Better Life With Steem | The Diary game | 31st December |

in Incredible India8 months ago

Black and Orange Aesthetic Halloween Photo Collage (3).png

সকাল

গতকাল থেকেই সবার মাঝে একটা উৎসবের আমেজ খেয়াল করেছি। বিশেষ করে আমার আশেপাশের লোকজন এর মাঝে। তবে সকালে উঠে আমার হাসবেন্ড এর মন সামান্য খারাপ দেখলাম। কারন আজকে ব্যাংক হলিডে, কোনধরনের লেনদেনে হবে না। কিন্তু তাদের অফিসে যেতে হবে।তবে অন্য দিনের মতো কোন তাড়া নেই যাওয়ার।
ধীরে সুস্থে নাস্তা করে ১০ টার দিকে জিন্স আর টিশার্ট পরে বের হতে দেখে আমি কিছুটা অবাক হওয়ায় সে হাসতে হাসতে জানালো যে আজকে স্মার্ট ড্রেস পরে যেতে বলছে তবে কেউ চাইলে স্কুল ড্রেসও পরতে পারে।

আসলে ওদের সবসময় সাদা কিংবা একদম লাইট ব্লু পরতে হয়। তবে সাদাটাই বেশি পরে। এই সাদা শাদা শার্টকেই ওরা মজা করে স্কুল ড্রেস বলে।ওইদিকে বড় ছেলে আর আমার ভাইয়ের ছেলেরা সকাল বেলাই মাংস কিনতে চলে গিয়েছিল। ওরা একাটাও বাজার থেকে মাছ মাংস কোনদিন কিনেছে কিনা সন্দেহ আছে পরে ওদের সাথে বাসার কেয়ারটেকারকে দিয়ে দিয়েছিলো।
আমার বড় ভাইয়ের বাসার ছাদের ওপর ওদের আশেপাশের ফ্রেন্ড সার্কেল আর তাদের ফ্যামিলি মিলে নিউইয়ার সেলিব্রেশন এর আয়োজন করেছে ওরা। গেস্ট বেড়ে যাওয়ায় ওর ৩ফ্রেন্ড বলেছিল যে, আমরা কয়েকটা মুরগি নিয়ে আসতেছি। তারা 'ইউনিমার্ট 'থেকে ২০০০টাকা দিয়ে তিনটা মুরগী নিয়ে আসছে।

Black and Orange Aesthetic Halloween Photo Collage (1).png

দুপুর

পরে, দুপুরে বড় ছেলে আর বাসায় আসে নাই। ওর মামার বাড়িতেই খেয়ে নেয়।ওদের বাবাও ব্যাংক থেকে বের হয়ে মিরপুর চলে যায়। সেখানেই দুপুরে খেয়েছে। যার কারনে ভাত আর আলু ছাড়া আর কিছু করি নাই কারন আগের দিন এর মাংস রয়ে গিয়েছিলো।
আমি আর আমার ছোট ছেলে দুপুরে এগুলো দিয়েই খেয়ে নেই। দুপুরের পরে বড় ছেলে সামান্য সময়ের জন্য বাসায় আসে।কিন্তু বার বার কল আসতে থাকায় আবারো চলে যায়। সন্ধার আগ দিয়ে আমার হাসবেন্ডও বাসায় চলে আসে।

রাত

সন্ধ্যার কিছুক্ষন পর থেকেই বার বার কল আসতে থাকে ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। কিন্তু আমিই একটু লেট করতে থাকি কারন ছোট ছেলের এক্সাম। কিন্তু দেখলাম যাওয়ার জন্য তারই আগ্রহ বেশি।যতই সময় গড়াচ্ছিল ততই অস্থিরতা বাড়তেছিলো ওর মাঝে।
পরে নয়টার আগ দিয়ে বাসা থেকে বের হই আর কয়েক মিনিটের মাঝে পৌঁছে যাই।যেয়ে দেকি বারবিকিউ করতেছে কয়েকজন। আরেক ভাবি মাংস রান্না করেছে আমার ভাবি ফিরনি রান্না করেছে আর আরেকজন সালাদ করেছে। স্টার কাবার থেকে নান এনেছে।
বারবিকিউ চলার পাশাপাশি সবাই মিলে গান গাইতে থাকে।আর গানে লিড দেয় বারী সিদ্দিকীর ছেলে ছেলে বিলাস । ও চমৎকার গান গায় ছোট থেকেই।
গান চলাকালীন সময়েই খাওয়া শুরু হয়ে যায়। পরে সবাই খাওয়া শেষ করে কাউন্ট ডাউন করতে থাকে বারোটা বাজার জন্য। তারপর একসাথে প্রায় প্রতিটা বাড়ি থেকেই আতশবাজি আর ফানুশ ওড়ানো শুরু হয়।এরপর অনেকেই চলে যোতে শুরু করে।

কিন্তু কারোরই কেক কাটার কথা মনে ছিল না হৈ-হুল্লোড় করতে গিয়ে। পরে কেক কাটা শেষ হলে আমি বাসার দিকে রওনা হই। ছেলেরা থেকেই যায়। ছোট ছেলে জানায় একটু পরেই চলে আসবে। আবারো নাকি খাবে সবকটায় যা যা রয়েছে। আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় দেড়টা বেজে যায়।
এরপর কয়েকটা কমেন্ট করে ঘুমিয়ে পরি।আর এভাবেই বছরের শেষ দিনটা শেষ হয়ে যায়।


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png



Sort:  
Loading...
 8 months ago 

স্কুল ড্রেসের গল্পটা ভালো লাগলো। আসলে কর্পোরেট অফিস গুলোতে এরকম ড্রেস্কোড থাকে, বিশেষ করে ব্যাংক গুলোতে।
বাড়ি সিদ্দিকী স্যারের গান তো কালজয়ী, বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের লেখা গান গুলো। ওনার যে ছেলেও গান করেন জানা ছিল না।

ভালো লাগলো আপনার ৩১ ডিসেম্বরের ডায়েরিটি পড়ে। শুভকামনা।

 8 months ago 

ব্যাংকের ড্রেসকোড মানতে গিয়ে আমার দুই ছেলের সাাদা শার্টও পরে পুরোনো করে ফেলছে।
বারি সিদ্দিকীর মেয়ে প্রিয়া গান গায় প্রফেশনালি।তবে সেটা খুব বেশি দিন থেকে না।আর বিলাসের বয়সতো অনেক কম আর ও বাইরেও চলে যাচ্ছে দ্রুতই। অনেক ভালো গান গায়। প্রফেশন হিসেবে নিলে ভালো করবে।

Posted using SteemPro Mobile

 8 months ago 
  • ধন্যবাদ আপনাকে আপনার দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। নববর্ষ উপলক্ষে আপনার ভাইয়ের বাসায়, আপনার ভাইয়ের ছেলে ও কয়েকজন বন্ধু মিলে নববর্ষ উদযাপন করবে তাই পার্টি দিয়েছে।

*ওরা কখনো বাজার করিনি এবং কখনো মুরগি ও কিনিনি তারপরও শখের বসে হয়তো গিয়েছে। আপনার বাসা থেকে আপনার ভাই ফোন করতে থাকে যাওয়ার জন্য। কিন্তু বাচ্চার সামনে পরীক্ষা থাকার কারণে আপনি যেতে চাচ্ছিলেন না। পরক্ষণে ই দেখলেন আপনার ছেলেরে যাওয়ার খুব আগ্রহ বেশি। তাই ওদের সাথে অংশগ্রহণ করলেন। এতই আনন্দে মেতে উঠেছিল যে ওরা কেক কাটার কথাই ভুলে
গিয়েছিল। নিঃসন্দেহে খুব মজা হল। বাচ্চাদের রেখে চলে আসছেন বাসায়। মোটামুটি ভালই কাটল আজকের দিনটি আপনার।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কমেন্টের রিপ্লাই দেওয়া জন্য। আসলেই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি।

 8 months ago 

আপানাকেও ধন্যবাদ আপনাকে রিপলাই দেয়ার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59281.73
ETH 2525.99
USDT 1.00
SBD 2.47