শেষবারের মতো পিকনিক হোস্টেলে

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবে।

আপনারা হয়তো অনেকেই জানেন যে কয়েকদিন আমি কলেজ বিদায় সম্পর্কে অনেক কিছু বলেছি সেখান থেকে আজ আমি হোস্টেল সম্পর্কে কিছু বলবো । কলেজ হোস্টেল এ আমি আমার অনেক বন্ধু সেখানে একসাথে থেকেছি। তাদের সাথে চারটা বছর পার করে দিলাম সময় যে কোনদিক দিয়ে চলে গেলো ঠিক বুঝতেই পারলাম না।

IMG20230619201350.jpg

যাই হোক এর আগেও আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই নিয়ে অনেক গল্প এর পোস্ট করেছি আপনারা অনেকেই এই বিষয় এ অনেক কমেন্ট করেছেন। তার জন্য ধন্যবাদ আপনাদের আজ আমি আমাদের হোস্টেল এর শেষ বারের আয়োজন এর কথা বলবো ।

আমাদের তো কলেজ এ বিদায় হয়ে গেলো আর তো সবাই সেই আগের মতো কোনো প্ল্যান ছাড়াই যে পিকনিক এর আয়োজন করতাম সেটি আর হবে না । সবাই একসাথে বসে খাওয়ার মজা হয়তো আর হবে না আমরা সবাই জানি এখন সবাই আলাদা হয়ে যাবো।

IMG20230619191632.jpg

যেহেতু ফোন এর যুগ যোগাযোগ করাই যাবে কিন্তু সেই আগের মতো আর হবে না সবাই থাকবে কাজ এ ব্যস্ত। সেদিন আমরা শেষ বার এর মতো অনেক মজা করেছি সবাই একত্রিত হয়ে আবার ও বললাম আমরা কখনো আলাদা হবো না যেমন বন্ধু হয়ে আছি আমরা দশ বছর পরেও আমরা এমনই বন্ধু হয়ে থাকবো কেউ কাউকে ভুলে যাবো না ।

এরপর এ আমি বললাম হুম ঠিক আছে কথা দিলাম তোরাও কথা দে এইভাবেই আমাদের বন্ধুত্ব সারাজীবন থাকবে এখন চল রান্নার জন্য জিনিস পত্র নিয়ে আসতে হবে সময় চলে যাচ্ছে। তখন সবাই চলে গেলাম দুই জন গেলো বাজার এ আমি আর আরেক বন্ধু গেলাম জ্বালানি নিয়ে আসতে।

IMG20230619191616.jpg

সবাই কাজ করলাম যাতে একটু তাড়াতাড়ি হয় এরপর সবাই সবার কাজ করে ফেললো এরপর আমার এক বন্ধু আল আমিন সে মুরগি খুব ভালো কাটতে পারে তাই তাকে মুরগি কাটতে দেওয়া হলো। আর আমরা কয়েকজন মসলা বাটা শুরু করলাম এইসব করতে করতে রাত হয়ে গেলো।

আসলে আমরা এইসব কাজ এ তেমন পারদর্শী না যেমন তেমন ভাবে রান্না করি সেটাই সুস্বাদু হয়ে যায়। এইসব কর্মকাণ্ড দেখে অনেকেই হাসাহাসি করে আমরাও এতে মজা করি যেমন তেমন ভাবে বলতে খারাপ ভাবে না ভিডিও দেখে আমরা অনেক কিছু রান্না শিখে ফেলেছি।

এরপর আমরা রান্নার কাজে হাত দিলাম রান্নার কাজ শেষ হতে হতে অনেক সময় হয়ে গিয়েছিলো আমরা ঠিক করেছিলাম যে হোস্টেল এর ছোট ভাইরা যারা আছে তাদের সবাইকে খাওয়াবো । ঠিক তাই করেছি এবং স্যার এরাও হোস্টেল এ থাকতো তাদের ও দাওয়াত দেওয়া হয়েছিলো।

IMG20230619214031.jpg

আমাদের রান্নার কাজ শেষ হয়ে যাওয়াই শেই সময় সময় স্যার গুলো ও চলে এসেছিলো তারপর তাদের বসতে দেওয়া হলো এবং ছোট ভাইদের ও ডাক দেওয়া হলো ।
সবাইকেই সারি সারি বসানো হলো জায়গা একটু ছোট হওয়াই অনেকেই খাটের উপর এ বসেছিলো। তারপর আমি পানির দায়িত্ব এ ছিলাম সবাই কে পানি দিবো বলে।

IMG20230619214157.jpg

তারপর বন্ধু সজিব সে খাবার দেওয়ার দেওয়ার দায়িত্বে ছিলো তারপর সবাইকে ভালো ভাবে সেইদিন খাওয়াতে পেরেছিলাম এতে আমরা অনেক আনন্দিত ছিলাম। তখন স্যার আমাদের জন্য দোআ করলো যেন এইখান থেকে গিয়ে জীবন এ আর ও ভালো কিছু করতে পারি। খাওয়ার শেষ এ আমরা অনেকেই এইসব নিয়ে কথা বললাম।

আমরা ও চলে যাবো বলে ছোট ভাইদের ভালোবাবে থাকতে এবং ভালোভাবে পড়াশোনা করার কথা বললাত এবং তাড়া যেনো আমাদের সাথে যোগাযোগ রাখে সেটাও বললাম।

এইছিলো আমার পোস্ট আশাকরি সবারই ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরেকটি গল্প নিয়ে আসব আর পোস্ট টি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 last year 

বন্ধুত্বের বন্ধন যদি অটুট থাকে অবশ্যই আপনাদের আবার সবার একসাথে দেখা হবে। সবাই একসাথে মিলে পিকনিকের এই আনন্দ নিতে পারবেন।

বিদায় অনুষ্ঠান আর বিদায় বেলা আসলে খুবই কষ্টকর। কত বছর সবাই একসাথে ছিলেন, হাসি আড্ডা মজাই মেতে ছিলেন। আজকে যে যার মত চলে যাবে তার গন্তব্যে।

হয়তো এভাবে আর কখনোই একসাথে দেখা হবে না। কিন্তু যদি বন্ধুত্বের এই অটুট বন্ধন বজায় রাখতে পারেন অবশ্যই একদিন না একদিন আবার একত্রিত হতে পারবেন। বর্তমানে যেহেতু টেকনোলজির যুগ চাইলেই সম্পর্কটাকে মজবুত করা যায়।

যাইহোক ভাই আপনার জন্য দোয়া রইল যাতে আবারও আপনার বন্ধু-বান্ধবের সাথে এই আনন্দময় মুহূর্ত কাটাতে পারেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য আর আপনার কথা অনেক ভালো লাগলো

Loading...
 last year 

হোস্টেলে শেষ বারের মত পিকনিকের আয়োজন করেছেন শুনে খুবই ভালো লাগলো ৷ এই সময়ে সবাই মিলে একটি আনন্দের মুহূর্ত কাটানো যে কতটা শান্তি সেটা সবাই জানে ও বুঝে ৷ আপনারা সব বন্ধুরা মিলে এই পিকনিকের আয়োজন করেছেন হয়তো আর দেখা হবে না কারো সাথে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পরবে ৷

যাই হোক ভাই আপনারা সবাই একসাথে খাওয়া করলেন ৷ খাবার দেওয়ার দায়িত্বে ছিল সজিব ভাই সেটাও শুনে ভালো লাগলো ৷

আপনাদের সবার জন্য শুভকামনা রইলো সবাই যেনো সুস্থ থাকো এই কামনাই করি ৷ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87