Better life with steem || The Diary Game || 18th August, 2024 ||

in Incredible Indialast month
IMG_20240819_020138.jpg
"মন ভালো করা একটা দিনের কিছু মুহুর্ত"

Hello,

Everyone,

আজ একটা অগোছালো দিন কাটালাম। অনেকদিন বাদে এমন একটা দিন কাটালাম, যেদিন বেশ কিছু বিষয়ে শুধুমাত্র নিজের ইচ্ছাটার গুরুত্ব দিয়েছি। কারণ প্রতিদিন রুটিন মাফিক জীবন যাপন বেশ কিছুটা গোছানো হয়। প্রতিটি কাজের পর আর কোন কাজটি বাকি, সেগুলোই ঘুরতে থাকে মাথার মধ্যে।

আসলে সকাল থেকেই আজকে টুপটাপ বৃষ্টি পড়ছিলো। পরিবেশটা এমন হয়েছিল যেন মনে হচ্ছিল অন্য কোনো কিছু নয়, শুধু চুপচাপ শুয়ে থাকি সারাদিন। তার ওপর আজ ছিলো অফিস ছুটির দিন, সুতরাং সবকিছু মিলিয়ে একটা এলোমেলো দিন কাটিয়েছি আজ, যার গল্প আপনাদের সাথে এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি

1672344690977_010726.jpg

"সকালবেলা"

IMG_20240818_010203.jpg

আজ রবিবার তাই, তাই রুটিন মাফিক সকালবেলায় ওঠার কোনো তাড়া ছিল না। তারপর গতকাল রাত্রে শুয়েছি একটু লেট করেই। শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন দেখে তারপর ঘুমিয়েছি। গতকাল দেরি করে ঘুমানোর মূল কারণ হলো, আমাদের এখানে রাস্তায় কাজ চলছে।

বেশ কিছুদিন যাবৎ জলের পাইপ বসানো হচ্ছে সব জায়গাতে। যেখান থেকে প্রত্যেকের বাড়িতে জলের লাইন যাবে। সারাদিন গাড়ি চলাচল করার কারণে রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজটি করতে পারে না। এই কারণে রাত ১১ টার পর থেকে কাজ শুরু করে, মূলত ভোরবেলা পর্যন্তই কাজ চলে।

স্টেশনের ওখান থেকে কাজ করতে করতে গতকাল আমাদের বাড়ির সামনেটাতে কাজ হচ্ছিলো। মাটি খোঁড়ার জন্য যে মেশিন ব্যবহার করে ওরা, সেটার আওয়াজ ছিল প্রচুর। আওয়াজ শুনে প্রশ্ন করাতেই উপরোক্ত কথাগুলো জানতে পারলাম শুভর কাছ থেকে।

সকালে যখন ঘুম ভাঙলো তখন বাইরে বৃষ্টি পড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৭ টা ৪০ বাজে। রোজকার সময়ে এলার্ম না বাজলেও, কেমন যেন ঘুমটা ভেঙে গেলো। তবে উল্টো দিকে ফিরে আবার শুয়ে পড়লাম। শশুর মশাইয়ের সুগার চেক করতে তখনও অনেকটা সময় বাকি ছিলো। মোটামুটি সাড়ে নটা নাগাদ সুগার চেক করে ইনসুলিন দেওয়া হয়।

IMG_20240818_010237.jpg

গভীর ঘুম না আসলেও তন্দ্রা মতন এসেছিলো। কিছুক্ষণ বাদে শুভ উঠে গেলো। আশ্চর্যজনকভাবে আমি কিছু বলার আগেই ও বললো,-" তুমি শুয়ে থাকো সুগার চেক করে আমি ইনসুলিন দিয়ে দেবো।" ব্যাস আমাকে আর কে পায়। উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম, বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে ১০.২৬ বাজে।

ঝটপট করে উঠে পড়লাম কতদিন বাদে যে এত বেলায় ঘুম থেকে উঠলাম তার কোনো হিসেব নেই। স্বভাবতই একটু অন্যরকম লাগছিলো। কিন্তু পরে নিজেই নিজেকে বোঝালাম আমিও মানুষ, কোনো যন্ত্র নই। নিচে গিয়ে দেখলাম শাশুড়ি মা ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছেন, তখন নিজের মনেই একটু স্বস্তি পেলাম।

IMG_20240818_010942.jpg

যাইহোক সুগার কম ছিল ইনসুলিন দেওয়া লাগেনি বলে শ্বশুর মশাই চিড়ে খেয়ে নিয়েছিলেন। তারপর আমি ধীরে সুস্থে সকলের জন্য রুটি ও ছোলার ডাল করলাম। আর এই প্রথমবার শুধুমাত্র নিজের জন্য আমি পরোটা করেছি, অন্যান্য দিন হলে নিজে হয়তো একটু মুড়ি খেয়ে নিতাম।

যাইহোক ব্রেকফাস্ট করার পর যথারীতি আমি কমিউনিটির কাজ নিয়ে বসলাম। শাশুড়ি মা চলে গেলেন রান্না করার দিকে, শুভ বসে পড়লো ফোন নিয়ে, কারণ বৃষ্টির জন্য বাইরে আড্ডা দিতে যাওয়ার উপায় ছিল না। আর শশুর মশাই ঘুমাচ্ছিলেন।

1672344690977_010726.jpg

"দুপুরবেলা"

IMG_20240818_010850.jpg

দেরি করে ঘুম থেকে উঠাতে আজ দুপুরটাও যেন বড্ড তাড়াতাড়ি চলে এলো। বাইরে যে হারে বৃষ্টি পড়ছিল তাতে সকলে একমত হয়ে সম্মতি জানালো দুপুরে আজ খিচুড়ি রান্না হবে। তার সাথে বেগুনি আর ইলিশ ভাজা। আমি স্নান সেরে পূজো দিয়ে নিলাম। শাশুড়ি মা রান্না সেরে নিলো।পরে শুভ এবং শশুর মশাইয়ের স্নান হলে, আমরা একসাথে খেতে বসলাম।

তবে দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে ছবিটা আমি তুলতে পারিনি। অন্য একটা বিষয় নিয়ে সকলের সাথে কথা বলতে বলতেই লাঞ্চে বসে পড়েছি, তাই ছবি তোলার কথা একদমই ভুলে গিয়েছি। খেতে বসেই সিদ্ধান্ত নিলাম আজ দুপুরে একটা সিনেমা দেখবো। অনেক দিন কোনো সিনেমা দেখা হয় না।

শুভকে বলতেই ও আমাকে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার কথা বলে। আসলে সাউথ ইন্ডিয়ান সিনেমা আমি দেখতে পছন্দ করি না, কারণ হিন্দিতে ডাবিং করা হয় বলে দেখতে খুব একটা ভালো লাগে না। তবে সেখানকার সিনেমার স্টোরিগুলো খুব ভালো হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাইহোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আজ দেখব একটি সিনেমা।

IMG_20240818_010807.jpg

সিনেমাটার নাম মহারাজা। যদি আপনাদের মধ্যে কেউ দেখে না থাকেন, নিশ্চয়ই দেখবেন। অসাধারণ একটি সিনেমা। দেখার পর মনে হলো সিনেমাটা না দেখলে অনেক কিছু মিস করতাম।

আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম শাশুড়ি মায়ের তৈরির কুলের আচার খেতে খেতে আজকে দুপুরের সিনেমাটা আমি এনজয় করেছি। এটা শুধুমাত্র লেখার জন্য লিখছি না, সত্যিই আজ দুপুর বেলাটা মন থেকে খুবই উপভোগ করেছি। অনেক দিন বাদে এমন একটা দুপুর কেটেছে আমার।

1672344690977_010726.jpg

"সন্ধ্যাবেলা"

IMG_20240818_012632.jpg

সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্ধ্যা পূজো দিয়ে নিয়েছি এবং প্রতিদিনকার দায়িত্ব বুমিং এর কাজ নিয়ে বসে পড়েছিলাম। দুপুর বেলাটা যেহেতু খুব ভালো কেটেছিল তাই মনটাও বেশ ভালো লাগছিল। আর আশ্চর্যজনকভাবে সন্ধ্যাবেলাতেও পাশে মোবাইলে হালকা আওয়াজে নিজের পছন্দের গান চালিয়ে, কমিউনিটির কাজগুলো সম্পন্ন করেছি।

IMG_20240818_013015.jpg

বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় শুভ সন্ধ্যা বেলায় বেরোলো বন্ধুদের সাথে আড্ডা দিতে। শাশুড়ি মা ও শ্বশুরমশাই আজ অনেকক্ষণ ঘুমিয়ে ছিলেন। পরে দুজনে উঠে নিজেদের মতন চা করে খেয়েছেন। আমি আমার ঘরে বসে কমিউনিটির কাজ দেখেছি, আর পিকলু আমার ঘরে ঘুমিয়েছে।

কিছুক্ষণ বাদে হঠাৎ মনে পড়াতে আজ আবার সময় বের করে মাথায় তেল লাগিয়েছি। এর কারণ আগামীকাল শ্যাম্পু করবো। তাই ভাবলাম আজ যেহেতু গরম একটু কম আছে, তাই মাথায় তেল দেওয়া যেতেই পারে। অন্যান্য দিন এরকম মনে হলেও অলসতা করে দেওয়া হয় না। তবে আজ নিজের জন্য এটুকু সময় বের করেছি।

1672344690977_010726.jpg

"রাত্রিবেলা"

IMG_20240818_014832.jpg

বেশ কিছুক্ষণ বাদে যথারীতি শ্বশুর মশাইয়ের সুগার চেক করে দেখলাম ইনসুলিন দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই ওনাকে ইনসুলিন দিয়ে তিনটে রুটি তৈরি করলাম। রাতে শুভ আবার খিচুড়ি খেয়েছে। শাশুড়ি মা ও আমার জন্য একটু ভাত করেছিলাম, সেটুকুই খেয়ে নিয়েছি। আর শেষে আমি একটু শোন পাপড়ি খেলাম।

বেশ কিছু কাজ প্রতিদিনকার নিয়মের বাইরে হলেও আজকের দিনটা সত্যিই বেশ ভালো কেটেছে। কেন জানি না আজ প্রকৃতি, বাড়ির পরিবেশ, শশুর মশাইয়ের শরীর, নিজের মন, সমস্ত কিছুই অদ্ভুত রকম ভাবে মোটামুটি ভালো ছিলো।

আর আশেপাশের সমস্ত কিছু ভালো থাকার জন্যই বোধ হয় অনেকদিন বাদে আজ একটা সুন্দর দিন কাটিয়েছি। জীবনে ব্যস্ততা থাকবে, কষ্ট থাকবে, অভিযোগ থাকবে, তার পাশাপাশি এরকম কিছু সুন্দর মুহূর্তই বোধ হয় আমাদেরকে বাঁচিয়ে রাখে।

আশা করি আপনাদের সকলের দিনটা খুব ভালো কেটেছে। আগামী সমস্ত দিন খুব ভালো কাটুক, এই প্রার্থনা করে আজকের লেখা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...


Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications

Curated by : @enamul17

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62926.06
ETH 2580.90
USDT 1.00
SBD 2.78