বিশেষ দিন টি একটু বিশেষ ভাবেই কাটানো চেষ্টা

in Incredible India8 months ago
IMG-20240101-WA0001.jpg

Happy New Year everyone

কেমন আছেন বন্ধুরা। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বছরের প্রথম দিন। দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে গেল। মনে হয় সেদিন নববর্ষ উদযাপন করলাম। কিভাবে দিনগুলো চলে যাচ্ছে টেরি ই পাচ্ছিনা। জীবন থেকে আস্তে আস্তে দিনগুলো খসে পড়ছে। একসময় জীবন প্রদীপ নিভে যাবে। থমকে যাবে সব। এটাই প্রকৃতির রীতি।

IMG20240101111135.jpg
IMG20240101095644.jpg
IMG20240101110422.jpg

সকালে ঘুম থেকে উঠে একটু কেমন যেন লাগলো। চট করে পিছনে ফিরে তাকালাম। বিগত বছরের চাওয়া পাওয়ার হিসেব গুলো মিলিয়ে নিতে বসলাম। কিছু হিসাব তো অমিল ই রয়ে গেল। এটাই জীবনের রীতি। জীবনের সব হিসাব মিলে না। চাওয়া পাওয়া তারতম্য সবসময় ছিল থাকবে। এভাবে ই আমাদের চলতে হবে।

তো আলহামদুলিল্লাহ, বিগত বছরের যা পেয়েছি তার জন্য লাখ লাখ শুকরিয়া। আর যা পাইনি তা হয়তো ভালোর জন্যই পাইনি। সৃষ্টিকর্তা যা ভালো মনে করেন তাই করেন। যদিও ক্ষনিকের জন্য মনে হয় কেন এমনটা হল, এমন না হলেও তো পারতো।

কিন্তু সার্বিকভাবে চিন্তা করলে দেখা যায় আমার ভালোর জন্যই হয়নি। তাই একথাই মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

IMG20240101094725.jpg

তো আমি সকালবেলা কর্মস্থলে চলে যাই। আজ বই উৎসব ছিল ছিল। আমাদের কারখানার এমডি সাহেব
বাচ্চাদের হাতে পড়ে তুলে দেন। মেধা তালিকায় যারা রয়েছে তাদের বইগুলো উনি দেন। বাকিগুলোর শ্রেণিকক্ষে দেওয়া হয়।

বই বিতরণ শেষে সবাই কেক কেটে নতুন বছরকে বরন করে নেই। একে অন্যের সাথে ভাব বিনিময় করি।স্কুল থেকে বাসায় আস্তে আস্তে প্রায় একটা বেজে যায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ছাদে যাই।

ছাদে গিয়ে দুই একটা কমেন্ট করি, এদিকে আবার দেখি যে আমাদের টুর্নামেন্টের রেজাল্ট দিল। আমাদের কমিউনিটিতে টুর্নামেন্ট চলছিল, ম্যাম আগেই বলেছিল যে নববর্ষের দিন দিবে রেজাল্ট। আমি বুঝতে ছিলাম যে, আমাদের টিম হেরে যাবে। শুরু থেকে ই তকদির আমাদের সাথে বৈরি আচরণ শুরু করেছিল। তারপর ও আমরা মোটামুটি ভালই করেছি আলহামদুলিল্লাহ। আমাদের কয়েক জনের পারফরম্যান্স ভালোই ছিল। কিন্তু দুই একজন তেমন পারফমেন্স করতে পারেনি। এদিকে হঠাৎ করে ই বায়েজিদ ভাইয়ের মা মারা গেল। তাই ওনার দ্বারা তো আর পারফরম করা করা সম্ভব ছিল না।

কিছু করার ছিল না, বিপদ তো আর বলে আসে না।
তাই ভেবে নিয়েছিলাম আমাদের টিম জিতবে না। তবে আমি আমার পারফরম্যান্স অব্যাহত রেখেছি।
তাই আলহামদুলিল্লাহ ম্যান অফ দা সিরিজ হয়েছি।
আমার মনে হয় এই নববর্ষে এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার।

এদিকে আসরের আযান দিয়ে দিল , তাই বাসায় এসে আসরের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পরে কলিগ ফোন দিয়ে বলল, বাহিরে ঘুরতে যাবে। তাই আমি জটপট রেডি হয়ে গেলাম।

IMG-20240101-WA0002.jpg
IMG20240101170839.jpg
IMG20240101172340.jpg

তারপর চিন্তা করলাম কোথায় যাওয়া যায়, কিছুদিন আগে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে "হাংরি হাট" তাই দুজনে ওই রেস্টুরেন্টে ই গেলাম। কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে, দুজনে মিলে কয়েকটি ছবি তুলে নিলাম বছরের প্রথম দিন বলে। দুজনেই খেয়ে গিয়েছি দুপুরে, তাই খুব একটা খিদে ছিল না, আসলে আমরা ঘুরার জন্য গিয়েছি, পেট পুজো তো বাসায় সেরে নিয়েছি।

শুধু শুধু বসে থাকলে তো আর হয় না, কিছু একটা অর্ডার তো করতেই হয়, তাই দুজনে দুটো স্যান্ডউইচ অর্ডার করলাম। দুটো স্যান্ডউইচ দাম ছিল২০০ টাকা। মোটামুটি ভালই লেগেছিল খেতে।

দুজনে মিলে খানিকক্ষণ হাঁটলাম। হালকা পাতলা কথা বললাম। একে অন্যের সাথে মন বিনিময় করলাম। সামনে দেখি যে তান্দুরি চা বিক্রি হচ্ছে।

IMG20240101174516.jpg
IMG20240101174758.jpg

তাই আবার ভাবলাম একটু চা খেলে মন্দ হয় না। দুজন দুটো চায়ের অর্ডার দিলাম। দু কাপ চায়ের দাম ছিল ৬০ টাকা।

এরপর একটা অটোরিক্সা করে। বাসায় চলে আসলাম। বছরের প্রথম দিন টি মোটামুটি ভালই কাটালাম। আর যার সাথে আজকে সময় কাটালাম। সে হলো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। কলিকদের মধ্যে ওর সাথে আমি সবচেয়ে বেশি সময় কাটাই।তাই বছরের প্রথম দিনটা ওর সাথে ই কাটানোর চেষ্টা করলাম।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সর্বোপরি মনের যত্ন নিবেন।
আবারো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

আল্লা হাফেজ।

Sort:  
 8 months ago 

নতুন বছরের শুভেচ্ছা রইলো। গতকাল বই উৎসব ছিল এটা নিউজে দেখেছিলাম।স্কুলের বাচ্চাদের আনন্দ দেখতে ভালোই লাগার কথা।
বিকেলে কলিগের সাথে বের হয়েছিলেন।হাংরি হাট নামের রেস্টুরেন্টে স্যান্ডউইচ খাওয়া শেষ করে মটকা চা খেয়ে বাসায় ফিরে এসেছিলেন।
চমৎকার একটা দিন কাটিয়েছেন বুঝাই যাচ্ছে।শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

Happy New Year appu. বই উৎসব গতকাল কের নয়, আজকে ছিল। সারাদেশেই বই উৎসব চলছে। নতুন বই পেয়ে বাচ্চারা খুব আনন্দিত। ইনশাল্লাহ আমি আগামী কালকের দিন লিপিতে
তা উল্লেখ্য করব। জ্বী আপু এই রেস্টুরেন্টে আমি আর কখনো যাইনি। লোক মুখে শুনেছি ভালই খাবার। চা টা ও দারুন লেগেছিল। আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা ভালই
কাটালাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Loading...
 8 months ago 

প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

এমনিতেই বিশেষ দিন তার উপরে আবার প্রিয়জনদের সাথে পছন্দের রেস্টুরেন্টে যেয়ে গল্প করা খাওয়া-দাওয়া করা এটা তো অনেক মজার ব্যাপার।
মটকা চা বেশ পছন্দ করি, বিশেষ করে প্রিয় মানুষটির সাথে বসে খেতে, ধন্যবাদ খুব সুন্দর একটি দিন কাটানোর জন্য।

 8 months ago 

আপনাকে নববর্ষের শুভেচ্ছা আপু। হ্যাঁ প্রচেষ্টা করেছি একটু আনন্দঘন মুহূর্তে থাকার জন্য। গত কয়েক সপ্তাহ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম।
ঘরে বাইরে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে
গিয়েছি।

  • আর ও হচ্ছে আমার বেস্ট বন্ধু। ওর সাথে আমি প্রায় অনেক জায়গাতেই চাই। তাই খুব ভালো কেটেছে দিনটি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন একটা বছর এভাবেই কাটে। দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি।
 8 months ago 

শুভ ইংরেজি নববর্ষ ২০২৪ বই বিতরণ শেষে সবাই কেক কেটে নতুন বছরকে বরন করে নিয়েছেন।

নতুন বছরে নতুন বইয়ের বই পাওয়া অন্যরকম একটি আনন্দের। আর এই বিশেষ দিনটি একটু বিশেষভাবে কাটানোর চেষ্টা করছেন ধন্যবাদ আপনার কাটানোর দিন টা আমাদের কাছে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন একটা বিশেষ দিনটা একটু বেশি ভাবে কাটানোর চেষ্টা করেছি। আর নতুন বইয়ের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমরা যখন ছোট ছিলাম এগুলো বইয়ের জন্য অধীর আগ্রহে থাকতাম। মা আবার মলাট করে দিতে বইগুলোতে যাতে দীর্ঘদিন যায়।

  • ছাত্র ছাত্রীরা হাতে যখন বই তুলে দিয়েছিলাম। তখন আমারও ছোটবেলার কথা মনে পড়ে
    গিয়েছিল। বইগুলোকে বুকে জড়িয়ে নিয়ে যেতাম। মনে হতো অমূল্য রতন। প্রতিদান বইয়ের কথা ছিল আমাদের আবেগ। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
 8 months ago 

নতুন বছরের নতুন বই পাওয়া অনেক একটি আনন্দের ব্যাপার। বছরের প্রথম দিনের আপনার প্রিয় বন্ধুর সাথে নতুন একটি রেস্টুরেন্টে যেয়ে গল্প করা এবং অনেক খাওয়া-দাওয়া করা একটি মজার ব্যাপার। সবশেষে তারপর মটকা চা খেলেন এরপর বাসায় গেলেন। থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটি দিন কাটালেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করলে।

 8 months ago 

*হ্যাঁ আপু আপনি একদম ঠিকই বলেছেন বছরের প্রথম দিন বই পাওয়া অন্যরকম। যদিও আমাদের সময় বছরের প্রথম দিন নতুন বই
পাওয়া যেতো না। আর মটকা চা টা খুব মজার
ছিল। দুজনে বসে গল্প করছিলাম আবার গরম গরম। সত্যি কথা বলতে বছরের প্রথম দিনটা খুব ভালোভাবেই কেটেছে আমার আলহামদুলিল্লাহ।

 8 months ago 

আমি মনে করি আমরা সকলে বিশেষ দিন বিশেষভাবে কাটানো চেষ্টা করি।। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি অনেক আনন্দের সাথে স্কুল থেকে বই নিতাম।। আজ আপনার পোষ্টটি পড়ে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল।।

 8 months ago 

তাই আসলে নতুন বইয়ের প্রতি সবার একটি আলাদা কদর। আমারও জেনে ভালো লাগতো আপনি নতুন চিনতে পছন্দ করতেন। আমার পোস্টে পড়ে আপনার অতীতের স্মৃতি মনে পড়েছে এটাই। অতীতের পড়া সবার জীবনেই
নড়ে। কিছু ঘন্টার অতিক্রম করার পরই অতীত হয়ে যায়। তাই আমাদের জীবনের সিংহভাগ জড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে অতীতকে ভুলা কঠিন ব্যাপার। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

অতীত এমনই এখন যেটা করতেছি কিছুক্ষণ পর এটি অতীত হয়ে যাবে।। আর কোন এক কাজের মাধ্যমে আবার সেই অতীতের কথা মনে পড়ে।

 8 months ago 

অতীত হচ্ছে এলাম ঘড়ির মত ‌। যা মানুষকে স্মরণ করিয়ে দেয়। আরে অতীতকে ভুলেও সম্ভব নয়। কিছু কিছু অতি স্মৃতি আছে যা বাঁচিয়ে রাখতে মানুষকে সাহায্য করে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59241.40
ETH 2525.12
USDT 1.00
SBD 2.47