দৃশ্য দেখতে পেলাম ‌।পাখি 🐦 ফটো গুলো ভালো তুলেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাখি নিয়ে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপনি আমার কমেন্ট এর রিপ্লাই করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।আমি আপনার রিপ্লাই পেয়ে অনেক খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

আপনি আবারও রিপলাই করেছেন এজন্য আমিও খুশি। আপনিও ভালো এবং সুস্থ থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47