Better life with steem|| The Diary Game || 3rd January 2024, আমার আজকের দিন:

in Incredible India8 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240103_095735.jpg

আজ সকালটাও অন্যান্য দিনের মতো কাটল।ঘুম থেকে উঠেছি সকাল ৭:৩০ এ। ভয়ানক ঠান্ডা পড়েছে কয়েকদিন। আজও তার ব্যতিক্রম নয়। আজ সকালে মনে হচ্ছিল গায়ে কউ ছুরি দিয়ে আঘাত করছে এমন ঠান্ডা লাগছিল। কিছু সময় শুয়ে ছিলাম কম্বলের নিচে।এরপর ৮:১০ এ বিছানা ছাড়লাম।দরজা খুলে বাইরে গিয়ে যখন দাড়ালাম তখন ঠান্ডা আরও অনুভব হতে লাগল কারণ উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইছে।দ্রুত নিচে নেমে গেলাম,মাকে বললাম গরম জল দিতে।পাশেই তাকিয়ে দেখি ঠাকুরমা দুই হাড়ি জল গরম করছে বাইরের একটা চুলায়। শীতকালে গরম জল করার জন্য বাইরে চুলা করা হয়ে থাকে।এরপর ওখান থেকে জল নিয়ে উপরে চলে এলাম।

IMG_20240103_203234.jpg

ওয়াশরুমে ঢুকে মনে পড়ল কিছু জামা কাপড় ধোয়ার আছে।বহুদিন জামা কাপড় নিজে হাতে ধুইনা।খুব ঠান্ডা পড়েছে তাই ইচ্ছা করছে না এসব কাজ করতে কিন্তু কাজটা যে করতেই হবে আজ তাই শুরু করলাম।এরপর ওগুলে ধুয়ে নিজে স্নান করে বের হয়ে দেখি সকাল ৯:০৫ বাজে।হাতে সময় আছে ১৫ মিনিট।এর ভিতর বাড়ি থেকে বের হতেই হবে।দ্রুত নিচে নেমে গেলাম।মাকে খাবার দিতে বললাম।মাও দ্রুত খাবার দিল এবং লাঞ্চ রেডি করে ব্যাগে ভরে দিল।আমি এরপর দ্রুত বাইক নিয়ে বেরিয়ে গেলাম।ঠান্ডার তীব্রতার কারণে মোটামুটি প্যাকেট হয়েই বের হলাম।অফিসে পৌঁছাতে সকাল ০৯:৫০ বেজে গেল।

এরপর তো দেখি সিঁড়ি দিয়েই ওঠা যাচ্ছে না এত লোক ভিড় করেছে।কি আর করা বুঝেই গেলাম আজ আমাদের কপলাে দুর্গতি আছে। টেবিলে বসা মাত্রই তরিকুল ভাই আমাকে কফি অফার করল।কফিটা খেতে খেতে ওয়াইফকে জানিয়ে দিলাম আমি ঠিকঠাক পৌঁছেছি।যাইহোক এরপর যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো।সারাদিন কাজের চাপে ওষ্ঠাগত হয়ে উঠতে লাগলাম।এরপর দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেল।১:২০ এ লাঞ্চ রুমে চলে গেলাম।খাওয়া দাওয়া করে কিছু সময় বিশ্রাম নিলাম।এরপর পুনরায় কাজ করছি।বিকালে স্যার কয়েকটা ক্যালেন্ডার দিল।

Screenshot_20240103-221406.jpg

Source: টিউটোরিয়াল ক্লাস চলাকালীন মোবাইলে স্ক্রিনশট নেয়া।

তারপর কাজ শেষে বাড়িতে আসলাম,বাড়িতে পৌঁছে দেখি ৭:০০ টা বাজে।কিছু সময় পর আমার কাজিন তন্ময় আসল বাড়িতে।ও জানাতে এলো আজকেও কাকি খেতে যেতে বলেছে।এদিকে আবার আজ টিউটোরিয়াল ক্লাস ছিল কমিউনিটির তাই আমি ৯:০০ টার আগেই খাওয়া দাওয়া শেষ করতে চেযেছি।আমি,পার্থ,আর আমার দুই কাজিন সিস্টার খেতে গেলাম এক সাথে।আমরা ওখানে গিয়ে কিছু তেলে ভাজা পিঠা খেলাম।এরপর কাকিকে বললাম খাবার দিতে।সে আমাদের খাবার দিল টেবিলে।খেতে খেতে প্রায় ৮:৫০ বেজে গেল।আমি খাওয়া শেষ করে আর দেরি করলাম না।

IMG_20231227_225937.jpg

এরপর বাড়িতে এসে দ্রুত ফ্রেশ হয়ে কম্বলের নিচে বসলাম এবং ৯:০০ টা বাজলেই কমিউনিটির ক্লাসে জয়েন করলাম।অ্যাডমিন ম্যাম অনেক কিছু শিখাল।ক্লাস শেষ করার পর পার্থ কফি নিয়ে এল।কফি খেয়ে ওর সাথে কিছু সময় গল্প করলাম। এরপর আগামীকালের আশায় ঘুমাতে গেলাম।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
Loading...

যথেষ্ট ব্যস্তময় দিন কেটেছে আপনার। এত ব্যস্ততার মধ্যেও আপনি যে নিয়মিত স্টিমিটে পোস্ট করেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গত মাসের কনটেস্টের শেষ সপ্তাহে আপনার কমেন্ট সংখ্যা সত্যিই প্রশংসার যোগ্য। ভালো থাকবেন। আপনার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইলো।

 8 months ago 

মাসের শুরু তাই হয়তো বা মানুষের অনেক বেশি আনাগোনা, সেজন্য আপনাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে। আসলে অতিরিক্ত কাজ করতে গেলে মানুষ অনেক বেশি হাঁফিয়ে ওঠে। যেমনটা আজকে আপনার অবস্থা হয়েছে। যাই হোক বাসায় এসে দ্রুত আপনি কম্বলের নিচে নিজেকে জায়গা দিয়েছেন। আপনার দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে। তার পরেও টিউটোরিয়াল ক্লাসে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

 8 months ago 

আপনি প্রতিদিনের মতই আজকে খুব সকালে উঠে সব কাজকর্ম সেরে ফেলেন তারপর দেখলেন সব গুলো কাজ করতে করতে প্রায় ৯ টা বেজে যায় ৷ তারপর কফি খাওয়া সেরে ফেলে দুপুরে চলে যান লাঞ্চ করতে ৷ তারপর টিউটোরিয়াল ক্লাসের স্কিনশর্ট নিয়েছিলেন অনেক ব্যস্ততার মধ্যেও ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। সকাল টা প্রতিদিন খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়।তারপর অফিসে পৌঁছানোর পর ভিন্নরকম ব্যস্ততার ভিতর কেটে যায়।
ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

এই শীতের মধ্যে গোসল আর কাপড় ধোয়ার ঝামেলা টা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া গেলেও গোসলের কোন বিকল্প নেই। সারাদিন আপনার ভালোই ব্যস্ততায় কেটেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59185.02
ETH 2522.04
USDT 1.00
SBD 2.47